বাংলা নিউজ > বায়োস্কোপ > Chiranjeet Chakraborty: ‘গ্ল্যামারে ভোটে জেতা যায় কিন্তু টিকে থাকতে…’, রাজনীতি টু টলিউড, অকপট চিরঞ্জিৎ

Chiranjeet Chakraborty: ‘গ্ল্যামারে ভোটে জেতা যায় কিন্তু টিকে থাকতে…’, রাজনীতি টু টলিউড, অকপট চিরঞ্জিৎ

‘গ্ল্যামারে ভোটে জেতা যায় কিন্তু টিকে থাকতে…’, রাজনীতি টু টলিউড, অকপট চিরঞ্জিৎ

Chiranjeet Chakraborty: ‘হল না থাকলে সুপারস্টার তৈরি হবে কোথা থেকে?’ প্রশ্ন চিরঞ্জিতের। প্রসেনজিতের সঙ্গে তাঁর রেষারেষি নিয়েও দিলেন জবাব। 

চিরঞ্জিত চক্রবর্তী। বাংলা সিনেমার সুপারস্টার। পরপর তিনবারের বিধায়ক। রাজনীতি-সিনেমা দুটো কেরিয়ারকে সমানভাবে ব্যালেন্স করে চলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের লোক হিসেবেই পরিচিত অভিনেতা। দর্শক তাঁকে শেষ দেখেছে ‘দাবাড়ু’ ছবিতে। সম্প্রতি বক্স অফিসে ২৫ দিন পূর্ণ করল এই ছবি। ছবি থেকে রাজনীতি, হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে অকপটে আড্ডা দিলেন অভিনেতা। 

ইন্ডাস্ট্রিতে প্রায় সাড়ে চার দশক ধরে টিকে রয়েছেন। এত লম্বা সময় ধরে প্রাসঙ্গিক থাকাটা কতটা চ্যালেঞ্জিং? 

চিরঞ্জিৎ: কিছুটা তো কাজ-কম্মর জন্য মনে রেখেছে দর্শক। পাশাপাশি আমি সাধারণ দর্শককে আমি সম্মান দিই, প্রাধান্য দিই। অনেকে সেটা করে না। সেটা দর্শক মনে রাখে। আমার কাছে এই সম্মান করাটা খুব জরুরি। তুমি যাকে সম্মান করবে সে মনে রাখবে।

দাবাড়ু ছবিতে আপনার একটি সংলাপ রয়েছে, ‘এই পৃথিবীকে সাধারণ যাঁরা হয় তাঁদের কেউ মনে রাখে না’, সেটা বিশ্বাস করেন? 

চিরঞ্জিৎ: আমি দুজন অসাধারণ মানুষের সান্নিধ্য পেয়েছি। একজন আমার বাবা, আরেকজন স্বনামধন্য সত্যজিৎ রায়। আজও দেখি মানিকদাকে পৃথিবী কীভাবে মনে রেখেছে। আসলে অসাধারণ যাঁরা হয়, তাঁদের মৃত্যু নেই। আমি সিনিয়র পিসি সরকারে সান্নিধ্যও পেয়েছি। বা শিবরাম চক্রবর্তী…. এঁরা জ্যোতিষ্ক, এঁরা চিরস্থায়ী। 

ইন্ডাস্ট্রিতে আপনার কাছের বন্ধু কে, আর সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী কাকে মনে করেন? 

চিরঞ্জিৎ: ইন্ডাস্ট্রিতে সবাই বন্ধু, না হলে তো কাজটা হবে কী করে? কারুর সঙ্গে শক্রুতা নেই। বন্ধু হিসাবে কাউকে বেছে না নিলেও শক্রুতা কারুর সঙ্গে নেই। কিন্তু প্রতিযোগী কাউকেই মনে করি না। আমি আমার মতো কাজ করে গেছি। তাই অনেক কম কাজ করেছি। সেটা না হলে তো অন্যকে হারাতে অনেক বেশি ছবিতে কাজ করতাম, কারুর ছবি কেড়ে নিতাম। সেইরকম মনোভাব আমার কোনওদিন ছিল না। আজও নেই, নিজের কাজ নিজে করে যাই। 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার রেষারেষি নিয়ে তো একটা সময় অনেক চর্চা হয়েছে..

চিরঞ্জিৎ: (প্রশ্ন শেষের আগে) এটা মিডিয়ার ব্যাপার। আমাদের দুজনের কেউই এটাকে পাত্তা দিই না। আমার প্রসঙ্গঃ চিরঞ্জিত বলে একটা বই আছে। সেখানে বুম্বা আমাকে নিয়ে লিখেছিল, সেটা পড়লেই সকলে বুঝবেন ও আমাকে কতটা ভালোবাসে-শ্রদ্ধা করে। আমিও ওকে ভালোবাসি। 

দেব-জিতের পর বাংলা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার তৈরি হচ্ছে না, এমনই অভিযোগ। এটা নিয়ে ইন্ডাস্ট্রির সিনিয়র সদস্য হিসাবে কী বলবেন? 

চিরঞ্জিৎ:  ক্রাইসিস তো অনেকদিন ধরেই চলছে। হাউস ছিল ৭৫০ আমাদের সময়। এখন সেটা ৪০টা হয়ে গেছে, ফলে সিনেমা দেখার হল নেই। সিনেমা দেখার মতো দর্শকও খুঁজে পাওয়া যাচ্ছে না। হল না থাকলে বেশি লোক, মানে লক্ষ লক্ষ লোক ছবি না দেখলে স্টার তো তৈরি হবে না। সেটাই সমস্যা। একটা আরেকটাকে রেসিপ্রোকেট করে। সেইজন্যই স্টার, সুপারস্টার আর তৈরি হচ্ছে না। 

আপনি বেদের মেয়ে জ্যোৎস্নার মতো বাণিজ্যিক ছবিও করেছেন, আবার বাড়িওয়ালি-তেও অভিনয় করেছেন। তারপরেও চিরঞ্জিৎ সুপারস্টার…

চিরঞ্জিৎ: চিরকালই দুই ধারার ছবি পারস্পরিক সহাবস্থান করে এসেছে। বেদের মেয়ে জ্যোৎস্নার মতো  বড় হিট ছবি আজ পর্যন্ত হয়নি, ওটা একটা ফেনোমেনা। সেটা নিয়ে কথা না বলাই ভালো। তার থেকে অন্য অনেক সুপারহিট ছিল রয়েছে। উত্তম-সুচিত্রার ছবি যেমন হিট হত, তাঁদের সঙ্গে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকও রয়েছেন। এটা চিরকালীন প্রসেস। সুপ্রিয়া দেবী তো মেঘে ঢাকা তারাও করেছেন, আবার কর্মাশিয়াল ছবিও করেছেন। এটা আলাদা কিছু নয়। 

আপনি তো নিজের এলাকায় সিনেমা হল তৈরির ভাবনা কতদূর এগোল? 

চিরঞ্জিৎ: ওটা এখনও হয়নি। ফিনান্সটা সরকারের থেকে এখনও জোগাড় করতে পারিনি। ওটা সুন্দর একটা আইডিয়া। সুনন্দন বা ওইরকম কিছু নাম রাখব ঠিক করেছিলাম। একটা জমি একজন দেবে বলেছিল। থ্রি-ইন ওয়ান হল। একটা কফি হাউস, একটা আর্ট এক্সিবিশনের জন্য গ্যালারি আর একটা হল। সেখানে ওখানকার ট্যালেন্টেড শিল্পীরা পারফর্ম করতে পারত। ছোট একটা হল, হয়তো ২০০ সিটের। 

ভোটের পর তারকা রাজনীতিবিদদের নিজের এলাকায় দেখা যায় না, এই অভিযোগটা নিয়ে কী বলবেন? 

চিরঞ্জিৎ: আমি যেহেতু চিরকালই কম ছবি করি সেই হিসাবে আমার হাতে সময় থাকে। বেছে করি বলেই আমার হিট পার্সেন্টেজটা বেশি। আর সেই সময়টা আমার নির্বাচনী এলাকায় দিতে পারি। আমি সপ্তাহে দু-দিন নিজের এলাকায় যাই। আগামী ২ বছর পূর্ণ হলে আমি ১৫ বছর বিধায়ক থাকব। সেক্ষেত্রে আমি দেড় হাজার বা দু-হাজার বার নিজের এলাকায় গেছি। অন্যরা সেটা যায় না। যাঁরা নতুন আসছে তাদের বলব, একটু সিনসিয়ারলি কাজটা করতে। এমন নয়, যে সপ্তাহে সাতদিনই যেতে হবে। কিন্তু যেতে হবে। কাজটা একটু মন দিয়ে করতে হবে। 

এই বছর লোকসভা নির্বাচনে আপনার একঝাঁক সহকর্মী লড়ছেন, সিনিয়র হিসাবে কী বলতে চাইবেন? 

চিরঞ্জিৎ: আগে দু-চার এসেছেন, গ্ল্যামারে জিতে যাওয়া যায়, কিন্তু টিকে থাকতে গেলে সিনসিয়াললি কাজ করতে হবে। কেউ কেউ ফাঁকি দিয়েছিল, যারা ফাঁকি দিয়েছিল, তাঁরা সরে গিয়েছে। সায়নী (ঘোষ) খুব সিরিয়াস মাইন্ডের, জুন খুব সিরিয়াস মেয়ে। এঁরা সিরিয়ালসি কাজটা করে। দেব বলেছিল না, ‘আমি ছাড়লেও পলিটিক্স আমায় ছাড়ে না’। মমতা খুব স্নেহ করে ওকে। মমতা চায় ও থাকুক রাজনীতিতে। আগের চেয়ে ও আরও সিনসিয়ার হবে আশা করি। 

বায়োস্কোপ খবর

Latest News

গরম একটু কমবে, বজ্রবিদ্যুৎ বৃষ্টি-সহ ৬০ কিমিতে ঝড় ২ দিন পরেই, কোন কোন জেলায়? ভিডিয়ো: অনুশীলনে ‘ক্লিন বোল্ড’ কোহলি! IPL 2025 শুরুর আগেই মন ভাঙল বিরাট ভক্তদের 'অনেক পুরুষ জড়িত!' আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুন, ৫৪ প্রশ্ন নির্যাতিতার বাবার RCB Unbox 2025: প্রয়াত দক্ষিণী স্টারকে কোহলিদের শ্রদ্ধার্ঘ্য! আবেগে চিন্নাস্বামী হাসপাতাল থেকে ফিরেই পুরীর জগন্নাথ মন্দিরে ভাগ্যশ্রী ব্যারাকপুর- বারাসাত সহ পর পর মেট্রো প্রকল্পে জমি-জট ঘিরে সংসদে মুখ খুললেন বৈষ্ণো গেরুয়া তোড়া, পাশাপাশি চেয়ার, মুখে প্রশংসা, দিল্লিতে সুকান্তর বাড়িতে শুভেন্দু IPL: দলের বোলারদের খেলতেই নাকানিচোবানি, প্রস্তুতি ম্যাচে ফের ব্যর্থ KKR অধিনায়ক হঠাৎ রেগে গেলেন রোহিত শর্মা! ছুটি কাটিয়ে দেশে ফেরার সময়ে এয়ারপোর্টে কী এমন ঘটল? অগস্টে আসছে ১ম সন্তান, তবু ৫ সদস্যের পরিবার হওয়ার কথা কেন বললেন দীপঙ্কর-অহনা?

IPL 2025 News in Bangla

ভিডিয়ো: অনুশীলনে ‘ক্লিন বোল্ড’ কোহলি! IPL 2025 শুরুর আগেই মন ভাঙল বিরাট ভক্তদের RCB Unbox 2025: প্রয়াত দক্ষিণী স্টারকে কোহলিদের শ্রদ্ধার্ঘ্য! আবেগে চিন্নাস্বামী IPL: দলের বোলারদের খেলতেই নাকানিচোবানি, প্রস্তুতি ম্যাচে ফের ব্যর্থ KKR অধিনায়ক হঠাৎ রেগে গেলেন রোহিত শর্মা! ছুটি কাটিয়ে দেশে ফেরার সময়ে এয়ারপোর্টে কী এমন ঘটল? ব্র্যাভো ও ভরত অরুণের সাহায্যে ছন্দে ফিরতে চান, KKR-এ ফিরে উচ্ছ্বসিত সাকারিয়া IPL 2025: দীর্ঘ রেসের ঘোড়া… অধিনায়ক রজত পতিদারকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী কোহলির IPL 2025: BCCI-এর বড় সিদ্ধান্ত, কলকাতা নয়, Captain Meet অনুষ্ঠিত হবে অন্য শহরে অধিনায়ক থেকে হয়েছেন সহ-অধিনায়ক, সঙ্গে ৫ কোটির টাকার ক্ষতি হয়েছে DC-র প্লেয়ারের IPL 2025: পঞ্জাব কিংস TOP 2 থাকবেই… আত্মবিশ্বাসী শশাঙ্ক সিংয়ের চ্যালেঞ্জ ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’… গাভাসকরের নকল করতে গিয়ে নিজেকেই বোকা বললেন পন্ত

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.