বাংলা নিউজ > বায়োস্কোপ > Aditi Munshi-Rath Yatra: জয় জগন্নাথ! কপালে তিলক কেটে খোলের তালে নাচ, ছাত্রছাত্রীদের নিয়ে রথযাত্রায় সামিল অদিতি মুন্সি

Aditi Munshi-Rath Yatra: জয় জগন্নাথ! কপালে তিলক কেটে খোলের তালে নাচ, ছাত্রছাত্রীদের নিয়ে রথযাত্রায় সামিল অদিতি মুন্সি

অদিতি মুন্সির রথ

অদিতির পরনে ছিল সাদা জামদানি শাড়ি, সঙ্গে ম্যাচিং হলুদ ব্লাউজ। তাঁর কপালে ছিল সাদা খড়ি মাটির তিলক, কানে দুল, গলায় হালকা সোনার চেন। সাধারণ ছিমছাম সাজেই রথ টানতে বের হয়ে পড়েছিলেন অদিতি। গায়িকা জানালেন, ‘কিছুদিন ধরেই প্রস্তুতি চলছিল, একদিনে তো সম্ভব নয়। তবে এদিন সকাল থেকে রথ সাজিয়ে তোলা হয়।’

৭ জুলাই ছিল রথযাত্রা। আর এই দিনটি আর আর পাঁচজন মানুষের মতোই জগন্নাথ বন্দনার মাধ্যমে সেলিব্রেট করলেন 'রাই কিশোরী' অদিতি মুন্সি। নিজের গানের অ্যাকাডেমি ‘সঙ্গীতম’ এর ছাত্রীছাত্রীদের নিয়ে রথযাত্রা উদযাপন করেন গায়িকা, বিধায়িকা অদিতি মুন্সি। রবিবার বিকেল ৪টে নাগাদ অদিতি তাঁর গানের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে রথযাত্রা উদযাপনে বের হন।

এদিন অদিতির পরনে ছিল সাদা জামদানি শাড়ি, সঙ্গে ম্যাচিং হলুদ ব্লাউজ। তাঁর কপালে ছিল সাদা খড়ি মাটির তিলক, কানে দুল, গলায় হালকা সোনার চেন। এক্কেবারে সাধারণ ছিমছাম সাজেই রথ টানতে বের হয়ে পড়েছিলেন কীর্তন গায়িকা। গায়িকা জানালেন, ‘বেশকিছুদিন ধরেই প্রস্তুতি চলছিল, একদিনে তো সম্ভব নয়। তবে এদিন সকাল থেকে রথ সাজিয়ে তোলা হয়।’

প্রসঙ্গত, এদিন অদিতির স্কুলের সাদা রথ, জুঁই ফুলের মালা ও ফুলে সাজিয়ে তোলা হয়েছিল। এদিন রথ বের হওয়ার সময় অদিতিকে নিজের হাতে কাঁসর ঘণ্টা বাজাতে দেখা যায়। পুজো হওয়ার পরই রাস্তয় বের হয় অদিতির ‘সঙ্গীতম’-এর রথ। এদিন তাঁর গানের স্কুলের ছাত্র-ছাত্রীদেরও অদিতির মতো করেই কপালে তিলক কাটতে দেখা যায়। তারপর তাঁদের সকলকে একসঙ্গে মিলে খোলের তালে নাচতে দেখা যায়, সামিল হন অদিতিও। ওঠে জয় জগন্নাথ ধ্বনি। তারই নানান ঝলক উঠে এসেছে আমাদের ক্যামেরায়।

আরও পড়ুন-'কার পেট থেকে বেরিয়েছি? আমাদের মা কে?' যমজ সন্তান যশ-রুহির প্রশ্নে অপ্রস্তুত করণ কী বললেন?

অদিতি মুন্সির রথযাত্রা
অদিতি মুন্সির রথযাত্রা
অদিতির গানের স্কুলের রথ
অদিতির গানের স্কুলের রথ

এত ব্যস্থতার মধ্যে রথযাত্রার আয়োজনের কথায় অদিতি বলেন, ‘আনন্দ করতে ব্যস্ততা লাগে না।’ জানালেন, ছোট থেকে তিনি রথযাত্রায় সামিল হতেন। তাঁদের পাড়ার গত ১৫০ বছরের রথ যাত্রার আয়োজন হয়ে আসছে। এখনও তার অন্যথা হচ্ছে না। রথে পাপড় ভাজা, জিলিপি মাস্ট বলেও জানান রাই কিশোরী।

অদিতি জানান, রবিবার রথ যাত্রা উপলক্ষ্য়ে তাঁর গানের অ্যাকাডেমিতে ভোগ ও প্রসাদ খাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল। 

বায়োস্কোপ খবর

Latest News

দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন DC দলের সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্ত প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায় ‘‌এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’‌, জহর সরকারকে নিয়ে রায় দিলেন সৌগত হিরো আলমকে আদালতেই গণধোলাই, কান ধরে ওঠবস! বিএনপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ গায়কের কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির 'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…' বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.