বহুদিন পর বেঙ্গল টপার পেল স্টার জলসা। ফুলকি, পর্ণার দাপটে দীর্ঘদিন টপার পজিশন হাতছাড়া হচ্ছিল জলসার। তবে এদিন গীতা এলএলবি-র দাপটের সামনে ফিকে হল সক্কলে। ৭.০ নম্বর নিয়ে চলতি সপ্তাহে এক নম্বরে গীতা। স্বভাবতই খুশির ঝিলিক গোটা টিমের মুখে।
শুরুর পর থেকেই ব্লজ প্রোডাকশনের এই ধারাবাহিক দর্শক মনে জায়গা করে নিয়েছে। গীতার সাফল্য এখন রাজ্যের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে সূদূর মুম্বইতে। কাকতালীয়ভাবে আজ (বৃহস্পতিবার) রাত থেকেই স্টার প্লাসে শুরু হচ্ছে গীতার হিন্দি রিমেক ‘অ্যাডভোকেট অঞ্জলি অবস্তি’, আর সেই দিনেই নতুন পালক জুড়ল গীতার মুকুটে।
এই নিয়ে হিয়া মানে সবার প্রিয় হিয়ার প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করেছিল হিন্দুস্তান টাইমস বাংলা। কাশতে কাশতে ফোন তুললেন হিয়া। কেমন আছেন? ওপার থেকে জবাব এল, ‘খুব ঠাণ্ডা লেগেছে। কাল সারাদিন জ্বর ছিল, তার মধ্যে আমার চরিত্রটাই এমন যে খুব চিৎকার করে ডায়লগ বলতে হয়। জ্বর কমলেও, কাশিটা কমছে না। একটু কমলেও ফের হাই স্পিচে সংলাপ বলছি, গলা পুরো ভেঙে গিয়েছে’।
টিআরি তালিকায় শীর্ষে, কেমন অনুভূতি? সংযত গলায় উত্তর এল, ‘টিআরপি তালিকায় বরাবর ভালো ফল করে এসেছি আমরা। তবে হ্যাঁ, বেঙ্গল টপার হওয়াটা বাড়তি ভালো লাগার জায়গা নিশ্চয়ই।’ বৃহস্পতিবার মানেই টেলি তারকাদের সারা সপ্তাহের রিপোর্ট কার্ড। ভয় লাগে? মুচকি হেসে জবাব, ‘বৃহস্পতিবার এলে একটু মনে হয় কী হবে! কী হবে! কিন্তু আমি ব্যক্তিগত স্তরে টিআরপি নিয়ে খুব বেশি ভাবি না। কারণ আমি শুরু থেকে এত মানুষের ভালোবাসা পেয়েছি, সেটাই আসল। তবে হ্যাঁ, টিআরপি তালিকায় ভালো ফল করলে কার না ভালো লাগবে!’
গীতা এলএলবি-র নতুন প্রোমো তো ধামাকেদার। শ্বশুরবাড়ির সম্মান বাঁচানোর দায়িত্ব গীতার কাঁধে। কী বললেন? হিয়ার জবাব, ‘সত্যি বলতে এই সাফল্যের পুরো ক্রেডিট স্যারের (স্নেহাশিস চক্রবর্তী)। প্রোমোটুকুই আমি জানি, এরপর কী হবে আমি জানি না। দর্শকদের থেকে বেশি সাসপেন্সে থাকি আমি, যে আজকে স্যার অডিও-তে কী স্টোরিলাইন পাঠাবে। সেটা ঠিকমতো করে পারফর্ম করতে পারব কিনা, সেটা নিয়ে ভাবনাচিন্তা চলে।’
শ্রীতমার (মিত্র) অ্যাডভোকেট অঞ্জলি অবস্তি নিয়ে কী মত হিয়ার? অভিনেত্রী বললেন, ‘প্রোমোটা ভীষণ ভালো লেগেছে। গোটা টিমকে আমার শুভেচ্ছা, শ্রীতমা তো রয়েইছে। তবে সকলের জন্য আমার একরাশ শুভেচ্ছা। সবাই খুব ভালো কাজ করুক এটাই চাই’।