বাংলা নিউজ > বায়োস্কোপ > Azmeri Haque Badhon-Eid 2023: মেয়েকে বলেছিলাম ইদে ফিরব না, কিন্তু ফিরছি, ওকে চমকে দিতে চাই: বাঁধন

Azmeri Haque Badhon-Eid 2023: মেয়েকে বলেছিলাম ইদে ফিরব না, কিন্তু ফিরছি, ওকে চমকে দিতে চাই: বাঁধন

আজমেরী হক বাঁধন, অভিনেত্রী

'মেয়েকে বলেছিলাম ইদে ফিরব না, মালয়েশিয়াতেই আরও কিছুদিন থাকব, মি টাইম কাটাব। আমার মেয়ে অবশ্য এখন বেশ পরিণত মনের। ও তাই বুঝেছে, রাজিও হয়েছে আমার কথায়। কিন্তু সত্যিটা আসলে আমি ফিরছি। ইদের দিন সকালের বিমানেই ফিরব। আমার টিকিট কাটাই ছিল। এটা কেউ জানে না। এটা আসলে ওদের জন্য একটা চমক থাকবে।'

শনিবার ইদ। ভারত ছাড়াও এই একই দিনে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া সহ আর বেশকিছু দেশে ইদ পালিত হতে চলেছে। ইদে এবার কী করছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন? ইদ-উদযাপন নিয়ে নানান কথা ফোনে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে ভাগ করে নিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বাঁধন।

আজমেরী হক বাঁধন জানালেন, ‘বেশকিছুদিন হল আমি মালয়েশিয়ার কুয়ালালামপুরে রয়েছি। এখানে এসেছিলাম আসলে চিকিৎসার জন্য। মুখে একটা টিউমার হয়েছিল ওটারই অস্ত্রোপচার করাতে হয়। সেলাই পরেছে। ওটা ধীরে ধীরে শুকোচ্ছে। এখানেই আমার খালাতো বোন (মাসতুতো বোন) থাকে, তাই ওর ওখানেই উঠেছিলাম। মেয়ে বাংলাদেশে আমার বাবা-মায়ের কাছেই রয়েছে। ওকে বলেছিলাম ইদে ফিরব না, মালয়েশিয়াতেই আরও কিছুদিন থাকব, মি টাইম কাটাব। আমার মেয়ে অবশ্য এখন বেশ পরিণত মনের। ও তাই বুঝেছে, রাজিও হয়েছে আমার কথায়। কিন্তু সত্যিটা আসলে আমি ফিরছি। ইদের দিন সকালের বিমানেই ফিরব। আমার টিকিট কাটাই ছিল। এটা কেউ জানে না। এটা আসলে ওদের জন্য একটা চমক থাকবে।'

আরও পড়ুন-আমার গান মুক্তি পাচ্ছে, বিবাহ অভিযান ২-এর ট্রেলার আসছে, তাই এবার ইদ ভীষণ স্পেশাল: নুসরাত

<p>মেয়ে মিশেল আমানি সায়রার সঙ্গে অভিনেত্রী বাঁধন</p>

মেয়ে মিশেল আমানি সায়রার সঙ্গে অভিনেত্রী বাঁধন

ইদের সেলিব্রেশন তবে কি এবার বাংলাদেশের বাড়িতেই?

বাঁধন: আমি আমার মায়ের বাড়িতে থাকি। সেখানে আমার বাবা-মা, আমি আমার মেয়ে, আর বড় ভাই থাকি। আর ছোট ভাই কানাডায় থাকে, ও ইঞ্জিনিয়র। আমার বড় ভাইয়ের দুই সন্তান। ছোট মেয়ে সদ্যোজাত। কিছুদিন আগেই হয়েছে। ওর নাম আজমা। এবারের ইদ-টা তাই আমাদের জন্য ভীষণই স্পেশাল। বাড়িতে একটা বাচ্চা এলে সকলেই তাকে নিয়েই ব্যস্ত থাকে, আজমার জন্য তাই এখন আমাদের সেভাবেই কাটছে। এবারের ইদের সেলিব্রেশন তাই আমার ভাইয়ের মেয়ে আজমাকে ঘিরেই হবে। কেনাকাটা সেভাবে করে উঠতে পারিনি। তবে উৎসবে আমি আর আমার মেয়ে একই রকম শাড়ি পড়ি। আমাকে আর আমার মেয়েকে এক ভাই ’আড়ং' থেকে উপহার দিয়েছে। আর আমি আজমার জন্য মালয়েশিয়া থেকে অনেককিছুই কিনেছি। বেবি গার্লদের জন্য বিভিন্ন ড্রেস পাওয়া যায়, বেশ ভালোলাগে কিনতে।

ইদের খাওয়াদাওয়া স্পেশাল কী থাকছে?

বাঁধন: ইদের স্পেশাল আম্মুর হাতের রান্না। খিচুড়ি আর মাংস। ইদে আম্মুর হাতের রান্না ছাড়া আর কিছু ভাবতে পারি না। আর ইদের ডেজার্ট অর্থাৎ আমি সেমাই সহ আরও মিষ্টি জাতীয় খাবার আমি বানাই এক ভাই বলেছে, ইদে পর ফিরলে এগুলো বানিয়ে খাওয়াতে। আসলে ওরা তো জানে না যে আমি ইদে ফিরছি। (হাসি)

প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই 'হইচই'-এর সিরিজ ডেল্টা ২০৫১-এ দেখা যাবে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন