ছোটপর্দার মিঠাইরানি তিনি। বড়পর্দাতেও পা দিয়েই দেখেছেন সাফল্যের মুখ। দেবের ‘প্রধান’ নায়িকা ওটিটি প্ল্যাটফর্মেও সাড়া ফেলেছেন। নেপথ্য়ে হইচইয়ের ‘কালরাত্রি’। প্রধানের পর সৌমিতৃষার দ্বিতীয় ছবি ১০ই জুন। আগামী ২১শে ফেব্রুয়ারি মুক্তি পেতে চলছে পরিচালক রূপক চক্রবর্তীর এই ছবি। কিন্তু মুক্তির ১০ দিন আগে ঘটল বড় বিপত্তি! আরও পড়ুন-বধূবেশে! উলুধ্বনি দিয়ে চলছে গায়ে হলুদ পর্ব, অভিনেত্রী বলছেন, ‘বিয়ের লগ্ন একটু পরেই…’, পাত্র কে?
মঙ্গলবার ছিল ছবির মিউজিক লঞ্চ। সেইমতো মিডিয়ার কাছে পৌঁছেছিল আমন্ত্রণপত্র। সেখানে উল্লেখ ছিল সৌমিতৃষার নামও। কিন্তু ইভেন্টে হাজির হননি সৌমিতৃষা। যা বেশ অস্বাভাবিক। পেশাদার অভিনেত্রী তিনি। অসুস্থতা সত্ত্বেও এর আগে ছবির প্রচারে সামিল হয়েছেন তিনি। অনুপস্থিতির কারণ জানতে অভিনেত্রীর সঙ্গে যোগযোগ করেছিল হিন্দুস্তান টাইমস বাংলা। আক্ষরিক অর্থের খানিক অসুস্থ তিনি, তবে ১০ই জুনের প্রচরে অংশ না নেওয়া নিয়ে নায়িকা যা বললেন তা হয়রান করবে।
সৌমিতৃষা বলেন, ‘আজকের ইভেন্ট সম্পর্কে আমি কিছুই জানতাম না। আমি কোনওভাবেই এই ছবির সঙ্গে আর যুক্ত নেই। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।' প্রযোজনা সংস্থার দিকে সরাসরি আঙুল তুলে অভিনেত্রী জানান, ‘আসলে মিডিয়ার সঙ্গে বড় ফ্রড করা হচ্ছে। আমার নাম ব্যবহার করে মিডিয়া ডাকছে, একদম মিথ্যা কথা বলেছে। আমাকে সকলে চেনে, আমি কোনও কাজে যাব মানে যাবই। আমার শুভাকাঙ্খী যাঁরা আছে তাঁদের বলব, ২৮ তারিখ আমার নতুন প্রোজেক্ট কালরাত্রি ২-র পোস্টার আসছে। সেটা নিয়ে সকল কথা বলুক’।
'সান ভেঞ্চার'- এর ব্যানারে সানি খান ও অনুপ সাহার প্রযোজনাতে তৈরি হয়েছে। গত সেপ্টেম্বর মাস থেকে একাধিকবার পিছিয়ে ছবির মুক্তি। সৌমিতৃষার ঘনিষ্ঠ সূত্রে খবর, সংস্থার অপেশাদারিত্বে বিরক্ত তিনি। সেই কারণে রীতিমতো ইমেল মারফত তিনি স্পষ্ট জানিয়েছেন, ছবির প্রচারের সঙ্গে যুক্ত থাকবেন না তিনি। এই নিয়ে প্রযোজনা সংস্থার কী সাফাই? জানতে যোগাযোগ করেছিলাম আমরা। প্রযোজক সানি খান অস্বীকার করেননি নায়িকার সঙ্গে মনোমালিন্যের কথা। তাঁর কথায়, ‘সৌমিতৃষা জানিয়েছে অন্য কাজে তিনি ব্যস্ত, ছবির প্রমোশনে থাকতে পারবেন না। এই ছবির সঙ্গে উনি আর থাকছেন না সেটা আমাদের পিআর টিম-কে উনি জানিয়েছেন’। কেন সরলেন সৌমিতৃষা? প্রযোজক জানান, ‘দিন তিনেক আগে আমি চার-পাঁচ ফোন করেছিলাম, উনি ফোন ধরেননি। আগে জানিয়েছিলেন, আমার যা বক্তব্য সেটা ই-মেল মারফত বলে দিয়েছি। আসলে আমাদের পোস্ট-প্রোডাকশন অনেক পিছোচ্ছিল। ভালো হল পাচ্ছিলাম না। সেই সময় সৌমিতৃষা প্রমোশনের ডেট দিয়েছিল। বাধ্য হয়ে আমরা রিলিজ পিছোই। নতুন রিলিজ ডেটের জন্যও উনি প্রচারের বেশি কিছু তারিখ আমাদের দিয়েছিল, কিন্তু তারপর হঠাৎ করেই সমস্যা’।
এই ব্যাপারে আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়েছেন সানি খান। জবাবও মিলেছে। ফোরামের তরফে বলা হয়, শিল্পীর সঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিতে। কোথায় সমস্য়ায়? প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর, এই ছবির সঙ্গে যুক্ত প্রযোজনা সংস্থার সঙ্গে ফ্রিল্যান্সে কাজ করেছে এমন এক ক্রু মেম্বার সোশ্য়াল মিডিয়ায় সৌমিতৃষাকে কটাক্ষ করেন। যা নজরে আসে নায়িকার। তাতেই মন ভাঙে অভিনেত্রীর। তবে প্রযোজক আশাবাদী আলোচনার মাধ্যমে গোটা বিষয়টি নিয়ে নায়িকার সঙ্গে মিটমাট করে নিতে। তবে সৌমিতৃষা আপতত ১০ই জুন ভুলে কালরাত্র ২-এর দিকেই তাকিয়ে।