বাংলা নিউজ > বায়োস্কোপ > Exclusive Raj Chakraborty: হাসপাতালে ভর্তি রাজ চক্রবর্তী! হঠাৎ কী হল তৃণমূল বিধায়কের?

Exclusive Raj Chakraborty: হাসপাতালে ভর্তি রাজ চক্রবর্তী! হঠাৎ কী হল তৃণমূল বিধায়কের?

রাজ চক্রবর্তী

Raj Chakraborty hospitalized: হাসপাতালে ভর্তি ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা টলিউড পরিচালক রাজ চক্রবর্তী। 

হাসপাতালে ভর্তি পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল বিধায়ক। কী হয়েছে তাঁর? প্রচণ্ড গরমের জেরেই কি অসুস্থ হয়ে পড়লেন তারকা বিধায়ক? জানা গিয়েছে দিন কয়েক ধরেই নাকি শরীর ভালো যাচ্ছিল না রাজের। এই ব্যাপারে পরিচালকের ম্য়ানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রুটিন চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ চক্রবর্তী। খোঁজ নিয়ে জানা গেল, সোমবার বিকালে অ্যাপালো হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচালক, রুটিন চেকআপের পর রিপোর্ট সামনে আসলে দেখা যায় মূত্রনালিতে সামান্য সংক্রমণ ধরা পড়েছে। এর জেরেই আপতত হাসপাতালেই রয়েছেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্য়াত পরিচালক। রাজের আপ্ত সহায়ক জানান, ‘দাদা একদম ভালো আছেন, বাড়াবাড়ি কিছু হয়নি’। 

যদিও পরিস্থিতি মোটেই উদ্বেগজনক নয়। রাজ চক্রবর্তী ভালো আছেন। প্রতি বছরই নিয়মমাফিক স্বাস্থ্য় পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন পরিচালক। এই ব্যাপারে শুভশ্রী সংবাদমাধ্যমকে জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে। চিন্তার কোনও কারণ নেই। বড় ধরনের কোনও অসুস্থতার সম্মুখীন হননি রাজ’।

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার পরিচালক-বিধায়ককে পর্যবেক্ষণে রাখা হবে। আগামিকাল (বুধবার) হাসপাতল থেকে ছাড়া পাবেন তিনি। রাজের অসুস্থতার খবরের মাঝেই ইনস্টাগ্রামে বরকে নিয়ে রোম্যান্টিক পোস্ট শুভশ্রীর। রাজের সঙ্গে কাটানো মুহূর্তের কোলাজ ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, ‘আমার সব কিছু’। 

সঙ্গে তাঁর বার্তা, রাজের জন্যই নারী হিসাবে তাঁর পূর্ণতা। সদ্যই পরিচালক রাজ চক্রবর্তী ঘোষণা করেছেন তাঁর নতুন ছবির। এসভিএফ এবং জিও স্টুডিওজের যৌথ উদ্যোগে তৈরি হবে সেই ছবি। ২০২৪ সালে মুক্তি পেতে চলা এই ছবির কাস্টিংয়ে বড়সড় চমক থাকবে তেমন ইঙ্গিত মিলেছে, যদিও এই প্রোজেক্ট নিয়ে মুখে কুলুপ রাজের। এছাড়াও খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে ‘আবার প্রলয়’ নিয়ে আসবেন রাজ। শ্য়ুটিং-এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। 

আরও পড়ুন-‘ওর হাতে সময় নেই’, দেবের সঙ্গে কাজের অফার ফেরালেন শ্রাবন্তী! ‘খেলাঘর’ হচ্ছে না

বক্স অফিসে পরিচালক রাজের শেষ রিলিজ ছিল ‘ধর্মযুদ্ধ’। পরিণীতার পর কাঙ্খিত সাফল্য় পায়নি ‘হাবজি গাবজি’ ও ‘ধর্মযুদ্ধ’, যদিও রাজের বিষয়ভাবনা দর্শক মনে দাগ কেটেছে। আগামিতে কী চমক থাকবে পরিচালকের ঝুলিতে সেটাই দেখার। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup )

 

বন্ধ করুন