এবার বইয়ের পাতা থেকে বড়পর্দায় আসছে সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত চরিত্র ‘রাপ্পা রায়’, ছবির নাম ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স নিয়ে কাজ করছেন পরিচালক ধীমান বর্মন। 'রাপ্পা রায়' -এর চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে। ‘রাপ্পা রায়’ হয়ে ওঠার জন্য ঠিক কীভাবে প্রস্তুতি নিতে হচ্ছে অভিনেতাকে? হিন্দুস্থান টাইমস বাংলার সঙ্গে ভাগ করে নিলেন সৌম্য মুখোপাধ্যায়।
তাঁর মতে, ‘আমাদের পরিচালক এই চরিত্রটা হয়ে ওঠার জন্য আমাকে একেবারে অন্যরকম একটা পদ্ধতি অবলম্বন করতে বলেছিলেন। প্রথমত, তিনি আমাকে কমিক্সটা বেশ কয়েকবার ভালো করে পড়তে বলেছিলেন। কারণ তাতেই গল্পের এসেন্সটা ভালো ভাবে বোঝা যাবে। তবে সেটা ছাড়াও আরও বেশ কয়েকটি বই পড়তে বলেছিলেন। যেমন 'ইতি তোমার মা' নামে একটি বই পড়তে বলেছিলেন। এই বইটা পড়ার কারণ দর্শকরা ছবিটা দেখবেন তখন বুঝতে পারবেন। তাছাড়াও তিনি বেশ কিছু ছবি দেখার কথা বলেছিলেন। এর পাশাপাশি, ছবিতে আমার অ্যাকশনের কিছু দৃশ্য রয়েছে। এর আগে আমি কখনও বাংলা ছবিতে অ্যাকশনের দৃশ্য করিনি, এখানে সেটা করার সুযোগ পাবো। তাই আমি আরও বেশি এক্সাইটেড। সেটার জন্য আলাদা করে একটা প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: বইয়ের পাতা থেকে বড়পর্দায় ‘রাপ্পা রায়’! ফার্স্ট লুকে বড় চমক সৌম্য মুখোপাধ্যায়ের
তিনি আরও বলেন, ‘পরিচালক আমাকে এই ছবিতে একেবারে অন্যভাবে প্রেজেন্ট করবেন। এই ভাবে দর্শকরা এর আগে আমাকে দেখেননি। আমার কথা বলা থেকে শুরু করে হাঁটা চলা, হেয়ার স্টাইল সবটাতেই অনেকটা পরিবর্তন দেখতে পাবেন দর্শকরা।’
প্রস্তুতি তো তুঙ্গে কিন্তু সংবাদিক 'রাপ্পা রায়' ‘ফেলুদা’, ‘ব্যোমকেশ’-এর মতো পুরোদস্তুর ডিটেকটিভ না হলেও, তার মধ্যে থাকা গোয়েন্দা সত্ত্বাকে দর্শকরা কতটা জায়গা দেবেন বলে মনে করছেন নায়ক? এই প্রসঙ্গে সৌম্যর সাফ জবাব, ‘আমি ছোট থেকে সুযোগ বাবুর এই কমিক্স যতবার পড়েছি আমার সবসময় খুব ফ্রেশ বলে মনে হত। আর রাপ্পা রায় পেশায় ডিটেকটিভ তো নয়, তাই সেই জায়গা থেকেই ‘ফেলুদা’, ‘ব্যোমকেশ’-এর থেকে অনেক আলাদা। আর এই গল্পে আমাদের সময়কে তুলে ধরা হয়। কোনও পুরনো সময়ের কথা বলে না। আর আমি এই জায়গাটাতেই খুব রিলেট করতে পারি।'
আরও পড়ুন: ব্রাত্য অভিজিৎ,শাহরুখকে নিয়ে মাতামাতি ডুয়ার কনসার্টে! চটলেন গায়ক-পুত্র জয়
নায়কের মতে, ‘রাপ্পা রায়ের গল্পের মূল উপজীব্য হল সেন্স অফ হিউমর। এই গল্পে নেগেটিভ চরিত্রকেও মজার ছলে দেখানো হয়। পুরো গল্পের মধ্যেই একটা মজার মোড়ক থাকে। তাই সেই জায়গা থেকেই এই গল্প স্বতন্ত্র।’
পছন্দের লেখকের গল্পের চরিত্র হয়ে উঠবেন সৌম্য, কিন্তু লেখকের সঙ্গে এই চরিত্র নিয়ে কি আলোচনার অবকাশ হয়েছে তাঁর? প্রশ্নে অভিনেতা বলেন, ‘না সুযোগ বাবুর সঙ্গে আমার কথা এখনও হয়নি। স্যোশাল মিডিয়ার মাধ্যমেই কিছু কথা হয়েছে। তবে আমি ওঁর গুণমুগ্ধ ভক্ত। কিন্তু আমার ইচ্ছা আছে যে ছবি শুরু হওয়ার আগে একবার ওঁর সঙ্গে কথা বলার। যদি সামনা-সামনি সম্ভব নাও হয়, তাহলে ফোনেও অন্তত একবার কথা বলার চেষ্টা করব।’
শোনা গিয়েছে, মঙ্গলবার থেকে ছবির শ্যুটিং শুরু। কতটা টেনশন কাজ করছে? প্রশ্নে নায়ক বলেন, ‘একটু টেনশন না হলে আমার ঠিক মনে হয় না যে আমি কোনও চ্যালেঞ্জিং কাজ করছি। আসলে এই টেনশনটাকে আমি উপভোগ করি। বাকি সকলের মতো আমিও এই কমিক্স পড়েছি। আমারও এই কমিক্সের প্রতি একটা ইমোশনাল কানেকশন রয়েছে। আর সেই জায়গাটাই আমাকে ভাবাচ্ছে। পাঠকরা যেভাবে বইয়ের পাতায় দেখেছেন এই চরিত্রটাকে, সেই ততটাই আনন্দ দিতে পারব কিনা আমরা। তবে আমরা যথেষ্ট প্রস্তুতি নিচ্ছি। তাই খুব বেশি ভাবছি না। আশাকরি সকলের ভীষণ ভীষণ পছন্দ হবে। এই ধরনের যে সব কাজ হয় তাঁর মধ্যে আমাদের এই ছবি যে বেশ ফ্রেশ লাগবে তা আশা করতেই পারি।’
তিনি ছাড়াও এই ছবিতে রয়েছে একগুচ্ছ স্টার কাস্ট। অলিভিয়া সরকার, দেবাশীষ মন্ডল, দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, সুজন বন্দোপাধ্যায়, রাহুল অরুনোদয় বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, সব্যসাচী চৌধুরীরা গুরুত্বপূর্ণ সব চরিত্রে থাকছেন।