বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreemoyee: যৌথ পরিবার, ৪০-৫০ জনের হাঁড়ি চাপত, ৮-৯ কেজি মটন, সবই ঠাকুমা রাঁধতেন, আফসোস হয়, কৃষভি এসব পাবে না…: শ্রীময়ী

Sreemoyee: যৌথ পরিবার, ৪০-৫০ জনের হাঁড়ি চাপত, ৮-৯ কেজি মটন, সবই ঠাকুমা রাঁধতেন, আফসোস হয়, কৃষভি এসব পাবে না…: শ্রীময়ী

কাঞ্চন-শ্রীময়ী ও ছোট্ট কৃষভির নববর্ষ

স্বামী কাঞ্চন মল্লিক, মেয়ে কৃষভি আর পরিবারের অনন্যাদের নিয়েই কাটছে শ্রীময়ীর জীবন। তবে নববর্ষ সমস্ত বাঙালির কাছেই ভীষণ স্পেশাল কাঞ্চন পত্নীর কাছেও তাই। বাংলা বছরের প্রথম দিনটা কীভাবে কাটাবেন, সে বিষয়েই Hindustan Times Bangla-র সঙ্গে খোলামেলা আড্ডা দিলেন শ্রীময়ী।

বিয়ের পর দ্বিতীয় আর মা হওয়ার পর এবার প্রথম নববর্ষ উদযাপন করছেন শ্রীময়ী চট্টরাজ। এই মুহূর্তে স্বামী কাঞ্চন মল্লিক, মেয়ে কৃষভি আর পরিবারের অনন্যাদের নিয়েই কাটছে শ্রীময়ীর জীবন। তবে নববর্ষ সমস্ত বাঙালির কাছেই ভীষণ স্পেশাল, কাঞ্চন পত্নীর কাছেও তাই। বাংলা বছরের প্রথম দিনটা কীভাবে কাটাবেন, সে বিষয়েই Hindustan Times Bangla-র সঙ্গে খোলামেলা আড্ডা দিলেন শ্রীময়ী।

ফোন করতেই হাসি মুখে জানালেন, এইমাত্র মন্দিরে পুজো দিয়ে জল খেলাম (যেদিন কথা হচ্ছিল, সেদিন ছিল নীলষষ্ঠী)।

সারাদিন না খেয়ে ছিলেন তাহলে?

শ্রীময়ী: হ্যাঁ, কিচ্ছু খাইনি, জলও না। সকালবেলা জল খেতে যাচ্ছিলাম, মা বলল শিবের মাথায় জল না ঢেলে জল খেতে নেই। তাই নির্জলা উপবাস। শুধু সন্ধ্যেবেলা লিকার চা খেয়েছি। এমনিতে বাড়িতে পুজো করেছি। বাড়িতে কাশী বিশ্বনাথ থেকে শিব আনা হয়েছে। আর কাঞ্চনের মায়ের প্রতিষ্ঠা করা শিবলিঙ্গ আছে। আর এখন এসেছিলাম কালীঘাটের কাছে নকুলেশ্বর ভৈরব মন্দিরে। এখানে কাঞ্চন অনেক ছোটবেলা থেকেই আসত ওর মায়ের সঙ্গে। আর আমিও তাই এলাম পুজো দিতে।

নববর্ষ কীভাবে কাটাবেন?

শ্রীময়ী: ১লা বৈশাখে আমার শ্যুটিং থাকবে কি না এখনও জানি না। তবে কাঞ্চনের তো শ্যুটিং আছেই (যখন কথা হচ্ছিল, নীল ষষ্ঠির দিন)। আর নববর্ষের দিন সকালটা বাড়িতেই খাওয়াদাওয়া করব। আর রাতে সপরিবারে রেস্তোরাঁয় খেতে যাব। কাঞ্চনের বন্ধু, বন্ধুর বউরাও আসবেন। গতবার কৃষভিকে পেটে নিয়ে কাটিয়েছিলাম। সেবার বাড়িতেই রান্নাবান্না করে খেয়েছিলাম। আমি আর কাঞ্চন অবশ্য যেকোনও উৎসব-উদযাপন বাড়িতেই করতে ভালোবাসি। তাই সাধারণত কোনও বিশেষ দিন হল বাড়িতেই জমিয়ে খাওয়াদাওয়া হয়।

আরও পড়ুন-'ছোটবেলার বৈশাখী মেলা, নাগরদোলায় চড়া এখনও খুব মনে পড়ে…', পয়লা বৈশাখ নিয়ে স্মৃতিতে ভাসলেন মিম

আরও পড়ুন-ইলিশ মাছের ল্যাজ ভর্তা থেকে শুঁটকি, নববর্ষের খাওয়াদাওয়া লম্বা মেনু, জয়া জানালেন, ‘সব নিজেই রান্না করেছি…’

আর কেনাকাটা নিশ্চয় হয়ে গেছে?

শ্রীময়ী: কৃষভির জন্য জামা কিনেছে। ধুতি প্যান্ট আর শেরওয়ানি। মায়ের খুব ইচ্ছে, ওকে ওভাবে সাজাবে। তবে ওকে কোথাও বের করতে পারছি না, একদম ছোট তো। তবে সাজতে ও খুবই ভালোবাসে, খুব সাজুনি (হাসি)। তবে গরম হবে এমন কিছু পরালে ও গায়ে রাখতে চায় না।

আর আমার অত সোনার গয়নার শখ নেই। তবে কাঞ্চন ওর মেয়ের জন্য সোনার গয়না কিনেছে, ১লা বৈশাখের দিন ডেলিভারি হবে। সেটা কী আপাতত বলতে চাই না, ওটা সারপ্রাইজ। আর আমি কাঞ্চনের এটিএম কার্ড নিয়ে শাড়ি কিনে নিয়েছি। আর কাঞ্চন আমার মা, বাবাকে দিয়েছে শাড়ি আর পাজামা-পাঞ্জাবি। কাঞ্চনকে ধুতি পাঞ্জাবি কিনে দিয়েছি, ধুতিটা ও হয়ত গরমে পরবে না, তবে পাঞ্জাবিটা পরবে।

আর প্রত্যেকবার আমি যাঁদের দেই পুজো এবং পয়লা বৈশাখে, তাঁরা হলেন, আমাদের বাড়ির দুজন কেয়ার গিভারস, রান্নার দিদি, গাড়ির ড্রাইভার, আর দু'জন ন্যানি। ড্রাইভারের জন্য জামা, আর বাকি সকলের জন্যই শাড়িই কিনেছি, কারণ, ওটা আমার পছন্দ। এদেরকে দিতে আমার বেশ ভালোলাগে, কারণ ওঁরা মুখের ওই তৃপ্তির হাসিটা দেখতে আমার ভালো লাগে।

ছোটবেলার পয়লা বৈশাখের কোনও স্মৃতি মনে পড়ে?

শ্রীময়ী: ছোটবেলার পয়লা বৈশাখ দারুণ কাটত। আমার ঠাকুমার বাড়িতে ৪০-৫০ জন সদস্য। নববর্ষে জমিয়ে খাওয়া-দাওয়া হত। সকলের একসঙ্গে রান্নাবান্না হত।

আর বাবা প্রত্যেক বছর ঠাকুমা ও মায়ের জন্য সোনার গয়না কিনতেন। সেজন্য বিভিন্ন সোনার দোকানে আমাদের নিমন্ত্রণও থাকত। আমি আর দিদি লাড্ডু আর ক্যালেন্ডার জমাতাম। ওটা একটা অন্য আনন্দ ছিল। আমাদের হাতিবাগানের ওই বাড়ির ওপরে একজন কাকু থাকতেন, ওনার সোনার দোকান ছিল। ওনাদের বাড়িতে পাঁঠার মাংস, বিরিয়ানি, নানান কিছু রান্না হত, রাতে আমরা সকলে একসঙ্গে খাওয়াদাওয়া করতাম। সেদিনগুলো ছিল খুবই মজার ছিল।

আর যেটা আনন্দ হত সেটা হল বাক্স প্যাকিং করা। বাবার বন্ধুবান্ধবের দোকান ছিল। সকলেরই পাশাপাশি বাড়ি। তাই নববর্ষে মানেই বিশাল আনন্দ। ওই একটা দিন পড়াশোনা করতে হত না, কেউ বকত না। আসলে সেসময় ছোটবেলা অনেক সহজ সরল ছিল (নস্টালজিক হয়ে)। এখন বাচ্চারা যেন বয়সের তুলনায় বড্ড বড় হয়ে যাচ্ছে। ফোনের যুগে সেই আনন্দটা আর নেই। আমরা নিখাদ আড্ডা দিয়েছি।

আমার ক্রিশ্চান স্কুল, তাই ওখানে অনুষ্ঠান হত না। তবে যৌথ পরিবারে একটা আলাদাই আনন্দ। মা নতুন ফ্রক কিনে দিত, চুল বেঁধে দিত। আমার ও দিদির দুর্গাপুজো এবং পয়লা বৈশাখে অনেক জামা হত, কারণ অনেকেই দিতেন। আমি আমার সেই ছোটবেলাটা খুবই মিস করি। মাঝে মাঝে মনে হয় কৃষভি এত পরে এল, আমি ওই আনন্দগুলো ওকে দিতে পারব না, এখন তো সবকিছুই অন্যরকম। খুব আফসোস হয়।

আপনার বাড়িতে ৪০-৫০ সদস্য, অতজনের একসঙ্গে রান্না হত?

শ্রীময়ী: হ্য়াঁ, আমাদের বাড়িতে তখন ৮-৯কেজির নিচে মটন হত না। আর চিকেন হতই না, কারণ বাড়িতে দুর্গাপুজো হয়। লুচি থেকে শুরু করে সবকিছুই ঠাকুমা নিজে রাঁধতেন। সেযুগে আমার ঠাকুমার একটা স্কুলের প্রিন্সিপ্যাল ছিলেন। আমাদের বনেদি পরিবার, আগে বাড়িতে নিয়মই ছিল না বউরা গিয়ে বাজার করবে কিংবা মিষ্টি কিনবে। আমার মা আসানসোলের মেয়ে, তাই এখানকার কালচার জানতেন না। তবে মাকে শাড়ি পরা থেকে লিপস্টিক লাগানো, সবই ঠাকুমা শিখিয়েছেন।

আমরা যতদিন ঠাকুমাকে পেয়েছি, টিনএজ পর্যন্ত, কোনওদিন কেনা জামা পরিনি, সব ঠাকুমা নিজের হাতে বানিয়ে দিতেন। পরে যখন ওনার বয়স বাড়ল, তখন বাতের ব্যাথায় আর কিছু করতে পারতেন না। আর খুব আফসোস কাঞ্চন ঠাকুমার ওই আতিথেয়তা দেখতে পেল না, যেটা আমার জামাইবাবু পেয়েছেন। ঠাকুমার কথা খুব মনে পড়ে এখনও।

 

 

 

 

 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

মে মাসে কবে কবে আছে বিয়ের জন্য শুভ দিন, দেখে নিন এক নজরে 'আগামী ছুটি কাশ্মীরেই কাটাব...', সন্ত্রাসী হামলায় ভয় না পাওয়ার ডাক সুনীলের 'আড়ি'-এর প্রিমিয়ারে মৌসুমী-যশ-নুসরত শ্রেয়সের পঞ্জাবকে আটকাতে ইডেনের পিচে দলে বড় পরিবর্তন আনতে পারে রাহানের KKR! ইলেকট্রিশিয়ান ভেবে ভুল, না চিনেই রহমানের সঙ্গে গান রেকর্ড একদল কাশ্মীরি কন্যার দীর্ঘদিন পর বাংলা সিনেমায় মৌসুমী চট্টোপাধ্যায়, আবেগে ভাসলেন তাপস-পত্নী নন্দিনী অন্তঃসত্ত্বা ছিলেন, তবে গর্ভপাত করতে বাধ্য করে প্রেমিক! কে বলুন তো এই বলি-নায়িকা বাসন্তী ধ্বজা-মঙ্গলশঙ্খে উদযাপিত হোক জগন্নাথ মন্দিরের উদ্বোধন: ব্রাহ্মণ ট্রাস্ট খেলতে পারছে না KKR-এর মিডল অর্ডার! সামনে এল নাইটদের IPL 2025-এ ব্যর্থতার কারণ বিচারে গতি আনতে পদক্ষেপ, সাক্ষী তালিকা নিয়ে বিশেষ নির্দেশ পুলিশ কমিশনারের

Latest entertainment News in Bangla

ইলেকট্রিশিয়ান ভেবে ভুল, না চিনেই রহমানের সঙ্গে গান রেকর্ড একদল কাশ্মীরি কন্যার অন্তঃসত্ত্বা ছিলেন,তবে গর্ভপাত করাতে বাধ্য করে প্রেমিক! কে বলুন তো এই বলি-নায়িকা কখনো আড়ি, আবার কখনো ভাব! ছেলে-মেয়ে কবীর আর কাব্যর কাণ্ড নিয়ে কী জানালেন কোয়েল অন্তঃসত্ত্বা পিয়া, বাবা হচ্ছেন পরমব্রত! এদিকে হারিয়ে গেল বাড়ির সদস্য, কী লিখলেন রান্নার লোকের বেতন শুনে চাকরি ছাড়ালেন আয়ুশ-অর্পিতা! এরপরই সলমনের বাড়ির লোকেরা… কেশরী ২-র চাপে খারাপ ওপেনিং গ্রাউন্ড জিরো-র, আয় মাত্র ১ কোটি, অক্ষয় কত তুলল ঘরে? দাম কয়েক কোটি টাকা! গর্ভবতী বউ কিয়ারাকে এমন কী উপহার দিলেন হবু বাবা সিদ্ধার্থ? অসুস্থ জিনাত, হাসপাতাল থেকে ছবি পোস্ট করে কী জানালেন বর্ষীয়ান অভিনেত্রী? মিথিলাকে ডিভোর্স? বিদেশিনীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন? গুঞ্জনে মুখ খুললেন সৃজিত 'ওর পরিবার কিন্তু ভীষণ...', করিনাকে নিয়ে সইফকে সতর্ক করে এসব কী বলেন অক্ষয়

IPL 2025 News in Bangla

শ্রেয়সের পঞ্জাবকে আটকাতে ইডেনের পিচে দলে বড় পরিবর্তন আনতে পারে রাহানের KKR! খেলতে পারছে না KKR-এর মিডল অর্ডার! সামনে এল নাইটদের IPL 2025-এ ব্যর্থতার কারণ কামিন্দু মেন্ডিসের উপর ম্যাচের মাঝেই রেগে গেলেন কাব্য মারান! ভাইরাল হচ্ছে ভিডিয়ো গত বছর RCB-কোহলিরা করতে পারলে আমরা কেন নয়… নীতীশের পাখির চোখ IPL 2025-এর প্লে-অফ দলের সেরা ৪ ভালো খেলতে না পারলে জেতা কঠিন হয়… কাদের দিকে আঙুল তুললেন হতাশ ধোনি? ক্রিকেটই জীবনের সব কিছু নয়… CSK-কে হারিয়ে SRH তারকার অবাক করা মন্তব্য শূন্যে ভেসে IPL-এর অন্যতম সেরা ক্যাচ মেন্ডিসের, চোখ ছানাবড়া CSK তরুণের- ভিডিয়ো MI এখন KKR-এর অনুপ্রেরণা,PBKS ম্যাচের আগে মইনের দাবি,‘বেশির ভাগ খেলাই জিততে হবে’ SRH-এর কাছে হেরে আরও ফিকে হল CSK-এর প্লে-অফের স্বপ্ন, অক্সিজেন পেলেন কামিন্সরা ফের ব্যর্থ চেন্নাইয়ের ব্যাটিং, হল লজ্জার নজির, চিপকে CSK-কে প্রথম বার হারাল SRH

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.