বিয়ের পর ১ বছরও পার হয়নি, কাঞ্চন-শ্রীময়ী এখন নবদম্পতি। বিয়ের প্রথম বছর জামাইষষ্ঠী পালন হবে না তাও কি হয়! এবার অভিনেত্রী শ্রীময়ীর বাড়িতে ঘটা করে জামাইষষ্ঠীর আয়োজন করা হয়েছে। সকাল থেকে উপবাস করে রয়েছেন শ্রীময়ী চট্টরাজের মা। কিন্তু দেখা নেই নতুন জামাই কাঞ্চনের। ব্যাপারটা কী!
জামাইষষ্ঠীর সমস্ত পরিকল্পনা Hindustan Times Bangla-র কাছে ফাঁস করলেন শ্রীময়ী চট্টরাজ।
শ্রীময়ী আমাদের বলেন, ‘আজ জামাইষষ্ঠী, তবে কাঞ্চনের তো শ্যুটিং (সত্যি বলে সত্যি কিছু নেই) চলছে। সৃজিতদার নতুন ছবির কাজ করছে। কখন প্যাকআপ হবে জানি না। শ্যুুটিং শেষ করে ফিরে রাতে ও মায়ের কাছে যাবে। তারপরই মা সমস্ত নিয়ম-কানন পালন করবেন।’
আরও পড়ুন-নেগেটিভিটি বড়ই বাড়ছে' জানিয়ে 'বিদায়' জানালেন! কী বলতে চাইলেন টোটা রায়চৌধুরী?
জামাইষ্ঠীতে কী রীতি আছে?
শ্রীময়ী বলেন, ‘আমাদের মা ষষ্ঠী পুজো করেন, ফলাহার করেন। জামাইকে কাঁঠাল পাতায় পাঁচটা ফল দিতে হয়, সঙ্গে দিতে হয় জামাকাপড়। আর মা হাতে হলুদ দিয়ে সুতো বেঁধে দেবেন। তারপর পাখার বাতাস করেন। মা এদিন উপবাস করে আছেন, পরে দই-চিঁড়ে খান, সেটা মেয়ে-জামাইকেও খেতে হয়। আর তারপর নানান আমিষ পদ খেতে দেওয়া হয় মেয়ে-জামাইকে।’
জামাইষ্ঠীর মেনুতে কী?
শ্রীময়ী জানান, মা সকাল থেকে নানান পদ রান্না করেছেন। একটু আগেই ফোনে কথা হল। পোলাও, ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পাঁচরকম ভাজা, দুই-তিন রকমের মাছ, মটন, চাটনি, দই, মিষ্টি আম। এগুলোই খাওয়াদাওয়া হবে।'
শ্রীময়ী বাড়ির ছোট মেয়ে। অভিনেত্রী তথা কাঞ্চনের স্ত্রী জানান, ‘আসলে আমার দিদি তো আসতে পারছে না। প্রত্যেকবার আসে। তবে এবার মেয়ের পরীক্ষা আছে। আমার কাকিমার মেয়ে বলেছিল একসঙ্গে সেলিব্রেট করবে। তবে আমি তো সকালবেলা যেতে পারছি না। কারণ, মা বলেছে জোড়াতেই যেতে হবে। তাই কাকিমা ওটা আলাদা করে পালন করেছেন। আসলে আমাদের ষষ্ঠীপুজোটাই আসল। আর তেমন কোনও রীতি সেভাবে পালন হয়ত হবে না, কারণ সময়ের অভাব। কাঞ্চন কখন ফিরবে, সবই সেটার উপর সবটা নির্ভর করছে। আজ কাঞ্চন একটু দূরেই শ্যুটিং করছে।’
কোথায় শ্যুটিং চলছে?
শ্রীময়ী বলেন, ‘আজ রাজারহাটের দিকে শ্যুটিং হচ্ছে। তাই একটু চাপ। তবে ৮-৯টা যটাই বাজুক, এসে যাবে বলেছে ও (কাঞ্চন)’। তবে এই জন্যই সেভাবে কিছু প্ল্যানিং করতে পারিনি। জামাইষষ্ঠীর অনুষ্ঠানে আমার ছোটমাসিরও থাকার কথা ছিল। তবে ওঁর কাকাশ্বশুর মারা গিয়েছেন, তাই ফিরে যেতে হয়েছে। অশৌচ হয়ে গেছে তো আসলে। এদিকে মা শুধু জামাইষষ্ঠীর উপবাস নয়, গতকাল মঙ্গলচণ্ডীর পুজো ছিল বলেও মা উপবাস রেখেছিলেন। তার উপর এই ভয়ানক গরমেও মধ্যেও নানান রান্না করেছেন মা।'
উপহারে কে কী দিচ্ছেন?
শ্রীময়ী জানান, 'কাঞ্চন তো কিছু কিনতে পারেনি, তাই মাকে টাকা দিয়ে দিয়েছে। পছন্দ করে মা-বাবাকে কিছু কিনে নিতে বলেছে। আর মা কিনে দিয়েছে আগেই। আজ আমি যে পিওরসিল্ক পরব, সেটা মাই দিয়েছে। আর কাঞ্চনের জন্য ধুতি-পাঞ্জাবি দিয়েছে। তবে গরমের জন্য ও ধুতি হয়ত পরতে পারবে না, তবে মায়ের দেওয়া পাঞ্চাবি পরে যাবে।'
প্রসঙ্গত, ২০২৪ এর ১৪ ফেব্রুয়ারি করেন আইনি বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ী। এরপর ঘটা করে আসারেন আনুষ্ঠানিক বিয়ে।