বাংলা নিউজ > বায়োস্কোপ > Rahul on Dev: ‘যারা আমাকে গালাগালি দিচ্ছে বেশ করছে’, ‘ব্যোমকেশ’ দেবকে খোঁটা, সাফাই রাহুলের

Rahul on Dev: ‘যারা আমাকে গালাগালি দিচ্ছে বেশ করছে’, ‘ব্যোমকেশ’ দেবকে খোঁটা, সাফাই রাহুলের

ব্যোমকেশ মন্তব্যের সাফাই রাহুলের

Rahul Banerjee on Dev: ‘ব্যোমকেশ’ দেব বাঙালির হাসির খোরাক! বিতর্কিত মন্তব্যের জেরে দেব ভক্তদের রোষের মুখে রাহুল, পালটা জবাব অভিনেতার। 

‘বাঙালির বড় জোকস- দেব ব্যোমকেশ’, সোশ্যাল মিডিয়ায় এমন স্টেটাস দিয়ে তুমুল ট্রোলড হয়ে হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। দেব ভক্তরা রে রে করে তেড়ে এসেছেন ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়কেের দিকে। জনপ্রিয়তার বিচারে সুপারস্টার দেবের পাল্লা অনেকটা ভারি, সে কথা অস্বীকার করার জো নেই। তবে সোশ্যাল মিডিয়ায় বরাবরই স্পষ্টবক্তা রাহুল, নিজের পছন্দ-অপছন্দের কথা জাহির করতে কারুর তোয়াক্কা করেন না। কিন্তু দেবকে খোঁটা দেওয়ায় শুধু দেব ভক্তরাই নয়, প্রযোজক রাণা সরকারও ফোঁস করে উঠেন। 

এই নিয়ে কী বক্তব্য রাহুলের? সহকর্মী দেবকে নিয়ে আচমকা কেন ওই বেফাঁস মন্তব্য করতে গেলেন তিনি? হিন্দুস্তান টাইমস বাংলার তরফে এই প্রশ্ন রাখা হয়েছিল অভিনেতার কাছে। জবাবে রাহুল বলেন, ‘যে বিতর্কটা হয়েছে, সেটা নিয়ে যারা আমাকে গালাগালি দিচ্ছে তারা বেশ করছে। আমি তো শাহরুখ খানের ফ্যান, তো শাহরুখ খানকে নিয়ে কেউ কিছু বললে আমি ঠিক এমনিভাবেই কারুর পিছনে লাগতাম। দেবের বিরাট ফ্যান ফলোয়িং, ফ্যানেরা আমাকে গালাগালি দিচ্ছে, বেশ করছে। ফ্যানেদের রাগে আমার কোনও আপত্তি নেই। কারণ ফ্যান জিনসটাই তাই'। 

খানিক থেমে অভিনেতার সংযোজন, ‘আমার মনে হয় আমিও আমার জায়গায় ঠিক।  বাংলা সাহিত্যের ফ্যান হিসাবে এটা আমার অধিকারের মধ্যে পরে যে আমি ব্যোমকেশকে আমি যেভাবে দেখেছি সেভাবে দেখতে পাচ্ছি কিনা। এটাই তো সুস্থ গণতন্ত্রের লক্ষ্মণ। আমি আমার দৃষ্টিভঙ্গি আমার সোশ্যাল মিডিয়াতে রাখতেই পারি। আর সেটাতে সোশ্যাল মিডিয়ার রাগ দেখানোর পূর্ণ অধিকার রয়েছে’। 

গত মাসের শেষেই দেব ঘোষণা করেন এবার রুপোলি পর্দায় ব্যোমকেশ হিসাবে দেখা যাবে তাঁকে। বাংলা ইন্ডাস্ট্রিতে ব্যোমকেশের ছড়াছড়ি। উত্তম কুমার থেকে যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ থেকে অনির্বাণ ভট্টাচার্যকে এতদিন বাঙালি দর্শক দেখেছে ব্যোমকেশ হিসাবে। হিন্দি ছবির পর্দাতেও সুশান্ত সিং রাজপুত ‘ডিটেক্টিভ ব্যোমকেশ’ হয়ে ধরা দিয়েছেন। ব্যোমকেশ দেবের সমলাোচনায় মুখর হয়েছেন রাহুল। তাহলে তাঁর পছন্দের ব্যোমকেশ কে? অভিনেতার সপাট জবাব, ‘তিন জন আছেন যাঁদের ব্যোমকেশ হিসাবে আমার খুব ভালো লেগেছে। আবির, যিশুদা এবং গৌরব। যেহেতু যিশুদা, আবির এবং গৌরব তিনজনেই আমার পরিবার, তাই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ আমি বলব না…. তবে ব্যোমকেশ হিসাবে আবিরের প্রতি বাঙালির দুর্বলতা রয়েছে। এর পাশাপাশি একটা কথা জানিয়ে রাখি হইচইয়ের ব্যোমকেশ আমি দেখে উঠতে পারিনি। তবে আমি নিশ্চিত অনির্বাণ যে মানের অভিনেতা তাতে ও নিঃসন্দেহে দুর্দান্ত করেছে।’ 

প্রসঙ্গত ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’ তৈরি করছেন দেব। শুধু অভিনেতা নয়, এই ছবির প্রযোজনার দায়িত্বেও থাকবেন দেব। দেবের প্রোডাকশন হাউজ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’। ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন বিরসা দাশগুপ্ত। 

 

বায়োস্কোপ খবর

Latest News

তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.