বাংলা নিউজ > বায়োস্কোপ > Debiboron: ইশ্বরে বিশ্বাস নেই! মধুডিহি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের সেই চিকিৎসক অনিকেত-এর সঙ্গেই দেখা হল দেবীর, তারপর?

Debiboron: ইশ্বরে বিশ্বাস নেই! মধুডিহি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের সেই চিকিৎসক অনিকেত-এর সঙ্গেই দেখা হল দেবীর, তারপর?

পুজোর আগেই 'দেবীবরণ'

আকাশ সেনের পরিচালনায় আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে 'দেবীবরণ' ধারাবাহিকটি। গল্পের প্রেক্ষাপট বাঁকুড়ার 'মধুডিহি' গ্রাম (চিত্রনাট্য অনুযায়ী। সেখানকারই স্বাস্থকেন্দ্রে চিকিৎসক হিসাবে আসেন অনিকেত। গল্প কোন পথে এগোবে?

দুর্গোৎসব নয়, এবার শুধুই দুর্গাপুজো। আরজি কর কাণ্ডের পর এবার 'উৎসব' বয়কট করেছেন বেশিরভাগ মানুষ। আর তাই এবার পুজো থেকে বিচ্ছিন্ন উৎসব। আর ঠিক তখনই টেলিপর্দায় আসছে নতুন ধারাবাহিক 'দেবীবরণ'। আর এই ধারাবাহিকের হাত ধরে টেলিপর্দায় ফিরছে পুরনো 'ফাগুনের মোহনা' সিরিয়ালের জনপ্রিয় অ্যানমেরি টম ও সিদ্ধার্থ সেন জুটি।

হ্যাঁ, আরও একবার এই জনপ্রিয় জুটিকে দেখতে পাবে টেলিপর্দার দর্শক। স্টারট্র্যাক সার্ভিসেস, এলএলপি ব্য়ানারে, প্রদীপ চুড়িওয়ালা, স্বর্ণেন্দু সমাদ্দার, রূপালি বন্দ্যোপাদ্যায়ের প্রযোজনায় আসছে 'দেবীবরণ' ধারাবাহিকটি। 

দেবীবরণ ধারাবাহিক নিয়ে Hindustan Times Bangla-র কাছে মুখ খুলেছেন অ্যানমেরি টম। তাঁর কথায়, 'এই ধারাবাহিকে আমার চরিত্রের নাম দেবযানী, ওরফে দেবী। যে কিনা গ্রামের মেয়ে, মামারবাড়িতে মানুষ। কারণ দেবীর বাবা-মা কেউ নেই। মামী দেবীকে পছন্দ করে না, কারণ একে অভাবের সংসার, তার উপর আরেকজনের দায়ভার নিতে হচ্ছে। আর তাই দেবী যাতে চলে যায়, তেমনটাই তিনি চান। তবে দেবী অবশ্য এসবে কিছু মনে করেনা।  তবে দেবী কিন্তু সকলকে ভালোবাসে, মামা, মামী, গ্রামের সকলকে। দেবী বাড়ির কাজ পারে না, তবে চেষ্টা করে। তাতে ভুলভাল হয়ে যায়, বকুনিও খায়। ও আবার খুবই ডানপিটে মেয়ে।

তবে দেবী পুজোপাঠে পটু, খুব ইশ্বর বিশ্বাসী। দেবী মনে করে, যা হচ্ছে সবই ঈশ্বরের ইচ্ছেয়। যদি ওর সঙ্গে কোনও দুর্ঘটনাও হয়, ও মনে করে আমি বেঁচে আছি, কারণ ঈশ্বর সঙ্গে ছিলেন। কোনও বাড়িতে আগুন লেগেছে, ও জল দিচ্ছে কিছুই হচ্ছেনা। তবে ও প্রার্থনা করল, তারপরই বৃষ্টি পড়ল। তাই ওর মনে হয় ঈশ্বর ওর সঙ্গে আছে।'

আবারও সিদ্ধার্থ সেনের সঙ্গে জুটি বাঁধছেন কী বলবেন?

অ্যানমেরি টম বলেন, 'এটাও এই ধারাবাহিকের জন্য একটা বিষয়। 'ফাগুনের মোহনা'র পর আমি আর সিদ্ধার্থ আবারও ফিরছি, নতুন রূপে। এটাকে কেউ পুনর্জন্মও চাইলে বলতে পারেন। কারণ এমনও তো হতে পারত যে ‘ফাগুনের মোহনা’র আয়ুষকুমার ও রমঝুমের হ্য়াপি এন্ডিং-এর পর ওরা আবারও জন্ম নিয়েছে। হ্য়াঁ, এটা ঠিক, একজনের সঙ্গে অনেকদিন কাজ করলে স্বচ্ছন্দে কাজ করা যায়, সিদ্ধার্থের সঙ্গে আমার আবার এই ধারাবাহিকে কাজের বিষয়টাও তেমন। এখানে আরও একটা বিষয় হয়ত অনেকেই জানেন না এখনও। যে আমি শুধু সিদ্ধার্থ সেন নয়, ‘ফাগুনের মোহনা’- ধারাবাহিকে আমার মানে রুমঝুমের যে বোন হয়েছিল, সেই এখানে আবারও আমার বোন। আশাকরি সব ভালোই হবে, ভালো টিআরপি আসবে।'

কিন্তু কী বলছেন 'দেবীবরণ'-এর নায়ক সিদ্ধার্থ সেন?

সিদ্ধার্থ Hindustan Times Bangla-কে বলেন, ‘টেলিপর্দার দর্শক তো আমায় আয়ুষ কুমার নামে চেনে। তবে এবার আমি ডক্টর অনিকেত। আমার সঙ্গে রুমঝুম আছে এখানে, থুড়ি এখানে ও দেবী। আমার চরিত্রটা খুবই রাগী। অনিকেত খুবই নীতি মেনে চলে। তবে ঈশ্বরে ওর বিশ্বাস নেই। ও যখন গ্রামে আসে, লোকজনের অন্ধবিশ্বাস দেখে, সেটা ওর সহ্য হয় না। ও নিজের মতো করে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে। গ্রামে যিনি আমার কাকা, উনি গ্রামের কাউকে পড়াশোনা করতে দিতে চান না। গ্রামের মানুষ সাধারণ চিকিৎসা পাক, সেটাও তিনি চাননা। কারণ, তাহলে উনি সকলের উপর ছড়ি ঘোরাতে পারবেন না। তবে কীভাবে সবকিছু বাইরে গিয়ে সিদ্ধার্থ কীভাবে মানুষকে বোঝাবে, কীভাবে দেবীর সঙ্গে ওর দেখা হবে, এই নিয়েই দেবীবরণ।’

প্রসঙ্গত, আকাশ সেনের পরিচালনায় সান বাংলায় আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে 'দেবীবরণ' ধারাবাহিকটি। গল্পের প্রেক্ষাপট বাঁকুড়ার 'মধুডিহি' গ্রাম (চিত্রনাট্য অনুযায়ী। সেখানকারই স্বাস্থকেন্দ্রে চিকিৎসক হিসাবে আসেন অনিকেত। তারপর গল্প কোন পথে এগোবে, তা ধারাবাহিক শুরু হলেও জানা যাবে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.