টলিউডের পরিচিত মুখ বনি সেনগুপ্ত। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন ‘বরবাদ’ অভিনেতা। এমনিতে বনি বরাবরই স্পষ্টবাদী, রেখেঢেকে কথা বলতে পছন্দ করেন না। ভাইফোঁটার দিন আচমকাই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার কেন্দ্রে নায়ক। তাঁকে ঘিরে ছিছিকার, প্রতিবাদে গর্জে উঠছেন ছোটপর্দার তারকারা। নেপথ্যের কারণ? বনি নাকি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব।’
আসলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে ওম,আদৃতের পথে হেঁটে এবার ছোটপর্দায় কাজ করতে চলেছেন বনি। সেখানে তাঁর সঙ্গী সোমরাজ মাইতি (চিনির নায়ক)। দুজনে নাকি শ্যুটিং পর্যন্ত শুরু করে দিয়েছেন। এই জল্পনা ভুয়ো সেই কথা জানিয়েই নাকি বনি বলেছেন, ‘আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব।’ সেটাই এক নামী সংবাদমাধ্যমের শিরোনাম! প্রতিবাদে গর্জে উঠেন ভাস্বর, শ্রুতি, মানসী সেনগুপ্তরা। তাঁদের বক্তব্য, ছোটপর্দার শিল্পীদের অপমান করেছেন বনি! নেটিজেনরা বনিকে অহংকারী দেগে দিয়ে ট্রোল করতে শুরু করেন।
এই প্রসঙ্গে বনির মতামত জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল হিন্দুস্তান টাইমস বাংলা। ফোন তুলেই রীতিমতো বিরক্তির সুর বনির কণ্ঠে। অভিমানের সুরেই বললেন, ‘আমার মন্তব্যকে ভুলভাবে ব্যাখা করা হয়েছে, আমি কোনওভাবেই ওই কথা বলিনি’। বনি জানান, সংবাদিক তাঁর কাছে অফিসিয়্যাল কোনও বিবৃতিই চাননি, এমনি আলোচনা চলছিল। পাশাপাশি বনি বলেন, ‘আমি বলেছি আমার এত খারাপ অবস্থা হয়নি যে সোমরাজের সঙ্গে সিরিয়াল করব, যদি করতেই হয় তাহলে সোলো লিড করব। নিজে করব। আমি ছোটপর্দায় অন্য কোনও নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করব না। সেখানে সোমরাজের নামটা মুছে হেডিং করা হল’।
গোটা ঘটনায় রীতিমতো বিরক্ত বনি। একটা ভুয়ো খবরকে ঘিরে তাঁকে সমালোচনার শিকার হতে হচ্ছে বলে। প্রত্যেক শিল্পীকেই তিনি সম্মান করেন স্পষ্ট জানান নায়ক। আপতত বনির হাতে একের পর এক ছবির কাজ রয়েছে। ছোটপর্দায় তাকানোর সময় নেই, এইটুকুই তাঁর বক্তব্য। আসন্ন এক ছবিতে প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায়ের সঙ্গে ফের জুটি বাঁধছেন বনি, সেখানে দুজনেই দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে।
আগামী সপ্তাহেই শুরু হচ্ছে ঝড়ের শ্যুটিং। সেই সাসপেন্স-থ্রিলারে দেখা মিলবে বনি-সৌরভ ও নবাগতা অমৃতার। পরিচালক আন্থনি জেন। ছবিতে 'মাইকেল' নামে এক শিক্ষকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। অন্যদিকে পুরোপুরি ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে। আপতত সেই ছবির প্রস্তুতিতেই ব্যস্ত বনি।