আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা। আগামী ২৭শে মে থেকে স্টার জলসার পর্দায় শুরু হচ্ছ ‘উড়ান’। লিড রোলে থাকছেন প্রতীক সেন ও নবাগতা রত্নাপ্রিয়া। এবার এই মেগা সিরিয়াল নিয়ে সামনে এল হাতে গরম আপটেড। এই সিরিয়ালে হিরোর দাদা হিসাবে থাকছেন টেলিপাড়ার হ্যান্ডসাম নায়ক। দীর্ঘ ৬ বছর পর স্টার জলসার পর্দায় ফিরছেন তিনি, এতদিন ব্যস্ত ছিলেন জি বাংলার একের পর এক প্রোজেক্ট নিয়ে। আরও পড়ুন-মদের বোতল হাতে প্রতীক! মহারাজ-পূজারিণীর জীবনের ‘উড়ান’ এবার জলসায়, নায়িকাকে চেনেন?
মিঠাই সিরিয়ালের সুবাদে সবার নয়নের মণি এই নায়ক। এতক্ষণে নিশ্চই বুঝে গিয়ছেন কার কথা হচ্ছে? হ্যাঁ, উড়ানে প্রতীক সেনের দাদার ভূমিকা দেখা মিলবে ধ্রুবজ্যোতি সরকারের। মিলি-র পর ছোটপর্দায় ফিরলেন ধ্রুব। এই নিয়ে জানতে হিন্দুস্তান টাইমসের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে। শ্যুটিংয়ের ফাঁকেই ধ্রুব বললেন, ‘আমি প্রায় ৬-৭ বছর পর স্টার জলসায় কাজ করছি। শেষ অর্ধাঙ্গিনী করেছিলাম, খুবই এক্সাইটেড। এখানে আমাকে বাড়ির বড় ছেলের চরিত্রে দেখা যাবে’।
ধ্রুব আরও জানালেন, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে এইটুকুই বলব বড় ছেলে মায়ের (অঞ্জনা বসু) খুব কাছের। সে সবসময় চেষ্টা করে বড় বলে তিন ভাইয়ের মধ্যে সবকিছু সে আগে করবে। এমবিএ করেছে। সবসময় ফিটফাট থাকতে ভালোবাসে। উচ্চ-মধ্যবিত্ত পরিবারের ছেলে, কিন্তু শরীরী ভাষা দেখলে মনে হবে বিশাল বড়লোকের ছেলে, মানে ওই হাবভাবটা রয়েছে। দুই ভাইয়ের মধ্যে একটা ভীষণরকম সম্পর্ক আছে, সেটা আস্তে আস্তে দর্শক দেখা যাবে।’
প্রতীকের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিলে বললেন, 'একদম নতুন টিম। আগে একমাত্র অঞ্জনাদির সঙ্গে কাজ করেছি। টিমটা খুব ভালো। প্রতীকের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। দারুণ এনজয় করছি'। মিঠাই সিরিয়ালে সোমের চরিত্রে অভিনয় করে দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন ধ্রুব। এর পাশাপাশি সম্প্রতি জি বাংলার পিলু ধারাবাহিকেও ইধিকার সঙ্গে ধ্রুর রসায়ন নজর কেড়েছে। শেষ মিলি সিরিয়ালে সেকেন্ড লিড হিসাবে দেখা মিলেছিল তাঁর।
উড়ানে প্রতীক-ধ্রুবর বাবা-মা'র চরিত্রে থাকবেন সন্দীপ ভট্টচার্য ও অঞ্জনা বসু। সিরিয়াল পরিচালনার দায়িত্বে থাকছেন বাবু বণিক। পূজারিণী আর মহারাজ, দুই ভিন্ন মেরুর মানুষের গল্প নিয়ে উড়ান। ফুলের দোকান চালানো পূজারিণী দায়িত্বশীল, অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অন্যদিকে মদ্যপ অবস্থায় পাড়ায় মস্তানি করে বেড়ায় মহারাজ, তবে প্রযোজনে মানুষের পাশে দাঁড়ায় সে। একটা সময় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল সে, কিন্তু কোন ঘটনা বদলে দেয় তাঁর জীবন। সেই পরিস্থিতি কাটিয়ে কীভাবে পূজারিণীর হাত ধরে জীবনের মূলস্ত্রোতে ফিরবে সে, তাই নিয়েই উড়ান।
আগামী ২৭শে মে থেকে, রাত ৮টায় সম্প্রচারিত হবে উড়ান।