বাংলা নিউজ > বায়োস্কোপ > Aparajita Ghosh Das Exclusive: ‘কাজের থেকে বেশি পরিবারকে সময় দিয়েছি…’, ঋত্বিকের সঙ্গে দাম্পত্য নিয়ে অকপট অপরাজিতা

Aparajita Ghosh Das Exclusive: ‘কাজের থেকে বেশি পরিবারকে সময় দিয়েছি…’, ঋত্বিকের সঙ্গে দাম্পত্য নিয়ে অকপট অপরাজিতা

‘কাজের থেকে বেশি পরিবারকে সময় দিয়েছি…’, ঋত্বিকের সঙ্গে দাম্পত্য নিয়ে অকপট অপরাজিতা

লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন মেগা ‘চিরসখা’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা ঘোষ দাসকে। বুধবার ‘চিরসখা’র সেটে হাজির হয়েছিল হিন্দুস্থান টাইমস বাংলা। সেখানেই কফির কাপ হাতে আড্ডা জমান নায়িকা।

‘একদিন প্রতিদিন’ থেকে ‘এখানে আকাশ নীল’, ‘কুসুম দোলা’, 'কোজাগরী', ‘এক্কা দোক্কা’ -সহ একসময় বহু সুপার হিট সিরিয়ালের অন্যতম প্রধান মুখ ছিলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। মুখ্য ভূমিকায় অভিনয়ের পাশাপাশি তিনি পার্শ্ব চরিত্রেও বেশ কিছু কাজ করেছেন, তাছাড়াও তিনি বহু ছবি ও সিরিজেও কাজ করেছেন। তবে মাঝে বেশ কিছু দিন তিনি অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন। কিন্তু তাঁকে আবার লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন মেগা ‘চিরসখা’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে। বুধবার ‘চিরসখা’র সেটে হাজির হয়েছিল হিন্দুস্থান টাইমস বাংলা। সেখানেই কফির কাপ হাতে আড্ডা জমান নায়িকা।

সেটে হাতে কফির কাপ নিয়েই বসেছিলেন অভিনেত্রী। তবে ব্ল্যাক কফি নয়, দুধ কফি খাচ্ছিলেন তিনি। তিনি জানান ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি তাঁর খুব একটা পছন্দ নয়। দুধ কফি তাঁর প্রথম পছন্দ। কিন্তু অভিনেত্রীরা তো ফিগার ধরে রাখার জন্য নানা ভাবে শরীরচর্চা থেকে ডায়েট সবটাই ফলো করেন। সেখানে ডায়েটের চিন্তা না করেই দুধ কফি! এই প্রসঙ্গে অপরাজিতা হেসে জবাব দেন, 'ডায়েট, শরীরচর্চা এগুলো অবশ্যই করা উচিত। আমিও করি। এতে কিন্তু কোনও চিনি নেই, শুধু দুধ আর কফি আছে।'

আরও পড়ুন: 'যাঁকে ভালো লেগেছে…' চিরসখার সেটে প্রেম নিয়ে খোলামেলা সুদীপ! অপরাজিতাও জানালেন তাঁর ভালোবাসার কথা

তার পরই অবশ্য নায়িকা জানান, তিনি সবসময় খুব কঠোর ডায়েট মেনে চলেন না। তাঁর কথায়, ‘আমার মনে হয় সব জায়গায় একটা ব্যালেন্স থাকা খুব দরকার। আমি যেমন কোনও একটা সময় ডায়েট করি। আবার এমন একটা সময় যায়, যখন আমি সব কিছু খাই। এমন হতে পারে না যে, গুড়ের সময় আমি গুড়ের মিষ্টি খাব না। কিংবা শীতে প্লাম কেক খাব না। মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি। যদি কেউ আমাকে বলেন সেগুলো ছেড়ে থাকতে হবে। তাহলে আমি খুব ভেঙে পড়ব।’

তবে মিষ্টি খেয়েও তিনি নিজেকে সমান ভাবে ধরে রেখেছেন, তিনি এভারগ্রীন। ‘চিরসখা’-এ তাঁকে 'কমলিনী'-এর চরিত্র দেখা যাবে। তাঁর সেই লুকেই তিনি বুধবার মেগার সেটে ধরা দিয়েছিলেন। চোখে মোটা ফ্রেমের চশমা, হালকা মেকআপ সঙ্গে সাদা পাড় কালো বেগমপুরীতে অসাধারণ লাগছিল নায়িকাকে। তাঁর এই লুক বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে। আর তা দেখে বহু অনুরাগী তাঁকে প্রশংসায় ভরে দিয়েছেন। কিন্তু এই বেশে নায়িকাকে দেখে তাঁর ‘চিরসখা’ স্বামী ঋত্বিক চক্রবর্তী কী বলেছিলেন? প্রশ্নে অভিনেত্রী বলেন, 'ঋত্বিকের তো খুবই পছন্দ হয়েছে। তবে শুধু আমার লুক নয়, মেগার প্রথম ঝলকও ওঁর খুব ভালো লেগেছে, বার বার করে আমাকে বলেছে।'

আরও পড়ুন: 'প্রকৃতির জাদু…', মুম্বইয়ে ফ্ল্যামিঙ্গো দেখতে ছেলেকে নিয়ে হাজির দিয়া মির্জা!

কিন্তু এই মেগার ‘কমলিনী’ বাস্তবের অপরাজিতা থেকে বেশ কিছুটা বয়সে বড়। বেশি বয়সে চরিত্র করতে রাজি হওয়ার কারণ কী? প্রশ্নে অপরাজিতা উত্তর, 'আমি একজন অভিনেতা, তাই চরিত্রটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি যে বয়সে আছি, চরিত্রটা সেই বয়সের না বড় বা ছোট সেটা কিন্তু বিশেষ কোনও ভাবার বিষয় নয়। আর বেশি বয়সের চরিত্র করাও লজ্জাজনক কিছু নয়। বয়স নিয়ে প্রায়ই অনেককে অনেক কিছু বলতে শুনি। কিন্তু এতে আমি বিশ্বাস করি না। আর আমি যেহেতু একজন অভিনেতা তাই আমার সমস্ত রকমের চরিত্র করতে পারা উচিত।'

ধারাবাহিকে তাঁর তিনটি বড় বড় ছেলে মেয়ে দেখানো হবে। বাস্তবেও অপরাজিতা সন্তানের মা। কিন্তু মায়ের দায়িত্ব সামলেও দক্ষতার সঙ্গে অভিনয় করে যাওয়া কতটা চাপের? অপরাজিতা জানান, ‘খুব একটা সমস্যার হয় না। আসলে অনেকটা সময় থাকে যখন আমি কিছু করি না। শুধুমাত্র আমি আমার পরিবারকে সময় দেই। আর যদি আমি হিসেবের খাতা নিয়ে বসি, তাহলে দেখা যাবে কাজের থেকে বেশি হয়তো আমি আমার পরিবারকে সময় দিয়েছি। আমি দুটোর মধ্যেই ভারসাম্য রাখার চেষ্টা করেছি। বলতে পারেন আমি ভাগ্যবতী। অনেকেই সেটা করতে পারেন না।’

কিন্তু এই সিদ্ধান্ত কি খুব সচেতন ভাবে নেওয়া? নায়িকা বলেন, 'সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া মানে এটাই আমি আমার কাজটার প্রতি খুব নিষ্ঠা রাখি। আর তাই এটা করার জন্য নিজেকে একটু বিরতি দেওয়াও খুব গুরুত্বপূর্ণ।' অভিনেত্রীর মতে কামব্যাক কথাটা খুব একটা যথোপযোগী নয়। তাঁর কথায়, 'অনেকেই কামব্যাক কথাটা বলেন। কিন্তু আমি মনে করি নিজেকে একটু সময় দেওয়া এই ভাবে বিষয়টা দেখা উচিত। নিজের জন্য এটা খুব দরকার। তাছাড়া যে কোনও অভিনেতার জীবনে বোধ হয় এরকমটা হয় না যে, পর পর সে পছন্দের চরিত্র পেয়ে আসছেন। এটার জন্যও অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষাটাও ভারী সুন্দর হয় বলে আমি মনে করি।'

মেগায় প্রথমবারের জন্য অপরাজিতার সঙ্গে জুটিতে দেখা যাবে সুদীপ মুখোপাধ্যায়কে। পর্দায় তাঁদের রসায়নটা ঠিক কেমন হবে? জানতে চাওয়া হলে অভিনেত্রী দর্শকের উপরই তা ছেড়ে দেন। দর্শকদের দেখে কেমন লাগছে সেটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এই মেগা নিয়ে তিনি ভীষণভাবে আশাবাদী।=

পর্দায় 'কমলিনী' সেভাবে স্বামীর সুখ পায়নি, কিন্তু বাস্তব জীবনে স্বামী ঋত্বিকের সঙ্গে চুটিয়ে দাম্পত্য জীবন উপভোগ করছেন অপরাজিতা। তাঁদের দাম্পত্য নিয়েও বেশ কিছু কথা জানান অপরাজিতা। তিনি বলেন, ‘আমার সঙ্গে ঋত্বিকের বন্ধুত্ব অনেক বছরের। প্রাথমিকভাবে আমরা একে অপরের খুব ভালো বন্ধু। আর এটাই আমাদের সম্পর্ককে ধরে রেখেছে।’

প্রসঙ্গত, ২৭ জানুয়ারি থেকে রাত ৯ টায় স্টার জলসার পর্দায় শুরু হবে ধারাবাহিকের সম্প্রচার। অপরাজিতা ও সুদীপ ছাড়াও এই মেগায় দেখা যাবে অনুসূয়া মজুমদার, চন্দন সেন, লাভলী মৈত্র -সহ আরও অনেক বড় মাপের তারকাদের।

বায়োস্কোপ খবর

Latest News

বধূ নির্যাতনের মামলার আড়ালে স্বামী ও তাঁর পরিবারকে হেনস্থা, ক্ষুব্ধ হাইকোর্ট গৌতির ব্যক্তিগত সহকারীকে থাকছেন আলাদা হোটেলে,টিম হোটেলে তাঁরও নো এন্ট্রি-রিপোর্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে তুরুপের তাস হতে পারে শামি, বলছেন ভারতের প্রাক্তন বোলিং কোচ এটা ভারতীয়দের সব দরজা বন্ধ করে দেবে: US Open-এর নতুন নিয়ম দেখে অবাক রোহন বোপন্না কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ, সিবিআইয়ের আবেদন মঞ্জুর করল আদালত ফসিলসের গানের লিরিক্স জিজ্ঞেস করতেই রূপমকে রাজু দা পরোটার ডায়লগ শোনাল শ্রোতারা! ‘দিনটা কেবল প্রেম করে কাটিয়ে…’, কীভাবে প্রথম প্রেমদিবস কাটাবেন রোহন-অঙ্গনা? ট্রাম্পের ঘোষিত ‘পারস্পরিক শুল্ক’ আসলে কী? কোন কোন দেশে সবচেয়ে বেশি প্রভাব? রোমান্টিক ছন্দে প্রেম নিবেদন হয়ে উঠুক বিশেষ, রইল ভ্য়ালেনটাইনস ডে স্পেশাল কবিতা কোনও রকমে ১০০ টপকে অল-আউট, শ্রীলঙ্কার কাছে রেকর্ড রানে ম্যাচ হারল অস্ট্রেলিয়া

IPL 2025 News in Bangla

কোহলিই ছিলেন নেতৃত্বের বিকল্প: পন্ত-শ্রেয়স-রাহুলকে কেন কেনেনি RCB? সামনে এল কারণ জিও, স্টার মেলায় কপাল পুড়ল ক্রিকেট ভক্তদের, গ্যাঁটের কড়ি খরচ করে দেখতে হবে IPL চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দল পাবে IPL চ্যাম্পিয়নদের সমান অর্থ, প্রাইজ মানি জানাল ICC অধিনায়কত্ব প্রত্যাখ্যান করে কি পতিদারের নাম প্রস্তাব করেছিলেন কোহলি? রিপোর্ট- প্রকাশ্যে IPL 2025-এর সূচি,প্রথম ম্যাচেই নামছে KKR, প্রতিপক্ষ কে জানেন? কোহলির থেকে শিখতে পারব… নতুন ভূমিকায় আত্মবিশ্বাসী পতিদার IPL 2025: RR স্পিনিং রত্নদের উজ্জ্বল করতে যুক্ত হলেন দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ এটি বড় দায়িত্ব… রজত অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন কোহলি RCB Captain Announced: ফিরলেন না কোহলি, আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দেবেন পতিদার বিরাট কোহলি নাকি অন্য কেউ? IPL 2025-এ RCB-র অধিনায়ক হবেন কে? সামনে এল বড় আপডেট

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.