গোটা বিশ্বের চোখ এখন আম্বানি পুত্রের বিয়ের দিকে! কেউ বলছেন, শতাব্দীর সেরা বিয়ে, তো কেউ বলছেন বিশ্ব-ব্রহ্মাণ্ডে কেউ এমন বিয়ে আগে দেখেননি! শুক্রবার সনাতনী হিন্দু রীতি মেনে রাধিকা মার্চেন্টের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন নীতা ও মুকেশ পুত্র। তবে বিয়ের জশন থামছে না!
রবিবার রাধিকা-অনন্তের গ্র্যান্ড রিসেপশন। গায়ে হলুদ, সঙ্গীত বিয়ে এবং শুভ আর্শীবাদের মতো অনুষ্ঠানে বলি তারকাদের ব্রিগেড চোখে পড়েছে। সেখানে খানিক ব্রাত্যই থেকেছে টলিউড। তবে সেই আফসোস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে রবিবার রাতে। আম্বানির ছেলের রিসেপশনে হাজির থাকবেন রাইমা সেন, রবিবার সকালেই এই বিয়ের অংশ হতে মুম্বই উড়ে গিয়েছে যশ-নুসরত। এবার সামনে এল আরও এক টাটকা আপটেড।
আম্বানি পুত্রের বিয়ের রিসেপশনে আমন্ত্রিত টলিপাড়ার ইয়াং ব্রিগেডের অন্যতম সদস্যা সুস্মিতা চট্টোপাধ্যায়। জিতের ‘চেঙ্গিজ’ নায়িকা রবিবার সন্ধ্যায় হাজির হবেন জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। সাজগোজের প্রস্তুতি তুঙ্গে। এর মাঝেই মুঠোফোনে হিন্দুস্তান টাইমস বাংলাকে মুম্বই থেকে নিজের লুক নিয়ে বিস্তারিত জানালেন সুস্মিতা।
নায়িকার গলায় চাপা উত্তেজনা। বললেন, ‘আমি আপ্লুত, কৃতজ্ঞ যে ওঁনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এত বড় একটা বিয়ের অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি খুব খুশি। এক্সাইটমেন্ট লেবেল তুঙ্গে বলতে পারেন। আমি ইন্ডাস্ট্রিতে খুব নতুন, বড়প্রাপ্তি বলতে পারেন’।
এদিনের অনুষ্ঠানের ড্রেসকোড এথনিক। সেই মতোই নিজের লুক প্ল্যান করেছেন সুন্দরী। অভিনেত্রী বললেন, ‘আমি আর আমার টিম চিন্তাভাবনা করে খুব ন্য়াচরাল আর সিম্পল একটা লুক রাখতে চাই, সঙ্গে অবশ্যই গ্ল্যামারাস। স্টাইলিস্ট আমাকে বেশ কয়েকটা রঙের অপশন দিয়েছিলেন, আমি পছন্দ করেছে প্যাস্টেল রঙের একটা লেহেঙ্গা। তাতে সিকুইন আর মুক্তোর কাজ থাকবে।’ সিকুইনড পোশাক বেশ উজ্জ্বল, সে কথা মাথায় রেখে নিয়ন্ত্রিত সাজবেন সুস্মিতা। কলকাতার এক নামী জুয়েলারি ব্র্যান্ডের গয়নায় নিজেকে সাজাবেন অভিনেত্রী। সুস্মিতার মেকআপ আর স্টাইলিং-এর দায়িত্বে রয়েছেন কাজু গুহ এবং সৌম্য।
আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে বলি তারকাদের ভিড়। শাহরুখ থেকে সলমন, বচ্চন থেকে রজনীকান্ত কে নেই সেখানে! বিয়েবাড়িতে পছন্দের তারকার মুখোমুখি হলে সেলফির আবদার করবেন? সুস্মিতা বললেন, ‘সে আর বলতে! আমি তো ওঁনাদের দেখেই ফিল্মি দুনিয়ায় এসেছি। সুযোগ পেলে নিশ্চয় ওঁনাদের সঙ্গে আলাপ করব, ছবি তোলবার আবদারও করব।’
প্রেম-টেম ছবি দিয়ে অভিনয়ের জগতে হাতেখড়ি সুস্মিতার। এরপর পরপর দু-বার জিতের নায়িকা হিসাবে দর্শক দেখেছে তাঁকে। চেঙ্গিজ এবং মানুষে জিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সুস্মিতা।
বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারেন রিয়া সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ও। আমন্ত্রণ পৌঁছেছে তাঁদের কাছেও।