৭ জুলাই ছিল রথযাত্রা। আর এই দিনটি আর আর পাঁচজন মানুষের মতোই জগন্নাথ বন্দনার মাধ্যমে সেলিব্রেট করলেন 'রাই কিশোরী' অদিতি মুন্সি। নিজের গানের অ্যাকাডেমি ‘সঙ্গীতম’ এর ছাত্রীছাত্রীদের নিয়ে রথযাত্রা উদযাপন করেন গায়িকা, বিধায়িকা অদিতি মুন্সি। রবিবার বিকেল ৪টে নাগাদ অদিতি তাঁর গানের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে রথযাত্রা উদযাপনে বের হন।
এদিন অদিতির পরনে ছিল সাদা জামদানি শাড়ি, সঙ্গে ম্যাচিং হলুদ ব্লাউজ। তাঁর কপালে ছিল সাদা খড়ি মাটির তিলক, কানে দুল, গলায় হালকা সোনার চেন। এক্কেবারে সাধারণ ছিমছাম সাজেই রথ টানতে বের হয়ে পড়েছিলেন কীর্তন গায়িকা। গায়িকা জানালেন, ‘বেশকিছুদিন ধরেই প্রস্তুতি চলছিল, একদিনে তো সম্ভব নয়। তবে এদিন সকাল থেকে রথ সাজিয়ে তোলা হয়।’
প্রসঙ্গত, এদিন অদিতির স্কুলের সাদা রথ, জুঁই ফুলের মালা ও ফুলে সাজিয়ে তোলা হয়েছিল। এদিন রথ বের হওয়ার সময় অদিতিকে নিজের হাতে কাঁসর ঘণ্টা বাজাতে দেখা যায়। পুজো হওয়ার পরই রাস্তয় বের হয় অদিতির ‘সঙ্গীতম’-এর রথ। এদিন তাঁর গানের স্কুলের ছাত্র-ছাত্রীদেরও অদিতির মতো করেই কপালে তিলক কাটতে দেখা যায়। তারপর তাঁদের সকলকে একসঙ্গে মিলে খোলের তালে নাচতে দেখা যায়, সামিল হন অদিতিও। ওঠে জয় জগন্নাথ ধ্বনি। তারই নানান ঝলক উঠে এসেছে আমাদের ক্যামেরায়।
আরও পড়ুন-'কার পেট থেকে বেরিয়েছি? আমাদের মা কে?' যমজ সন্তান যশ-রুহির প্রশ্নে অপ্রস্তুত করণ কী বললেন?
এত ব্যস্থতার মধ্যে রথযাত্রার আয়োজনের কথায় অদিতি বলেন, ‘আনন্দ করতে ব্যস্ততা লাগে না।’ জানালেন, ছোট থেকে তিনি রথযাত্রায় সামিল হতেন। তাঁদের পাড়ার গত ১৫০ বছরের রথ যাত্রার আয়োজন হয়ে আসছে। এখনও তার অন্যথা হচ্ছে না। রথে পাপড় ভাজা, জিলিপি মাস্ট বলেও জানান রাই কিশোরী।
অদিতি জানান, রবিবার রথ যাত্রা উপলক্ষ্য়ে তাঁর গানের অ্যাকাডেমিতে ভোগ ও প্রসাদ খাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল।