খ্যাতির বিড়ম্বনা অশেষ! হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিদিপ্তা চক্রবর্তী। রিয়ালিটি শো-এর মঞ্চে পরিচিত নাম বাংলার এই কন্যে। সারেগামাপা-র দৌলতে লাইমলাইটে উঠে এসেছিলেন এই সুন্দরী। এরপর ইন্ডিয়ান আইডল ১৩-র হাত ধরে পরিচিতির গণ্ডি বাড়ে বিদিপ্তার। আরও পড়ুন-‘প্যায়ার হুয়া ইকরার হুয়া..'য় রোম্যান্সে বুঁদ বিদিপ্তা-ঋষি! কার হাতে উঠবে ট্রফি?
‘ইন্ডিয়ান আইডল ১৩’-র মঞ্চে বিজয়ীর ট্রফি উঠেছিল অযোধ্যার ভূমিপুত্র ঋষি সিং (Rishi Singh)-এর হাতে। কিন্তু এই রিয়েলিটি শোয়ের মঞ্চে মূল আকর্ষণ ছিল ঋষি-বিদিপ্তা জুটি। তাঁদের রসায়ন বরাবর দর্শককে মুগ্ধ করেছে। দুজনে মুখে হামেশাই পরস্পরকে বন্ধু বলে এসেছেন, কিন্তু তাঁদের ভালোবাসার সাজানো গল্প এতটাই জনপ্রিয় যে শো শেষ হওয়ার এক বছর পরেও তাঁদের নিয়ে নানান মনগড়া ভুয়ো পোস্ট ছড়িয়ে পরে সোশ্যালে।
বিদিপ্তা নাকি সাত পাক ঘুরে ফেলেছেন ঋষি সিং-এর সঙ্গে। এহেন ভুয়ো ছবিতে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। সম্প্রতি ফেসবুকে ভাইরাল একটি পোস্ট, দাবি করা হয়েছে সেটি নাকি ঋষি-বিদিপ্তার প্রি-ওয়েডিং পার্টির। এই নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে বিদিপ্তার সঙ্গে যোগাযোগ করা হলে স্বাভাবিকভাবেই জবাব দিলেন গায়িকা। জানালেন, ‘এগুলো তো রোজই দেখি। সেগুলো তো দেখেই বোঝা যাচ্ছে ফেক ছবি, আলাদা করে আর কী বলব!’ প্রতিদিন ঋষির সঙ্গে নিজের বিয়ের ভুয়ো ছবি দেখে ক্লান্ত বিদিপ্তা, সাফ জানালেন।
ইন্ডিয়ান আইডলের মঞ্চেই কিন্তু এই ‘মিথ্যে প্রেমের গল্প’ শুরু। সেই প্রসঙ্গে গায়িকা বললেন, 'শুরু থেকেই সবাই জানে আমি আর ঋষি একসঙ্গেই গান গাই। ওটা গাইতে গাইতে মানুষ আমাদের একসঙ্গে শুনতে পছন্দ করত। ১০০ জনের মধ্যে ২০ জন মানুষ আমাদের ওই একসঙ্গে গান গাওয়াটা অন্যভাবে নিয়ে নিয়েছিল। তাঁরা আমাদের জুটি হিসাবে পছন্দ করতে শুরু করেছিল, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা একসঙ্গে গাইতে খুব কমফর্টেবল ফিল করি। এইটুকুই।' এখনও ঋষির সঙ্গে দারুণ বন্ধুত্ব রয়েছে বিদিপ্তার, জানাতে ভুললেন না।
বিদিপ্তা কি এখন সিঙ্গল? হাসিমুখে জবাব, ‘পুরোপুরি, আমার তো এখন প্রেম করার বা প্রেম জীবন নিয়ে ভাবার সময়ই নেই। মূল ফোকাস পড়াশোনা। তার পর নিজের মিউজিক, অরিজিন্যাল গান নিয়ে কাজ করছি। প্রেম করার সময় নেই’।
ইন্টিরিয়ার ডিজাইনিং-এর প্রথম বর্ষের ছাত্রী বিদিপ্তা। সামনেই তাঁর প্রথম সেমিস্টারের পরীক্ষা। আপাতত সেই প্রস্তুতিতেই ব্যস্ত তিনি। খুব শীঘ্রই একটি বাংলা ওয়েব সিরিজে প্লে-ব্যাক করতে শোনা যেতে পারে তাঁকে। প্রাথমিক পর্যায়ে কথাবার্তা এগিয়েছে বলে জানালেন গায়িকা।