বাংলা নিউজ > বায়োস্কোপ > Soumya Mukherjee Exclusive: ‘রাপ্পা রায়’ হয়ে ওঠার জন্য ঠিক কীভাবে প্রস্তুতি নিচ্ছেন সৌম্য? জানালেন অভিনেতা

Soumya Mukherjee Exclusive: ‘রাপ্পা রায়’ হয়ে ওঠার জন্য ঠিক কীভাবে প্রস্তুতি নিচ্ছেন সৌম্য? জানালেন অভিনেতা

‘রাপ্পা রায়’ হয়ে ওঠার জন্য ঠিক কীভাবে প্রস্তুতি নিচ্ছেন সৌম্য? জানালেন অভিনেতা

এবার বইয়ের পাতা থেকে বড়পর্দায় আসছে ‘রাপ্পা রায়’, ছবির নাম ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। 'রাপ্পা রায়' -এর চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে। ‘রাপ্পা রায়’ হয়ে ওঠার জন্য ঠিক কীভাবে প্রস্তুতি নিতে হচ্ছে অভিনেতাকে? হিন্দুস্থান টাইমস বাংলার সঙ্গে ভাগ করে নিলেন সৌম্য মুখোপাধ্যায়।

এবার বইয়ের পাতা থেকে বড়পর্দায় আসছে সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত চরিত্র ‘রাপ্পা রায়’, ছবির নাম ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স নিয়ে কাজ করছেন পরিচালক ধীমান বর্মন। 'রাপ্পা রায়' -এর চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে। ‘রাপ্পা রায়’ হয়ে ওঠার জন্য ঠিক কীভাবে প্রস্তুতি নিতে হচ্ছে অভিনেতাকে? হিন্দুস্থান টাইমস বাংলার সঙ্গে ভাগ করে নিলেন সৌম্য মুখোপাধ্যায়।

তাঁর মতে, ‘আমাদের পরিচালক এই চরিত্রটা হয়ে ওঠার জন্য আমাকে একেবারে অন্যরকম একটা পদ্ধতি অবলম্বন করতে বলেছিলেন। প্রথমত, তিনি আমাকে কমিক্সটা বেশ কয়েকবার ভালো করে পড়তে বলেছিলেন। কারণ তাতেই গল্পের এসেন্সটা ভালো ভাবে বোঝা যাবে। তবে সেটা ছাড়াও আরও বেশ কয়েকটি বই পড়তে বলেছিলেন। যেমন 'ইতি তোমার মা' নামে একটি বই পড়তে বলেছিলেন। এই বইটা পড়ার কারণ দর্শকরা ছবিটা দেখবেন তখন বুঝতে পারবেন। তাছাড়াও তিনি বেশ কিছু ছবি দেখার কথা বলেছিলেন। এর পাশাপাশি, ছবিতে আমার অ্যাকশনের কিছু দৃশ্য রয়েছে। এর আগে আমি কখনও বাংলা ছবিতে অ্যাকশনের দৃশ্য করিনি, এখানে সেটা করার সুযোগ পাবো। তাই আমি আরও বেশি এক্সাইটেড। সেটার জন্য আলাদা করে একটা প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন: বইয়ের পাতা থেকে বড়পর্দায় ‘রাপ্পা রায়’! ফার্স্ট লুকে বড় চমক সৌম্য মুখোপাধ্যায়ের

তিনি আরও বলেন, ‘পরিচালক আমাকে এই ছবিতে একেবারে অন্যভাবে প্রেজেন্ট করবেন। এই ভাবে দর্শকরা এর আগে আমাকে দেখেননি। আমার কথা বলা থেকে শুরু করে হাঁটা চলা, হেয়ার স্টাইল সবটাতেই অনেকটা পরিবর্তন দেখতে পাবেন দর্শকরা।’

প্রস্তুতি তো তুঙ্গে কিন্তু সংবাদিক 'রাপ্পা রায়' ‘ফেলুদা’, ‘ব্যোমকেশ’-এর মতো পুরোদস্তুর ডিটেকটিভ না হলেও, তার মধ্যে থাকা গোয়েন্দা সত্ত্বাকে দর্শকরা কতটা জায়গা দেবেন বলে মনে করছেন নায়ক? এই প্রসঙ্গে সৌম্যর সাফ জবাব, ‘আমি ছোট থেকে সুযোগ বাবুর এই কমিক্স যতবার পড়েছি আমার সবসময় খুব ফ্রেশ বলে মনে হত। আর রাপ্পা রায় পেশায় ডিটেকটিভ তো নয়, তাই সেই জায়গা থেকেই ‘ফেলুদা’, ‘ব্যোমকেশ’-এর থেকে অনেক আলাদা। আর এই গল্পে আমাদের সময়কে তুলে ধরা হয়। কোনও পুরনো সময়ের কথা বলে না। আর আমি এই জায়গাটাতেই খুব রিলেট করতে পারি।'

আরও পড়ুন: ব্রাত্য অভিজিৎ,শাহরুখকে নিয়ে মাতামাতি ডুয়ার কনসার্টে! চটলেন গায়ক-পুত্র জয়

নায়কের মতে, ‘রাপ্পা রায়ের গল্পের মূল উপজীব্য হল সেন্স অফ হিউমর। এই গল্পে নেগেটিভ চরিত্রকেও মজার ছলে দেখানো হয়। পুরো গল্পের মধ্যেই একটা মজার মোড়ক থাকে। তাই সেই জায়গা থেকেই এই গল্প স্বতন্ত্র।’

পছন্দের লেখকের গল্পের চরিত্র হয়ে উঠবেন সৌম্য, কিন্তু লেখকের সঙ্গে এই চরিত্র নিয়ে কি আলোচনার অবকাশ হয়েছে তাঁর? প্রশ্নে অভিনেতা বলেন, ‘না সুযোগ বাবুর সঙ্গে আমার কথা এখনও হয়নি। স্যোশাল মিডিয়ার মাধ্যমেই কিছু কথা হয়েছে। তবে আমি ওঁর গুণমুগ্ধ ভক্ত। কিন্তু আমার ইচ্ছা আছে যে ছবি শুরু হওয়ার আগে একবার ওঁর সঙ্গে কথা বলার। যদি সামনা-সামনি সম্ভব নাও হয়, তাহলে ফোনেও অন্তত একবার কথা বলার চেষ্টা করব।’

শোনা গিয়েছে, মঙ্গলবার থেকে ছবির শ্যুটিং শুরু। কতটা টেনশন কাজ করছে? প্রশ্নে নায়ক বলেন, ‘একটু টেনশন না হলে আমার ঠিক মনে হয় না যে আমি কোনও চ্যালেঞ্জিং কাজ করছি। আসলে এই টেনশনটাকে আমি উপভোগ করি। বাকি সকলের মতো আমিও এই কমিক্স পড়েছি। আমারও এই কমিক্সের প্রতি একটা ইমোশনাল কানেকশন রয়েছে। আর সেই জায়গাটাই আমাকে ভাবাচ্ছে। পাঠকরা যেভাবে বইয়ের পাতায় দেখেছেন এই চরিত্রটাকে, সেই ততটাই আনন্দ দিতে পারব কিনা আমরা। তবে আমরা যথেষ্ট প্রস্তুতি নিচ্ছি। তাই খুব বেশি ভাবছি না। আশাকরি সকলের ভীষণ ভীষণ পছন্দ হবে। এই ধরনের যে সব কাজ হয় তাঁর মধ্যে আমাদের এই ছবি যে বেশ ফ্রেশ লাগবে তা আশা করতেই পারি।’

তিনি ছাড়াও এই ছবিতে রয়েছে একগুচ্ছ স্টার কাস্ট। অলিভিয়া সরকার, দেবাশীষ মন্ডল, দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, সুজন বন্দোপাধ্যায়, রাহুল অরুনোদয় বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, সব্যসাচী চৌধুরীরা গুরুত্বপূর্ণ সব চরিত্রে থাকছেন।

বায়োস্কোপ খবর

Latest News

৮০-তে পা দিতেই জাভেদ আখতারের সঙ্গে জমিয়ে ঠুমকা! বার্থডে বয়কে চুমু ফারাহর টোপ.. ক্যামেরা..ড্রোন দিয়ে শুক্রেও অধরা পুরুলিয়ার বাঘ!দেখা মিলল শুধু পায়ের ছাপের বাড়িতে তল্লাশির পর এবার আসফাকুল্লা নাইয়াকে তলব পুলিশের শুক্র ও রাহুর যুতিতে জানুয়ারি থেকেই সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির, লাকি কারা? শনিতে কলকাতা-সহ শহরতলির ১৮ জায়গায় বন্ধ থাকবে জল! কতক্ষণ ও কোথায়? রইল পুরো তালিকা টলিউডের পর নতুন ইনিংস শুরু অনন্যার? মাধবন, ফাতিমার হাত ধরে বলিউড ডেবিউ সারছেন? ডার্বি জয়ের পরে আটকে গেল মোহনবাগান! এগিয়ে গিয়েও জামশেদপুরের বিরুদ্ধে ১-১ ড্র করল 'মৃত্যু একমাত্র সত্য', হঠাৎ কেন এমন বললেন সৃজিত? চাল পাল্টাবেন মঙ্গল, কৃপা বর্ষণ মিথুন সহ ৩ রাশিতে! কাদের কী লাভ হবে? ভারতীয় সেনাদের 'আর্মি ডে প্যারেড'-এ রোবট কুকুর! রইল ঝলক

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.