টিআরপি তালিকায় একদিকে যখন ‘কথা’র দাপট, তখন সুস্মিতার বাস্তব জীবনে ঝড়! দীর্ঘদিনের সম্পর্কে ভাঙন অভিনেত্রীর। সুস্মিতার সঙ্গে গত বছরের শুরুতেই আংটি বদল সেরেছিলেন অনির্বাণ। এই বছরের শুরুতে দক্ষিণ কলকাতায় যৌথভাবে একটি ফ্ল্যাট কেনেন তাঁরা, কিন্তু আচমকাই সব শেষ! আরও পড়ুন-বাগদান সেরে ফেললেন সুস্মিতা? জন্মদিনে ‘পঞ্চমী’কে প্রেমিক দিল লাখ টাকার উপহা
দু-দিন আগে সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানান অনির্বাণ। এরপর সোশ্যাল মিডিয়ায় সুস্মিতাকে আনফলো করেন তিনি। তবে আশ্চর্যজনকভাবে সুস্মিতা কিন্তু অনির্বাণকে আগের মতোই ফলো করছেন ইনস্টাগ্রাম, এমনকী শুক্রবার রাতেও অনির্বাণের সোশ্যাল মিডিয়া পোস্টে ভালোবাসার চিহ্ন এঁকেছেন তিনি! যা দেখে রীতিমতো কনফিউসড ভক্তরা। আরও পড়ুন-তৃতীয় কারো আগমন! বাগদানের পরেও ভাঙল সুস্মিতার প্রেম, ঘরবাঁধার স্বপ্ন চুরমার, জানালেন অনির্বাণ
সত্যি কি অনির্বাণের সঙ্গে সব সম্পর্ক শেষ? জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগযোগ করা হয়েছিল সুস্মিতার সঙ্গে। অভিনেত্রী প্রশ্ন শুনেই বললেন, ‘আমি এই নিয়ে কোনও কথাই বলতে চাই না। নো-কমেন্টস’। দ্রুত দুজনে মিলে বিষয়টি পরিষ্কার করে দেবেন কিনা, এমন কথা বললে সুস্মিতা সম্মতি জানান।
চার সপ্তাহ আগেও অনির্বাণের সঙ্গে আদুরে ছবি পোস্ট করেছিলেন সুস্মিতা। ক্যাপশনে লেখা, ‘তুম ক্যায়া মিলে…’। চর্চা সুস্মিতা-অনিবার্ণের সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। একদিকে সহ-অভিনেতার সঙ্গে সুস্মিতার রসায়ন নজরকাড়া, অন্যদিকে জলসারই এক নায়িকার সঙ্গে অনিবার্ণের বন্ধুত্ব আজকাল চর্চায়। বৃহস্পতিবার সোশ্যালে সুস্মিতার বাগদত্ত লিখেছিলেন, 'সুস্মিতা দে প্রসঙ্গে কোনও পোস্ট বা প্রশ্ন আমাকে করবেন না। ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়েছি।'
সুস্মিতা পুরোনো সম্পর্ককে আগলে রাখলেও অনির্বাণের সোশ্যাল মিডিয়ায় বিরহ যন্ত্রণা। শুক্রবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে অনির্বাণের বার্তা, ‘অনেক সময় ধরে রাখলেই বেশি যন্ত্রণা, তার চেয়ে যেতে দেওয়াই ভালো…’। যন্ত্রণা ভুলতেই কি সুস্মিতার সঙ্গে ব্রেকআপ? নাকি এটা শুধুই মান-অভিমানের পর্ব চলছে?
ফেব্রুয়ারি মাসে সুস্মিতা জানিয়েছিলে বিয়ের আগাম প্রস্তুতি স্বরূপ একসঙ্গে ফ্ল্যাট কিনেছে তাঁরা। রানিকুঠিতে একই তলে পাশাপাশি দুটো ফ্ল্যাট কিনে এক করে নিয়েছিলেন তাঁরা। সেখানে একদিকে থাকার ব্যবস্থা, অন্যদিকে অনিবার্ণের স্টুডিও। কয়েক বছর পরেই বিয়ে করবেন বলে জানিয়েছিলেন সুস্মিতা। তার মাঝখানে কোথা থেকে কী ঘটে গেল! সুস্মিতার হোয়াটসঅ্যাপের ডিপিতে এখনও জ্বলজ্বল করছে অনির্বাণের ছবি। দিন কয়েক আগে জি বাংলার রিয়্যালিটি শো 'ঘরে ঘরে জি বাংলা' এসেছিল সুস্মিতার বাড়িতে। সেখানে ছিলেন অনির্বাণও। তাঁকে হবু স্বামী হিসাবে পরিচয়ও করান সুস্মিতা দে। ভুল বোঝাবুঝি মিটিয়ে নিক তাঁরা, এমনটাই আশা ভক্তদের।