টিআরপি তালিকায় প্রথম পাঁচে না থাকলেও ওটিটি-তে মিঠিঝোরার জনপ্রিয়তা আকাশছোঁয়া। হালে সিরিয়াল শেষ হওয়ার গুজব রটেছিল, কিন্তু তা নস্যাৎ করেছে গোটা টিম। আপতত সিরিয়ালে আসছে একের পর এক টুইস্ট। নীলুর পর্দা ফাঁস হওয়ায় বেজায় খুশি ভক্তরা। ওদিকে শৌর্যর জন্য মন কাঁদছে সব্বার। অনির্বাণের উপর তো রেগে কাঁই রাই-ভক্তরা। আরাত্রিকা নিজে কী ভাবছেন মিঠিঝোরার বর্তমান ট্র্যাক নিয়ে? স্বামী-স্ত্রী'র সম্পর্ক কি এতটাই ঠুনকো যে কিছু ছবি তা ভেঙে চুরমার করে দিতে পারে?
মুঠোফোনে হিন্দুস্তান টাইমস বাংলার প্রশ্ন শুনে আরাত্রিকার জবাব, ‘রাই অনির্বাণকে অনেকবার ক্ষমা করেছে। তিন-চার বার ওকে রাই ক্ষমা করে দিয়েছে, আরাত্রিকা হলে এতগুলো সুযোগ দিত না, বিশ্বাস করুন। কবেই ছেড়ে চলে আসত। রাই ওকে আজ ক্ষমা করে দিলে কাল ও এমন কিছু ঘটাবে না এর গ্যারেন্টি কেউ দিতে পারবে না। আগেও তো অনিবার্ণকে ক্ষমা করে দিয়েছে রাই, কী লাভ হয়েছে? আরাত্রিকা হিসাবে বলব রাইয়ের উচিত নয় অনির্বাণকে ক্ষমা করা, তাহলে তো ওর কোনও আত্মসম্মানই নেই। রাই ব্রিলিয়ান্ট মেয়ে, নিজে চাকরি করছে। তাই ওই একটা ছেলেকে বারবার ক্ষমা করা একদম উচিত নয়। উফ বুঝতে পারছন আমি কত্ত রেগে গেছি!’
হ্য়াঁ, রাই চরিত্রের সঙ্গে এতটাই একাত্ম হয়ে গিয়েছেন আরাত্রিকা। দিদির সংসার ভাঙতে যে নোংরা খেলায় মেতেছিল নীলু, তা শৌর্যই সবার সামনে এনেছে। স্বভাবতই এখন গল্পের আসল নায়ক সে। নেটিজেনরা বলছেন, শৌর্যই রাইকে সত্যিকারের ভালোবেসেছে, আরাত্রিকার কী ভাবনা?
অভিনেত্রী বললেন, ‘রাই প্রথমে শৌর্যকে ভুল বুঝেছিল। এখন সে ক্ষমাও চেয়ে নিয়েছে। নীলুর ষড়যন্ত্রটা ওই সামনে আনল। একটা সময় তো সত্যি রাই আর শৌর্য পরস্পরকে ভালোবেসেছিল, সেই ভালোবাসাটা ফেক নয়। কিন্তু ওই ছবিগুলোতে রাইয়ের সঙ্গে ও জড়িয়েছিল। শৌর্যরও অসম্মান হয়েছিল। সেই কারণেও কিন্তু এতটা তাগিদ নিয়ে শৌর্য সত্যিটা সামনে এনেছে’।
রিলে রাইয়ের অভিযোগের শেষ নেই অনির্বাণকে ঘিরে, বাস্তবে উলটো ছবি। সুমনের বিস্তর অভিযোগ আরাত্রিকাকে নিয়ে। নায়িকা নাকি মেসেজের জবাব দেন না, এই নিয়ে কী সাফাই আরাত্রিকার? মুচকি হেসে বলেনন, 'কী বলি বলুন তো! আমি অনেকবার বলেছি, আমি হোয়াটসঅ্য়াপ ব্যবহারের মামলায় আমার খুব ল্যাদ। আমাকে ফোন করলে ঠিক আছে, ওই সময় ধরতে না পারলেও আমি পরে ফোনটা করেনি। কিন্তু মেসেজের জবাব দেওয়া হয় না। সেই নিয়েই রাগারাগি। সুমনদার বেশিরভাগ মেসেজে থাকে- ‘আমার কোলাব’টা অ্যাকসেপ্ট কর, ইনস্টাগ্রামে রিকুয়েস্ট পাঠিয়েছি…'।
আগামিতে সিরিয়ালের গল্পে আসছে নতুন মোড়। অভিনেত্রী বললেন, 'মিঠিঝোরায় বিরাট বড় চমক আছে। সে ঘটতে চলেছে সেটা আমারও ভাবিনি। খুবই আনএক্সপেক্টেড কিছু ঘটবে। ফাইনালি রাই যে বাড়ি থেকে বেরিয়েছে তাতে আরাত্রিকা খুব খুশি। এবার কোন চমক আসবে, সেটার জন্য তো মিঠিঝোরা দেখতে হবে, ওটা আমি বলব না'। এর মধ্যেই ডাক পড়ল শটে যাওয়ার। ফোন রেখে আরাত্রিকা ছুটলেন রাই হয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে।