অল্প কয়েক মাসেই সবার প্রিয় পাত্র হয়ে উঠেছে ফড়িং আর তাঁর ব্যাঙ্কবাবু। ‘আলতা ফড়িং’ সিরিয়ালের মূল ইউএসপি এই জোড়ির রসায়ন। অথচ তাতেই নাকি ভাঙন ধরতে চলেছে? শুক্রবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা মুখ বদল হচ্ছে স্টার জলসার ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে। অভ্রর চরিত্রে নাকি এবার থেকে দেখা যাবে ‘গঙ্গারাম’ অভিষেক বসুকে। এই জল্পনা ঘিরে তো মাথায় হাত অর্ণব ভক্তদের।
এর আগেও চলতি সিরিয়াল থেকে অর্ণব সরে দাঁড়িয়েছিলেন। ‘রাগে-অনুরাগে’র স্মৃতি ফিরে আসে অনেকের। কিন্তু হলটা কী? সত্যি কি অর্ণব বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এবার থেকে ‘আলতা ফড়িং’-এর নায়ক হিসাবে দেখা যাবে অভিষেককে? উত্তর হল- না। অভ্র চরিত্রে থাকছেন অর্ণবই, আর সেকথা অভিনেতা নিজে নিশ্চিত করেছেন। পাশাপাশি অর্ণবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এও জানিয়েছেন ‘আলতা ফড়িং’-এ অভিষেকের যোগ দেওয়ার খবর ভুল নয়, ‘গঙ্গারাম’ আসছেন ঠিকই, তবে নতুন চরিত্রে। কারুর পরিবর্ত হিসাবে মোটেই দেখা যাবে না তাঁকে।
অন্যদিকে আপতত একটু অসুস্থ ফড়িং-এর ব্যাঙ্কবাবু। তাই শ্য়ুটিং থেকে একটু বিরতি নিয়েছেন তিনি। আর সেই থেকেই ছড়িয়েছে এই গুজব। তাই অর্ণব ভক্তদের টেনশনের কোনও কারণ নেই। ফড়িং-এর পাশে থাকছেন তিনিই।
চলতি বছরের গোড়াতেই শুরু হয়েছে ‘আলতা ফড়িং’। সিরিয়ালে নামভূমিকায় রয়েছেন খেয়ালি মণ্ডল। মাত্র কয়েকদিনেই সবার প্রিয় হয়ে উঠেছে খেয়ালি-অর্ণব জুটি। অভিষেকের আগমনে ‘আলতা ফড়িং’-এর গল্পে নতুন কী চমক আসে তা দেখবার। আপতত অভিষেককে দেখা যাচ্ছে ‘ডান্স ডান্স জুনিয়র ৩’র ক্যাপ্টেন হিসাবে।