Jigra: সিঙ্গাপুর জুড়ে ‘জিগরা’-র শ্যুটিং, দেখে নিন আলিয়া-বেদাংয়ের কিছু BTS মুহূর্ত
Updated: 08 Oct 2024, 07:15 PM ISTExclusive BTS pics from Jigra: জিগরা ছবিতে আলিয়াকে সত্য আনন্দের চরিত্রে দেখা যাবে, সত্যর কাছে আচমকা ভাইয়ের ফোন আসে। বিদেশে কোনও অপরাধের অভিযোগে ফেঁসে যায় সে। ফল স্বরূপ তিন মাসের মধ্যে তড়িতাহত করে প্রাণদণ্ডে দণ্ডিত হয়ে যায় অঙ্কুর। এই অ্যাকশন-থ্রিলারটিতে অঙ্কুরের ভূমিকায় অভিনয় করেছেন বেদাং রায়না।
মা হওয়ার পর আলিয়া প্রথম যে ছবির কাজে হাত দেন তা হল জিগরা। অবশেষে মুক্তি পেতে চলেছে ভাসান বালা-র এই ছবি। আলিয়া ভাট এবং বেদাং রায়না সিঙ্গাপুরে ‘জিগরা’ ছবির শুটিং করেন। পর্দায়' তাঁরা ভাইবোনের চরিত্রে অভিনয় করেছেন।
সিঙ্গাপুরের র ্যাফেলস হোটেলের বাইরে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন বেদাং। হাসিখুশি মেজাজে ধরা দিয়েছেন তিনি। ট্রেলারের ঝলকে বেদাং-এর পারফরম্যান্সের ঝলক ইতিমধ্যেই নজর কেড়েছে। সম্প্রতি জুনিয়র এনটিআর উল্লেখ করেছেন যে একটি নির্যাতনের দৃশ্যে বেদাংয়ের অভিব্যক্তি খাঁটি সোনার মতো ছিল।
আলিয়ার কট্টর সমালোচক যতই নেপোটিজম ইস্যুতে তাঁকে বিদ্ধ করুক না কেন, মহেশ ভাট কন্যার অভিনয় দক্ষতা নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। এই ছবিতে ভিক্টোরিয়া থিয়েটার ও কনসার্ট হলের বাইরে দাঁড়িয়ে আলিয়া ভাট।
পরবর্তী ফটো গ্যালারি