বাংলা নিউজ > বায়োস্কোপ > Manomoy Bhattacharya: ‘সস্তার গানে আমি কখনও মুখ নাড়িনি, আমি চুজি’, সোজাসাপ্টা মনোময়

Manomoy Bhattacharya: ‘সস্তার গানে আমি কখনও মুখ নাড়িনি, আমি চুজি’, সোজাসাপ্টা মনোময়

জিঙ্গেল বিতর্কে জবাব মনোময়ের

Manomoy Bhattacharya: মনোময় ভট্টাচার্য তাঁর সংগীত জীবনের ২৭ বছর পূর্ণ করলেন। আর সেই উপলক্ষ্যে একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি জিঙ্গেল গাইবেন না কখনও। আর সেটা নিয়েই তৈরি হয়েছিল বিতর্ক। এবার তার জবাব দিলেন গায়ক।

এই বছর সংগীত জীবনের সাতাশ বছর পূর্ণ করলেন প্রখ্যাত গায়ক মনোময় ভট্টাচার্য (Manomoy Bhattacharya)। তাঁর গাওয়া আধুনিক গান কিংবা রবীন্দ্র সংগীত (Rabindra Sangeet) অথবা নজরুল গীতি (Nazrul Geeti) বরাবর মুগ্ধ করেছে সকলকে। সম্প্রতি তাঁকে, থুড়ি তাঁর এক বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

এক বিশিষ্ট সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গায়ক বলেন তিনি জিঙ্গেল গাইবেন না। এটা তাঁর আদর্শ নয়। এরপরই তাঁর বহু সহকর্মীরা তাঁর কথার বিরোধিতা করেন। জোজো (Jojo) সহ অনেকেই প্রতিক্রিয়া জানান। এবার এই গোটা বিষয়ে উত্তর দিলেন মনোময়।

বিষ্ণুপুর ঘরানার যদুভট্টের পঞ্চম প্রজন্মের মনোময় সদ্য HT বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানালেন তাঁর মত। খোলসা করলেন তাঁর বক্তব্যের ভুল মানে বের করা হয়েছে।

মনোময় জানান, 'আমি কাউকে ছোট দেখাতে কথাটা বলিনি। এটা আমার আদর্শ না। তার মানে এটা নয় যে আমি না গাইলে আর কেউ গাইবেন না। আমার রুচি আলাদা, আমার রুচি জিঙ্গেল গাওয়ার অনুমতি দেয় না। চিপস, তেল বিক্রি হচ্ছে, সেটা প্রচারের জন্য গান তো হবেই।'

তিনি বিতর্কের প্রসঙ্গ টেনে বলেন, 'জোজো প্রথম প্রতিক্রিয়া জানিয়েছিল। কিন্তু ও ওর স্টেটমেন্ট ফিরিয়ে নিয়েছে। ও জানিয়েছে ও বুঝতে ভুল করেছে। এটা আমার আদর্শ, যে আমি জিঙ্গেল গাইব না।' একই সঙ্গে তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলা ট্রোল, ইত্যাদির বিষয়ে বলেন, 'সামাজিক মাধ্যমে যাঁর যা মনে হয় সেটাই লেখেন, বলেন। অত ভাবলে হবে না। তবে আমি কখনও কোনও সস্তার গানে মুখ নাড়িনি। আগামীতে করব না। আমরা সবাই টাকার জন্য গান গাই, ঠিকই। কিন্তু একটা খারাপ গান গেয়ে আমি যত রোজগার করব তার থেকে অনেক বেশি আমার নাম যা খারাপ হবে।'

বন্ধ করুন