অপর্ণা সেন পরিচালিত 'ঘরে বাইরে আজ'র ছোট্ট ‘বিমলা’কে মনে আছে? সেই চরিত্রেই অভিনয় করেছিলেন রূপকথা চক্রবর্তী। পরবর্তী সময়ে রাজ চক্রবর্তী পরিচালিত 'আবার প্রলয়' ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল রূপকথাকে। এবার সেই রূপকথা উড়ে গিয়েছেন মুম্বই। টলিউড থেকে বলিউড যাত্রা। ছোট্ট রূপকথা চক্রবর্তী এবার কাজ করছেন অজয় দেবগনের প্রযোজনা সংস্থার 'মা' ছবিতে।
হ্যাঁ ঠিকই ধরেছেন। যে ছবির শ্যুটিংয়ে কলকাতা সহ এরাজ্যের বর্ধমান-বীরভূম সংলগ্ন বেশকিছু এলাকায় শ্যুটিং করেছেন কাজল। সেই ছবিতেই অভিনয় করেছেন কলকাতার ছোট্ট রূপকথা। কাজলের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। যিনি এখন বর্তমানে দশম শ্রেণির ছাত্রী। ছবির শ্যুটিংয়ে প্রায় ৩ মাস মুম্বইয়ে ছিলেন তিনি। কলকাতায় ফিরে Hindustan Times Bangla-র সঙ্গে কথা বললেন রূপকথা।
'মা'-তে শ্য়ুটিংয়ের অভিজ্ঞতা কেমন?
রূপকথা চক্রবর্তী: খুবই ভালো কেটেছে। শুধু মুম্বই নয়, বোলপুর, বর্ধমানেও যখন শ্যুটিং হয়েছিল, তখনও আমরা বেশ মজা করে কাজটা করেছি। ডিরেক্টরও (বিশাল পুরিয়া) অনেক কিছু শিখিয়েছেন।
কীভাবে ‘মা’ ছবিতে কাজের সুযোগ এসেছিল?
রূপকথা চক্রবর্তী: আসলে একটা কাস্টিং এজেন্সির মাধ্যমে সুযোগটা এসেছিল। তারপর আমি অডিশন দিয়েছিলাম।
কাজলের সঙ্গে কাজ করতে কেমন লাগলো?
রূপকথা চক্রবর্তী: ম্যামের সঙ্গে তো খুবই গল্প হয়। খুব মজা করেন উনি। কাজল ম্যাম আমার কাছ থেকে সবসময় বাংলা শিখতে চান। আমার নামটা ওঁর খুব পছন্দ। বিশেষ করে আমার চক্রবর্তী পদবীটা ওঁর খুব ভালো লাগে বলে জানিয়েছেন।’
কাজলকে কী কী বাংলা শেখালেন?
রূপকথা চক্রবর্তী: ছবিতে বাংলা ডায়ালগ আছে। তাই ম্যামের আলাদা বাংলা কোচ আছেন। তবে তারপরেও শ্যুটিংয়ের সময় যা কিছু ওঁর প্রশ্ন থাকত উনি আমায় জিগ্গেস করতেন। যেমন কেমন আছেন? কী করছেন? এইরকম নানান ছোট ছোট বিষয়, যাা ওনার মনে হত, উনি আমায় সেটা কীভাবে উচ্চারণ হয়, বাংলায় এটাকে কীভাবে বলে উনি জিগ্গেস করতেন। কাজল ম্যাম বলতেন, ‘এটা আমায় একটু বাংলায় বলে দে তো কীভাবে বলতে হয়?’ উনি আসলে বাংলা জানেন না। বলতে পারেন না। তবে সব বংলা বুঝতে পারেন।
কাজল ম্যাম খুবই আদর করতেন। কোনও ভুল করলে, যখন পরিচালকের কাছে বকা খেতাম, তখন বলতেন, ‘মন খারাপ করিস না’। কোনও দিন আমি সেটে না গেলে জিগ্গেস করতেন, রূপকথা চক্রবর্তী কোথায়? ওকে ডাকো। আমাকে উনি খুবই ভালোবাসতেন। গল্প করতেন। অনেক ছবি তুলেছি।
আপনি নাকি দুর্ঘটনার মুখে পড়েছিলেন শ্যুটিংয়ের সময়?
রূপকথা চক্রবর্তী: হ্যাঁ। ছবিতে অনেক অ্যাকশন দৃশ্য আছে। সেই অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেটা হয়েছিল ভুলবশত। আসলে রাত হয়েছিল বলে আমারও ঘুম পেয়ে গিয়েছিল। আমি ঠিক মনে রাখতে পারিনি, অ্যাকশন দৃশ্যের সময় গাড়ির উপর পড়ে আমার থুতনিটা কেটে যায়। রক্ত বের হচ্ছিল। তারপর ডাক্তার এলেন, মাকেও ডাকা হয়েছিল। তখনই প্যাকআপ করে দেওয়া হয়। তবে আমার যাতে মনে কষ্ট না হয়, আমি যাতে কান্নাকাটি না করি ওরা তখন পার্টি দিয়েছিল। সেখানে ডিরেক্টর, প্রোডাকশন টিমের সদস্যরা সকলেই ছিলেন। কাজল ম্যাম অবশ্য ছিলেন না। অজয় দেবগন স্যার ফোন করে খবর নিয়েছেন।
ঠিক কোন চরিত্রে অভিনয় করছেন?
রূপকথা চক্রবর্তী: ভূতের চরিত্রে। তবে ছবির বিষয় নিয়ে বেশিকিছু বলতে পারব না, বারণ আছে।
ছবি কবে মুক্তি পাচ্ছে? আর কী কাজ করছেন?
রূপকথা চক্রবর্তী: এই ছবিটা মুক্তি পাবে কালীপুজোর আগে বা পড়ে। ততদিন পর্যন্ত আমার সঙ্গে চুক্তি আছে প্রযোজনা সংস্থা। আপাতত আর কোনও কাজ করতে পারব না। তারপর আবার করব।