ভাইফোঁটা দিলেন টেলিপর্দার 'কথা' সুস্মিতা দে। নিজের কলকাতার বাড়িতেই ভাইফোঁটা উদযাপন করলেন অভিনেত্রী সুস্মিতা দে। অনুষ্ঠানের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন টেলিপর্দার 'কথা'। যেখানে গোলাপী শাড়ি আর সাদা স্লিভলেস ব্লাউজে দেখা যাচ্ছে সুস্মিতাকে। সামনে সবুজ পাঞ্জাবি আর সাদা পাজামা পরে বসে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীর দাদাকে। ছবিতে দেখা মিলেছে এক খুদে কন্যারও।
'ভাইফোঁটা' উদযাপন নিয়ে সুস্মিতা দে-কে Hindustan Times Bangla-র তরফে ফোন করতেই সুস্মিতা বললেন, ‘হ্য়াঁ, আমি আমার নেতাজীনগরের বাড়িতে ঘরোয়াভাবেই ভাইফোঁটা সেলিব্রেট করেছি। দাদা এসেছে, বউদি এবং তাঁদের এক ছোট্ট মেয়ে মানে আমার ভাইঝিও এসেছে বাড়িতে। আমি একটা সুন্দর গিফট পেয়েছি, টম-এর একটা দারুণ ঘড়ি পেয়েছি। দাদা-বউদি- ভাইঝি সকলেই একসঙ্গে খাওয়াদাওয়া করেছি।’
আরও পড়ুন-ভাইফোঁটা নিলেন জিতু কমল, চেনেন নাকি অভিনেতার এই বোনটিকে?
দাদা-বউদি কি অন্য জায়গায় থাকেন?
সুস্মিতা বললেন, ‘দাদা বলতে আমার মাসির ছেলে, ওরা বারাসতে থাকে। ওর নাম নিশান্ত বর্মন। আমি যদিও দাদাকে এখনও কোনও উপহার দিইনি। বলেছি পছন্দ করে রাখতে, পরে দেব।’ (হাসি)
খাওয়াদাওয়া?
সুস্মিতা জানালেন, ‘আজ সকালের খাবারে ছিল লুচি, কাবুলি ছোলার ঘুগনি, পায়েস, মিষ্টি, আর রাতে থাকছে মটন-পোলাও। সবই বাড়িতে রান্না হয়েছে, আমার মা-ই রান্না করেছে, মা খুব ভালো রান্না করেন। আর আজ তো শ্যুটিং বন্ধ, বাঙালির ভাইফোঁটা বলে কথা, আজ ছুটি, তাই জমিয়ে মজা করছি বাড়িতে।’
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে 'অপরাজিতা অপু' ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা দে, সেখান থেকেই পরিচিতি ও জনপ্রিয়তা পান তিনি। পরে 'পঞ্চমী' সিরিয়ালেও দেখা গিয়েছে অভিনেত্রী সুস্মিতাকে। এই মুহূর্তে সাহেব ভট্টাচার্যের বিপরীতে 'কথা' সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে।