পদ্ম-সম্মান ২০২৫ সালের তালিকা প্রকাশ হল প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে। আর যে দুটি নাম বিশেষ করে বিনোদন জগত থেকে নজর কাড়ল দুটো নাম, তাঁরা হলেন মমতা শঙ্কর ও অরিজিৎ সিং। বাঙালির কাছে দুজনেই বড় আবেগের। আর তাঁদের এহেন সম্মানে সম্ভাবতই খুশি সকলে।
মমতা শঙ্করের সঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হলে, অভিনেত্রী ফোন ধরে জানালেন তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না। কখনো ভাবেননি এরকম কোনো পুরস্কারের তালিকায় আসতে পারে তাঁর নাম।
আরও পড়ুন: পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিং, মমতা শঙ্কর! বিনোদন জগত থেকে আর কারা ২০২৫ সালের পদ্ম-প্রাপকের তালিকায়
ফোন ধরে মমতা শঙ্কর জানালেন, ‘আমি সবার প্রথমে ধন্যবাদ দিচ্ছি সত্যসাঁই বাবা, আমার বাবা-মা ও এই কমিটির যাঁরা মনে করেছেন আমি এই পুরস্কারের যোগ্য। সঙ্গে পুরো পৃথিবীতে যারা আমার কাজ দেখেছেন, বা কাজ দেখেননি, আমার কাজ যারা ভালোবেসেছেন, যারা বাসেননি, আমাকে যারা ভালোবাসেন, যারা বাসেন না, সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি আরও ভালো ভালো কাজ করে সবার মন জয় করব ঠিক ভবিষ্যতে। আরও পরিশ্রম করব।’
‘আমি যেন এখনও বিশ্বাস করতে পারছি না ব্যাপারটা। কারণ কখনো ভাবিনি এরকম অ্যাওয়ার্ড পাব। মনে হচ্ছে আমি আদৌ যোগ্য তো এই সম্মানটা পাওয়ার! আজ যারা আমার পাশে নেই, আমার বাবা মা, মানিক কাকা (সত্যজিৎ রায়), মৃণালদা, ঋতুপর্ণ, রাজা মিত্র, এদের সবার সবার কথা মনে পড়ছে। ওঁরা হয়তো আগে থেকেই খবর পেয়ে গিয়েছিলেন। এঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জানি না কারও নাম বলতে ভুলে গেলাম নাকি, কিন্তু সকলের প্রতি কৃতজ্ঞ আমি।’
আরও পড়ুন: বিবেক দেবরায়,পঙ্কজ উদাস সহ একাধিক ব্যক্তিত্ব মরণোত্তর পদ্মভূষণে ভূষিত! রইল লিস্ট
১৯৫৫ সালের ৭ জানুয়ারি নৃত্যশিল্পী উদয় শঙ্কর এবং অমলা শংকরের ঘরে জন্মগ্রহণ করেন মমতা শঙ্কর। ১৯৭৬ সালে মৃগয়া দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন। তবে কখনোই তাঁর পরিচয় শুধু অভিনেত্রী হিসেবে নয়, নৃত্যে তাঁর দক্ষতা অসাধারণ। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন মমতা শঙ্কর। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে প্রধান সিনেমাতে।
২০২৫ সালে পদ্মসম্মা প্রাপকদের তালিকায় এছাড়াও রয়েছেন সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, গুজরাটি কত্থক শিল্পী কুমুদিনি লাখিয়া, ভায়োলিনিস্ট লক্ষ্মীনারাণ সুব্রহ্মণ্যম, ঢাকি গোকুল চন্দ্র দাস, দক্ষিণী অভিনেতা ও রেসিং দুনিয়ার তারকা অজিত কুমার, অভিনেতা শেখর কাপুর। মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন পঙ্কজ উদাস, বিহারের শাস্ত্রীয় সংগীত শিল্পী শারদা সিনহা।