৫০ দিনের দোরগোড়ায় দাঁড়িয়েও বক্স অফিসে অপ্রতিরোধ্য বহুরূপী। পুজোর সব ছবিকে হেলায় হারিয়ে বক্স অফিসে ১৫ কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবি। শুধু পরিচালক হিসাবে নয়, অভিনেতা শিবপ্রসাদকে নতুন করে দর্শক আবিষ্কার করেছে এই ছবিতে। আরও পড়ুন-টেকনিশিয়ানকে বিয়ে করায় একঘরে করে ইন্ডাস্ট্রি! তালাবন্ধ ঘরে কাটতো দিন, অসম্ভব ওজন বাড়ে অপরাজিতার
ব্যাঙ্ক ডাকাতির প্রেক্ষাপটে সাজানো বহুরূপীতে ‘বড়বাবু’ আবির এবং বিক্রম প্রামাণিক অর্থাৎ শিবপ্রসাদের দ্বৈরত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে দর্শক। বাঙালি সিনেপ্রেমীদের একটাই ডিম্যান্ড, এবার পার্ট টু চাই। সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ছে সেই দাবি। এদিন সকালে নিজের ফেসবুকের দেওয়ালে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, দর্শকদের সেই দাবিদাওয়ার স্ক্রিনশট তুলে ধরে ট্যাগ করে আবির চট্টোপাধ্যায়কে। লেখেন, ‘বড়বাবু, সবাই কি বলছে দ্যাখেন। পার্ট টু পার্ট টু করছে।’
তাহলে সত্যি কি বহুরূপীর পার্ট টু আসছে? জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে আমরা যোগাযোগ করেছিলাম শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। ছবির সাফল্যে আবেগে ভাসছেন তিনি। বললেন, ‘সোশ্যাল মিডিয়া শুধু নয়, হলেও বহু মানুষ বহুরূপীর পার্ট টু চেয়েছেন। সেটা নিঃসন্দেহে আমাদের কাছে উপরি পাওনা। যে দর্শকদের কাছে এমন একটা প্রত্যাশা তৈরি হয়েছে। বড়বাবু ও বিক্রমের লড়াই আরও একবার যদি হয়, সেটায় কে জিতবে সবাই জানতে চাইছে। সেটা তো রয়েইছে, তেমনই রক্তবীজ পার্ট ২-ও প্রচুর মানুষ দেখতে চেয়েছেন। কাজেই দেখবার বিষয়, রক্তবীজ ২ না বহুরূপী ২ কোনটা আগে আসবে, কোন প্রত্যাশাটা আমরা আগে মেটাতে পারব। আমরা দোটানায় পড়ে রয়েছি। আলোচনা চলছে। সামনের বছর পুজোয় রক্তবীজ পার্ট ২, বহুরূপী পার্ট ২ নাকি একদম অন্যকিছু, সেটা এখনও জানি না। ভগবান জীবনের চিত্রনাট্য লেখেন, দেখা যাক কী হয়’।
সপ্তম সপ্তাহেও বাংলা জুড়ে বহুরূপীর ৯৭টি শো রমরমিয়ে চলছে। ৫০ দিনের উদযাপনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! প্রাক্তন, বেলাশেষে-র মতো ব্লকবাস্টার ছবি রয়েছে শিবপ্রসাদ-নন্দিতার ঝুলিতে। পরিচালক বললেন, ‘আমাদের অনেক ছবিই ২০০ দিন, ১০০ দিন পার করেছে। কিন্তু আমার মনে পড়ে না আমাদের কোনও সিনেমা, যেটা সপ্তম সপ্তাহে ৯৭টা হল নিয়ে পঞ্চাশ দিন পার করেছে। এটা আমাদের কেরিয়ারে একটা মাইলফলক, ভগবানের এই আর্শীবাদ মাথা পেতে নিলাম। আর অবশ্যই দর্শকদের ভালোবাসা’।