হিন্দিতে তৈরি হচ্ছে গীতা এলএলবি সেই খবর তো আগেই পেয়ে গিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলার পাঠকরা। তবে এবার স্নেহাশিস চক্রবর্তীর মেগা নিয়ে সামনে এল এক্সক্লুসিভ আপটেড। স্টার জলসার পর্দায় গীতার চরিত্রে দর্শকদের মন জিতে নিয়েছেন হিয়া মুখোপাধ্যায়। হিন্দিতেও বাঙালি অভিনেত্রীকেই দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। আরও পড়ুন-জাতীয় স্তরে শুরুতেই ধাক্কা খেল গীতা এলএলবি, বন্ধ শ্যুটিং! ‘মাথা হেঁট’ স্নেহাশিসের
‘মন দিতে চাই’-এর দোয়েল অর্থাৎ শ্রীতমা মিত্র অভিনয় করবেন গীতার ভূমিকায়। শ্রীতমার কেরিয়ারের বড় ব্রেক হতে চলেছে এই মেগা। আপতত ফেডারেশনের সঙ্গে চ্যানেলের মতানৈক্যের জেরে আটকে রয়েছে সিরিয়ালের শ্যুটিং। এখনও কাটেনি জট। তবে জানা গেল এই সিরিয়ালে শ্রীতমার নায়ক কে হতে চলেছেন।
বাংলায় হিয়ার নায়ক স্বস্তিকের ভূমিকায় দেখা মেলে কুণাল শীলের। গীতা এলএলবি-র সুবাদেই পরিচিতি পেয়েছেন নবাগত এই হিরো। তবে সিরিয়ালের হিন্দি ভার্সনে দেখা মিলবে মুম্বইয়ের প্রতিষ্ঠিত নায়কের। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অঙ্কিত রায়জাদার। সিরিয়ালের শ্যুটিংয়ে ইতিমধ্যেই কলকাতায় পা রেখেছেন অঙ্কিত।
এর আগে ‘যোধা আকবর’, ‘রব সে হ্যায় দুয়া’র মতো মেগায় দর্শক দেখেছে অঙ্কিতকে। এবার সোজা লিড রোলে তিনি। শ্রীতমা ছাড়াও বাংলার একঝাঁক কলাকুশলীকে দেখা যাবে এই সিরিয়ালে। থাকছেন ভাস্বর চট্টোপাধ্যায়, অসীম মুখোপাধ্যায়রা। সবচেয়ে বড় চমক হল এই সিরিয়ালে দেখা মিলবে শকুন্তলা বড়ুয়ার।
এই মুহূর্তে ব্লুজ প্রোডাকশনের জগদ্ধাত্রী এবং গীতা এলএলবি দর্শক মনে রাজ্ব করছে। গীতার হিন্দি রিমেকের হাত ধরে নতুন শুরু করতে চলেছেন স্নেহাশিস চক্রবর্তী। গত সোমবার শুরু হয়েছিল গীতা এলএলবি-র হিন্দির শ্যুটিং। তবে অর্ধেকবেলা কাজের পরই আচমকা সেট ছেড়ে চলে যান কুশলীবরা। জানা যায়, ফেডারেশনের নির্দেশেই এমনটা ঘটেছে।
ফেডারেশনের তরফে স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, সম্প্রতি সংশ্লিষ্ট চ্যানেল নতুন-পুরোনো সব মেগা-রিয়ালিটি শো-এর এপিসোড ওটিটি প্ল্যাটফর্মে দেখাচ্ছে। এতে চ্যানেলের ভাঁড়ার ভরছে ঠিকই, তবে মার খাচ্ছে টেলিপাড়া। স্বরূপ আনন্দবাজারকে জানান, ‘অন্যান্য চ্যানেল ফেডারেশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। ব্যতিক্রম স্নেহাশিস যে চ্যানেলের হয়ে কাজ করছে সেটি’। নতুন হিন্দি ধারাবাহিকটি ওটিটিতে দেখানো হবে না এমন শর্ত রেখেছেন স্বরূপ বিশ্বাস। লিখিতভাবে তেমনটা জানানো হলেই শ্যুটিংয়ের অনুমতি মিলবে, নতুবা নয়।