সোমবার রাতে আচমকাই একটি পোস্ট শেয়ার হয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর প্রোফাইল থেকে। সেখানে দেখা যায়, একটি কিডনির ছবি! তাতে আবার পাথর। আর এই দেখেই, চিন্তায় ঘুম ওড়ে অভিনেত্রীর ভক্তদের। হবে নাই বা কেন! সৌমিতৃষা যে বরাবরই নয়নের মণি সকলের। এখনও অভিনেত্রীর জন্মদিনে মন্দিরে পুজো দেয় তাঁর ভক্তরা, মানত করে তাঁর নামে। নতুন ছবি বা সিরিজ মুক্তির আগেও, এই ভালোবাসার মানুষগুলোও ছুটে যায় ভগবানের দরবারে।
সত্যি কি কিডনিতে স্টোন হয়েছে? কেমন আছেন সৌমিতৃষা? জানতে নবর্ষের সকালেই ফোন করা হয় অভিনেত্রীর কাছে। ততক্ষণে অবশ্য ইনস্টাগ্রাম থেকে পোস্টটি মুছে ফেলেছেন তিনি। ফোন ধরে ‘মিঠাই-নায়িকার’ কাছে তাঁর ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে প্রশ্ন করা হলে, জবাব এল, ‘আমি না এটা নিয়ে কিছু বলতে চাইছি না’। যদিও ‘কেমন আছেন’ প্রশ্নে একগাল হেসেই জানলেন, ‘আমি ভালো আছি’। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ও হল দু তরফে।
আরও পড়ুন: বাবা হতে চলেছেন অমর সঙ্গীর ‘রাজ’ নীল, পয়লা বৈশাখে এল খুশির খবর, যদিও সন্তানের মা স্ত্রী তৃণা নন
দেখুন সৌমিতৃষার সেই ইনস্টাগ্রাম স্টোরি-

সৌমিতৃষার আগামী কাজ:
ফেব্রুয়ারি মাসেই মুক্তি পেয়েছে সৌমিতৃষার ওয়েব সিরিজ ‘কালরাত্রি ২’-এর পোস্টার। প্রথম সিজনটি বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। অগস্ট থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বছরের শেষেই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা নতুন সিজনের।
আরও পড়ুন: ৫ দিনে ৫০ কোটি ছুঁতে চলল জাট! সোমবারে সলমনের সিকন্দর কত ব্যবসা করল বক্স অফিসে
তাঁর শেষ ছবি ছিল ‘১০ই জুন’। যদিও কিছু সমস্যার কারণে, ছবি মুক্তির দিনকয়েক আগে আচমকা এটি থেকে সরে যান তিনি। ফলত ছবির প্রচারেও দেখা মেলেনি তাঁর। এই সিনেমায় তাঁর জুটি ছিল সৌরভ দাসের সঙ্গে। মিঠাই দিয়ে জনগণের মনে জায়গ করে নেওয়া সৌমিতৃষার বড় পর্দায় হাতেখড়ি অবশ্য হয়েছিল দেবের বিপরীতে। প্রধান সিনেমায় নায়িকা চরিত্রে কাজ করেছিলেন তিনি। দেব আর সৌমিতৃষার জুটি পছন্দও হয়েছিল দর্শকদের।
আরও পড়ুন: মোদীর ভিডিয়ো শেয়ার অক্ষয় কুমারের! লিখলেন, ‘আমাদের কখনোই এই স্বাধীনতাকে অবহেলা…’
একটি নায়িকাকেন্দ্রিক সিনেমাতেও কাজ করার কথা চলছে সৌমিতৃষার বলে খবর। যদিও ব্যাপারটা এখন গোপনই রাখা হয়েছে। ভালো থাকুক ‘পছন্দের নায়িকা’, আপাতত সোশ্যাল মিডিয়ায় এই প্রার্থণাই করছে সৌমিতৃষা কুণ্ডুর ভক্তরা।