বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘বাঙালির প্রেমের সঙ্গে একটু টেমও লাগে’, প্রেমের সপ্তাহে প্রেমের ছবি নিয়ে হাজির অনিন্দ্য চট্টোপাধ্যায়

‘বাঙালির প্রেমের সঙ্গে একটু টেমও লাগে’, প্রেমের সপ্তাহে প্রেমের ছবি নিয়ে হাজির অনিন্দ্য চট্টোপাধ্যায়

প্রেম-টেমের তিন নতুন মুখের সঙ্গে পরিচালক 

প্রেমের সপ্তাহে মুক্তি পেল প্রেমের ছবি। ‘প্রেম টেম’-এর জার্নি নিয়ে HT Bangla-র সঙ্গে আড্ডা দিলেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। 

গায়ক,সুরকার,গীতিকার হিসাবে তিনি বহু পরিচিত নাম। ওপেন টি বায়োস্কোপ দিয়ে শুরু হয়েছিল পরিচালক হিসাবে তাঁর পথচলা। জেন ওয়াইয়ের গল্প বারে বারে উঠে এসেছে তাঁর ছবিতে। করোনা আবহে যখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শামিল টলিগঞ্জ। তখন ফের জেন ওয়াইয়ের প্রেমের গল্প নিয়ে হাজির তিনি। ভ্যালেন্টাইন উইকে (আজ) মুক্তি পেল পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘প্রেম টেম’ (Prem Tame), ছবি নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে একান্ত আড্ডায় ধরা দিলেন পরিচালক। 

‘মনোজদের অদ্ভূত বাড়ি’র পর একটু লম্বা ব্রেক, কোনও বিশেষ কারণ? 

--ব্রেক নয়- আসলে ওই সময় অন্য একটা ছবির পরিকল্পনা করছিলাম। সেটা গৌতম চট্টোপাধ্যায়কে নিয়ে একটা ছবি, সেটাও আমি করব। কিন্তু ওই সময় সেটা তৈরি করে উঠতে পারিনি। তারপর সেটা থেকে আবার নতুন করে আবার একটা ছবির পরিকল্পনা আর বাস্তবায়ন, তাই একটু সময় লেগে গেল বলতে পার। তবে আমি কিন্তু একটু ব্রেক নিয়েই ছবি করতে ভালোবাসি। 

প্রেম-টেম নামটা কেন রাখলেন? 

– জানোতো আমরা বাঙালিরা আসলে একটু বেশি চাই। সেই কারণে বাঙালি চা-টা খায়, ঘুরে-টুরে আসে। তাই বাঙালির শুধু প্রেম দিয়ে হয়ে যায় না, প্রেমের সঙ্গে টেমও লাগে। আমাদের ছবিটাও সেরকম, এখানে প্রেমের সঙ্গে একটু টেম জুড়ে আছে। আর একটা কথা, আমাদের এই ভালোবাসার আসলে চারখানা পা আর একখানা লেজও আছে। 

অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছবি মানেই নতুন মুখ, কোনও বিশেষ কারণ? 

--আসলে যদি পরিচালক হিসাবে আমিও নতুন... খুব বেশি ছবি করিনি। আমিও নতুন, তাঁরাও নতুন সেটা একটা ভালো কম্বিনেশন। আর এটা তো কলেজের ছবি। কাস্টিং নির্ভর করে চিত্রনাট্য কী চাইছে সেটার উপর। কলেজের গল্প বলব আর সেখানে খুব পরিচিত মুখ নিয়ে কাজ করব, সেটা তো হয় না। 

বৃহস্পতিবার প্রেম টেম-এর প্রিমিয়ার পরিচালক এবং শ্বেতা, সৌম্য ও সুস্মিতা (ছবি সৌজন্যে- SVF)
বৃহস্পতিবার প্রেম টেম-এর প্রিমিয়ার পরিচালক এবং শ্বেতা, সৌম্য ও সুস্মিতা (ছবি সৌজন্যে- SVF)

কিন্তু আপনার ফিল্মোগ্রাফি বলছে জেন-ওয়াইয়ের গল্প বলতে ভালোবাসেন অনিন্দ্য চট্টোপাধ্যায়

--আমি যে যে ধরণের গল্প বলেছি ( ওপেন টি বায়োস্কোপ, প্রজাপতি বিস্কুট) সেখানে কমবয়সীরা প্রাধান্য পেয়েছে, সেটা আমি খুব ইচ্ছা করে করেছি এমনটা নয়। হয়ে গেছ বলতে পার। 

প্রেম টেমের তিন তরুণ তুর্কি ( সৌম্য, সুস্মিতা,শ্বেতা)'কে নিয়ে কী বলবে?

--তিনজনেই ফ্যান্টাস্টিক অ্যাক্টর। ভেবেছিলাম ওদের নিয়ে ওয়ার্কশপ করব, সেটা হয়ে উঠেনি। এই জেনারেশন আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট। ওদের কোনও জিনিস বুঝতে কম সময় লাগে। টিপিক্যাল নার্ভাসনেসটা এদের মধ্যে থাকে না। ফ্লোরে এদের সঙ্গে দু-তিন দিন কাজ করবার পরেই আমি বুঝে গিয়েছিলাম এরা কতটা সক্ষম। 

লিভ ইন নিয়ে আমাদের সমাজে ২০২১- দাঁড়িয়েও ছুৎমার্গ রয়েছে। সেই বিষয়টা কীভাবে তুলে ধরেছো? 

--লিভ ইন এখানে গল্পের প্রয়োজনে এসেছে। লিভ ইন নিয়ে সত্যি এখনও অনেকের নাক সেঁটাকানো রয়েছে, তবে ধীরে ধীরে দুনিয়া বদলাচ্ছে। হোমো-সেক্সুয়ালিটি নিয়েও আজকাল সাধারণ মধ্যবিত্ত বাড়ির দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। বিয়ের বাইরের সম্পর্ক, লিভ ইন নিয়ে আগে যেমন মানুষ একদমই মেনে নিত না। সেখান থেকে একটা মধ্যপন্থা খুঁজে নেওয়ার চেষ্টা চলছে। 

প্রেম-টেমের মিউজিক নিয়ে কী বলবে? বিশেষত টলিগঞ্জে ডেবিউটান্ট মাহমিত শাকিবকে নিয়ে

নতুনদের নিয়ে ছবি তো, আমরা একটা নতুন গলা খুঁজছিলাম। আর এই গানটা (তাকে অল্প কাছে ডাকছি) যে কম্পোজ করেছে এবং লিখেছে সেই শিবব্রত বিশ্বাস সেও কিন্তু নবাগত। আমাদের চন্দ্রবিন্দু ব্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। সেও প্রথমবার মিউজিক কম্পোজার হিসাবে কাজ করল। ইউটিউবে মাহতিমের গান শুনে আমার খুব ভালো লেগেছিল। আমি সত্যি খুশি আর গর্বিত ওঁরা (মাহতিম-শিবপ্রসাদ) এই গানটা তৈরি করে এই জায়গা নিয়ে গেছে। তবে বাকি অনান্য গানগুলোর জন্যও আমি খুব ধন্যবাদ জানাবো প্রসেন (তোমারই তো কাছে), শান্তনু-শ্রেয়া-পাপন (কাছে থেকো) এবং অনুপমকে (জলফড়িং)। 

রাজির ‘জান’ খগেন (ছবি সৌজন্যে- ইউটিউব)
রাজির ‘জান’ খগেন (ছবি সৌজন্যে- ইউটিউব)

প্রেম টেম অম্পূর্ন খগেন ছাড়া। এই মিষ্টি সারমেয়র সঙ্গে শ্যুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?

আমার প্রোডাকশন ম্যানেজার দীপঙ্কর ওর খোঁজ দেয়। সে বলে বম্বে থেকেই কুকুর আনা শ্রেয়। ছবিটা করবার সিদ্ধান্ত নেওয়ার পর সবার আগে খোঁজ করা হয়েছিল খগেনের। আমি সেখানে গিয়ে ওকে খুঁজি।একটা গোটা বিকাল ওকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করেছিলাম। ওর মালিক আমায় আশ্বস্ত করেছিল যে খুব কথা শোনে। আমাদের ৮-১০ দিন শ্যুটিং হয়ে যাওয়ার পর খগেন শ্যুটিং শুরু করে। আমি খুব ভয়ে ছিলাম, কারণ এত সুন্দর গতিতে চলছিল ছবিটা, যদি কুকুরটা ঠিকভাবে কাজ না করতে পারে তাহলে সব গন্ডোগোল হয়ে যাবে। তবে প্রথম যে শটটা ও দিল, রাজি আর পাবলো দুজনে বসে আছে- পাবলো রাজির কাঁধে মাথা রাখবে আর খগেন পিছন থেকে এসে মাথাটা মাঝখানে ঢুকিয়ে দেবে। এটা সিঙ্গল লেনথের প্রায় ৪০ থেকে ৫০ সেকেন্ডের একটা লং শট, এটা হওয়ার পর গোটা ইউনিট হাততালি দিয়ে ওঠে। আমরা তখনই বুঝে গিয়েছিলাম এই ছবিটা খগেন একাই টেনে নিয়ে যাবে।

করোনার জন্য মুক্তি পিছিয়েছে প্রেমের সপ্তাহে রিলিজ করল প্রেম টেম।  

গত বছর মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনার জন্য আমরা সকলেই এফেক্টেট হয়েছি। ফাইনালি যে এটা মুক্তি পেল সেটাই যে কত বড় খুশির আর আনন্দের বিষয় আমাদের সেটা বলে বোঝাতে পারব না। আশা করছি দর্শকরা হলে এসে ছবিটা দেখবেন। সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে। 

বায়োস্কোপ খবর

Latest News

এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায় মে'র শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট, কবে ফলপ্রকাশ? এসে গেল দিনক্ষণ, কীভাবে দেখবেন? ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে’ কংগ্রেসকে তোপ মোদীর 'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী ইউপিএসসি ২০২৫-এর পরীক্ষার তারিখ প্রকাশ্যে, CSE, CDS কবে? রইল ক্যালেন্ডার TRP: ভোট নিয়ে ব্যস্ত রচনা, IPL-এ সৌরভ! হুড়হুমুড়িয়ে কমলো দাদা-দিদির নম্বর ইথিলিন অক্সাইড মিলল এভারেস্ট, MDH মসলায়! জানুন ক্যানসার সহ কী হতে পারে এটি থেকে ‘বুড়ি-মোটা’ বলে কটাক্ষ, ‘এমন মানুষদের জীবনে..’,ট্রোলারদের সপাটে জবাব দিলেন লারা ‘‌আদালতের যুক্তি ধরে নিলে কলকাতা হাইকোর্টও তুলে দিতে হবে’‌, দাবি অভিষেকের 'একজনের ক্রেডিট কার্ডের তথ্য দেখতে পাচ্ছেন অপরজন', ক্ষতিপূরণ দেবে ICICI ব্যাঙ্ক

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.