বাংলা নিউজ > বায়োস্কোপ > CCL EXCLUSIVE: ‘যিশুদা ১০ বছর ধরে শুধু হেরেছে, কাপটা ওঁর জন্যই জিতছি’, বলছেন টুর্নামেন্ট সেরা রাহুল মজুমদার

CCL EXCLUSIVE: ‘যিশুদা ১০ বছর ধরে শুধু হেরেছে, কাপটা ওঁর জন্যই জিতছি’, বলছেন টুর্নামেন্ট সেরা রাহুল মজুমদার

যিশুর জন্যই এই জয়, বলছেন রাহুল (ছবি সৌজন্যে- বেঙ্গল টাইগার্স)

EXCLUSIVE! CCL 2024: ‘বেঙ্গল টাইগার্স খেলতে পারে না, আমাদের এই নজরে দেখতে সবাই, সেখান থেকে চ্যাম্পিয়ান…’, ক্যাপ্টেন যিশুর সবচেয়ে সুযোগ্য সৈনিক রাহুল মজুমদার মুখ খুললেন হিন্দুস্তান টাইমস বাংলায়।

১০ বছরের হারের জ্বালা মিটল বাংলার! রবিবার রাতে তিরুবনন্তপুরমের ২২ গজে ব্যাট-বল হাতে সোনালি ইতিহাস লিখল বাংলার রুপোলি পর্দার নায়করা। সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৪-এর ট্রফি উঠল যিশু সেনগুপ্তের নেতৃত্বাধীন বেঙ্গল টাইগার্সের হাতে। রুদ্ধশ্বাস ফাইনালে ১৩ রানে কিচ্চা সুদীপের কর্নাটক বুলডোজারকে হারিয়ে চ্যাম্পিয়ান বাংলা।

বেঙ্গল টাইগার্সের এই জয়ের অন্যতম কাণ্ডারি হর গৌরি পাইস হোটেলের শঙ্কর মানে অভিনেতা রাহুল মজুমদার। টুর্নামেন্টের সেরা খিলাড়ি নির্বাচিত হয়েছেন রাহুল। সিসিএলের সদ্য সমাপ্ত মরসুমে সর্বোচ্চ ১৫টা উইকেট নিয়েছেন রাহুল, অন্যদিকে ৩২১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার তিনি। ম্যাচ জয়ের উচ্ছ্বাস এখনও থামেনি। তিরুবন্তনপুরম থেকেই টেলিফোনে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন মনের অনুভূতি।

ফোন করতে খানিক ঘুম জড়ানো গলায় উত্তর এল। রাহুল বললেন, ‘আজ ভোর পাঁচটা অবধি আমরা পার্টি করেছি। এখনও স্বপ্নের মতো লাগছে। দারুণ অনুভূতি। গত বছর অনেক আশা নিয়ে এসেছিলাম কিন্তু সেভাবে পারফর্ম করতে পারিনি, এবার সোজা ম্যান অফ দ্য টুর্নামেন্ট, আমি যে দলের কাজে আসতে পেরেছি সেটা ভেবে ভালো লাগছে’।

ম্যাচ জয়ের পর যিশু সেনগুপ্ত কেঁদে ভাসিয়েছেন। চোখের কোণে জল সবার। রাহুল বললেন, ‘কাল সবাই কেঁদেছে। কেউ নেই যে কাঁদেনি। কোচ, ক্যাপ্টেন, ফিজিও সবাই কেঁদেছে। বনি (কাপুর) স্যার (বেঙ্গল টাইগার্সের মালিক) খুব খুশি।’

দ্বিতীয় ইনিংসে যখন কর্নাটকের ২৪ বলে ৪১ রান বাকি ছিল, তখন তো আমাদের হাত থেকে প্রায় ম্যাচ বেরিয়ে গিয়েছিল। আমি তখন যিশুদাকে নিজে গিয়ে বললাম, অনেক হয়েছে আমাকে বলটা দাও। আমি সাধারণত এমন বলি না, কিন্তু কাল বলেছি। তারপর যখন দুটো দুর্দান্ত ওভার করলাম, ম্যাচের মোড়টা ফের ঘুরে যায়। শুরু থেকেই আমরা চেয়েছিলাম যিশুদার জন্য কাপটা জিততে চেয়েছি, ১০ বছর ধরে খেলছে যিশুদা প্রত্যেক বছর শুধু হেরেছে।'

রবিবার রাতে ‘আন্ডারডগ’ হিসাবেই শুরু করেছিল বাংলা। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইকে হারানোর পর ফাইনালে কর্নাটকের মুখোমুখি। রবিবারের আগে পর্যন্ত সিসিএলের ইতিহাসে কোনওদিন শক্তিশালী কর্নাটককে হারাতে পারেনি বেঙ্গল টাইগার্স। রাহুল বললেন, ‘লোকজন ভাবত বেঙ্গল টাইগার্সের সঙ্গে খেলা মানেই ২ পয়েন্ট। ওরা খেলতে পারে না, আমাদের সেই নজরে দেখত সবাই। সেখান থেকে ঘুরে গিয়ে চ্যাম্পিয়ান হওয়া…সব থেকে বড় কথা সিসিএলের ইতিহাসে আমরা প্রথমবার কর্নাটককে হারালাম, সেটা স্বপ্নপূরণ বলতে পারো’।

রাহুলের এই যাত্রাপথে সারাক্ষণ পাশে থেকেছেন তাঁর বেটারহাফ, অভিনেত্রী প্রীতি বিশ্বাস। তাঁকেও ধন্যবাদ জানাতে ভুললেন না। বললেন, ‘ও তো শুধু কেঁদেই গেছে আমার প্রত্যেক অ্যাচিভমেন্টের পর, সত্যি প্রীতি এবং বাকি সবাই যেভাবে আমাদের সাপোর্ট করেছে। মাঠে আমাদের সমর্থক সংখ্যা প্রতিপক্ষের থেকে কম থাকলেও ওরা সেটা বুঝতে দেয়নি’।

একটা সময় পেশাদার ক্রিকেট খেলতেন রাহুল, তবে লিগামেন্টের চোটের পর ৮ বছর মাঠে নামেননি। ২০২২ সালে যিশু সেনগুপ্তের অনুপ্রেরণাতেই সিসিএলের ট্রায়ালে যোগদান। রাহুল বললেন, ‘যিশুদাই আমাকে বলেছিল ট্রায়ালে যেতে,আমার কাছে কোনও (ক্রিকেট) কিট ছিল না। অন্যের ব্যাটে খেলেছিলাম। পরে যিশুদা আমাকে সব দেয়’।

এই বছর মরু শহর শারজায় শুরু হয়েছিল সিসিএলের সফর। শারজার ঐতিহাসিক মাঠে খেলার সুযোগ পেয়েছেন রাহুল-যিশুরা। সেই ঘোর কাটেনি অভিনেতার। বললেন, ‘আমরা যে যে মাঠে খেলার সুযোগ পেয়েছি নতুন করে কী বলব! শুরুটাই হয়েছে শারজার মাঠে, আমি তো ওখানে খেলতে নেমে দু-মিনিট ব্ল্য়াঙ্ক হয়ে গিয়েছিলাম। চোখের সামনে সচিনের সব সোনালি ইনিংসগুলো ভাসছিল। চণ্ডীগড়ের মাঠে যখন নামলাম মনে এল বিরাটের বাউন্ডারির কথা। আমরা সত্যিই কৃতজ্ঞ সিসিএলের সুবাদে এই সুযোগটা পাওয়ার জন্য।’

সোমবার বিকালে শহরে পা দিচ্ছ টিম বেঙ্গল টাইগার্স। মঙ্গলবার ফের সময়মতো হরগৌরী পাইস হোটেলের সেটে ফিরতে হবে রাহুলকে। 

 

বায়োস্কোপ খবর

Latest News

৩২৬২৭ গুণের বেশি বেতন বাড়িয়েছে পে কমিশন! অষ্টমটির সুপারিশের আগেই জেনে নিন হিসাব ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার জানুন রাশিফল সকাত চৌথ ২০২৫ কখন থেকে পড়ছে? চন্দ্রোদয়ের সময় দেখে নিন ইসরোর তৃতীয় লঞ্চ প্যাড তৈরিতে অনুমোদন দিল মোদী মন্ত্রিসভা, খরচ কত হবে? টিমের জন্য ১০টি শৃঙ্খলা নীতি প্রকাশ করল BCCI, নিয়ম ভাঙলেই শাস্তি দেবে বোর্ড বমি করে প্রযোজকের কমোড ভেঙে ফেলেন স্বস্তিকা! স্মৃতি হাতড়ে বললেন, ‘উত্তেজনায়…’ ‘১৫১ পাতা থেকে পড়া শুরু করলে…’ কুণালের নিশানায় কি ‘তিনি’ই? সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কেন তৈরি হয় নি ‘দোস্তানা ২’? কী বললেন জুহি?

IPL 2025 News in Bangla

ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.