এক মাসের মধ্যেই দু-বার নায়ক বদল হল হর গৌরী পাইস হোটেলের! কী চমকে গেলেন তো? এই মাসের শুরুতেই এই সিরিয়াল ছেড়ে ছিলেন রাহুল মজুমদার। ১৫ বছর এগিয়ে গিয়েছিল শঙ্কর-ঐশানীর গল্প। এখন যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের এই মেগার কেন্দ্রে শঙ্কর-ঐশানীর মেয়ে ধৃতি। আরও পড়ুন-জল থই থই ভালোবাসা শেষ! শঙ্করের বদলে হরগৌরীর নায়ক হয়ে জলসায় ফিরছেন ইন্দ্রাশিস
ধৃতির নায়ক রুদ্রর ভূমিকায় দর্শক এতদিন দেখেছেন ইন্দ্রাশিস আচার্যকে। তবে রাতারাতি বদলে যাচ্ছে এই সিরিয়ালের নায়ক! হ্যাঁ, আগামী কয়েকদিনের মধ্যেই টিভির পর্দায় সেই পরিবর্তন দেখবে দর্শক। তবে আজ (বৃহস্পতিবার) থেকে হর গৌরী পাইস হোটেলের শ্যুটিং শুরু করলেন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়। হ্য়াঁ, আলতা ফড়িং-এর ‘ব্যাঙ্ক বাবু’ এবার ইন্দ্রাশিসের জুতোয় পা গলালেন।
কিন্তু হঠাৎ কেন এই মেগা সিরিয়াল ছাড়লেন ইন্দ্রাশিস? টেলিপাড়া সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কারণেই এই সিরিয়াল থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন ইন্দ্রাশিস। গত পরশু অর্থাৎ মঙ্গলবার শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন ইন্দ্রাশিস। সূত্র জানাচ্ছে, নায়কের সুগার ফল করেছিল। আর শরীর ধকল না নিতে পারার কারণেই আপতত বিশ্রামে ইন্দ্রাশিস।
এরপর রাতারাতি জরুরি বৈঠক ডেকে চ্যানেল আর প্রযোজনা সংস্থা নতুন রুদ্র হিসাবে বেছে নেয় অর্ণবকে। এর আগে জল থই থই ভালোবাসায় কোজাগরীর ছোট ছেলের চরিত্রে দেখা গিয়েছে অভিনেতাকে। একই মেগায় অর্ণবের বোনের স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রাশিস।
আরও পড়ুন-‘সোনা কিতনা সোনা হ্যায়…’, গাইল বন্ধুরা, ‘খামোশ’ বলে চিৎকার! রইল সোনাক্ষীর বিয়ের ভিডিয়ো
মাত্র ২ মাসে বালিঝড় শেষ হওয়ার পর ‘জল থই থই ভালোবাসা’র সঙ্গে ছোট পর্দায় ফিরেছিলেন ইন্দ্রাশিস। এই মেগাও মাত্র ৯ মাসেই বন্ধ হয়। এরপর হর গৌরীতে রুদ্রর সফর শুরু হতে না হতেই শেষ হল, নিঃসন্দেহে হতাশ হবে তাঁর ভক্তরা। অল্পদিনের মধ্যেই শুভস্মিতার সঙ্গে ইন্দ্রাশিসের রসায়ন চোখ টেনেছিল দর্শকদের। যদিও টিআরপি তালিকায় আপতত মিঠিঝোরার থেকে পিছিয়ে হর গৌরী পাইস হোটেল। নতুন হিরোর আগমনে কি ভাগ্য বদলাবে টিমের? সেটাই এখন দেখার।