বাংলা নিউজ > বায়োস্কোপ > Zee Bangla Actress Exclusive: 'এতো অবিকল সুচিত্রা!' জি বাংলার নায়িকাকে দেখে ধন্দে নেটপাড়া, আপনি চিনলেন?

Zee Bangla Actress Exclusive: 'এতো অবিকল সুচিত্রা!' জি বাংলার নায়িকাকে দেখে ধন্দে নেটপাড়া, আপনি চিনলেন?

'এতো অবিকল সুচিত্রা!' জি বাংলার নায়িকাকে দেখে ধন্দে নেটপাড়া, আপনি চিনলেন?

Aratika Maity Exclusive: ‘ওই হাসি যার…’, মিঠিঝোরার রাই-কে দেখে সুচিত্রার কথা মনে পড়ল নেটপাড়ার, কী বলছেন আরাত্রিকা?

তাঁর বাঁকা ঠোঁটের হাসি আজও মন কেড়ে নেয় আপামর বাঙালির। ঘাড় ঘুরিয়ে তাকালে থমকে যায় সময়, তিনি বাঙালির মহানায়িকা, তিনি সুচিত্রা সেন। তাঁর কোনও তুলনা হয় না, তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক ছবি। সেই হাসি, সেই চাউনি দেখে কয়েক পলকের জন্য থমকে যেতে হয়েছে নিজের ফেসবুক ফিডে।

সুচিত্রা সেনের পর তাঁর লুকে বাঙালিকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন মহানায়িকার নিজের রক্ত, তাঁর নাতনি রাইমা সেন এবং অভিনেত্রী পাওলি দাম। তবে যে ছবি ঘিরে এত আলোচনা, সেই ছবিটি কার চিনতে পেরেছেন? এই ছবি জি বাংলার রাইপূর্ণার অর্থাৎ অভিনেত্রী আরাত্রিকা মাইতির। দিন কয়েক আগে নিজের ফেসবুকে এই ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, ‘এমনি’।

এমনি এমনি এই ছবি এমন ভাইরাল হবে তা ঘুণাক্ষরেও ভাবেননি নায়িকা। সোমবার রাতে এই ছবি ফেসবুকে শেয়ার করে নেন পরিচালক রাজর্ষি দে। সঙ্গে লেখেন, ‘এই হাসিতেই শান্তি’। পরিচালক পোস্ট দেখেও অনেকেই বিচলিত। এই ছবির রহস্য জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল আরাত্রিকার সঙ্গে। মিঠিঝোরার সেট থেকেই ফোন ধরলেন। আরাত্রিকা জানালেন, ‘বিশ্বাস করো আমি ভাবিনি ছবিটা এইরকমভাবে সবার মনে দাগ কাটবে। বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে ছবিটা তুলিনি। এটা কোনও শ্যুটের ছবি নয়। আলাদা করে মেকআপ করিনি। মিঠিঝোরার শ্যুটিং থেকে ফিরে, এমনি বাড়িতে একটু রেট্রো স্টাইলে চোখ এঁকেছিলাম। এরপর নিজের ফোনের ক্যামেরাতে সেলফিটা তুলেছি’।

অভিনেত্রী জানালেন, স্বর্ণযুগের বাংলা ছবির নায়িকাদের লুক তাঁর খুব পছন্দ। সেই কারণে সাদাকালো ছবি তুলতে ভালোবাসেন তিনি। সঙ্গে জানাতে ভুললেন না পুরোনো দিনের বাংলা ছবি দেখেন বলেই তিনি সেই নিয়ে খুব দ্বিগজ এমনটা নন। আরাত্রিকার কথায়, ‘আমি কায়দাবাজি করে ছবিটা তুলেছিলাম। এমন সাড়া পাব ভাবিনি’।

সুচিত্রা সেনের সব ছবিই আরাত্রিকার খুব প্রিয়। আলাদা করে বলেলন, ‘দেওয়া-নেওয়া, সপ্তপদী বহুবার দেখেছি। রিনা ব্রাউন চরিত্রটা আমার ফেভারিট। বাকি আমি তো নগণ্য, ওঁনাকে নিয়ে কী আর বলব’।

 রাজর্ষি দে তাঁর ছবি শেয়ার করেছেন, সেই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আরাত্রিকা বললেন, 'আমি ভেবেছি ভুল করে আমার ছবি শেয়ার করে ফেলেছেন রাজর্ষিদা। কাল রাত ২টোর সময় আমাকে শ্রুতিদি (দাস) মেসেজ করেছে। ওই পোস্টটার লিঙ্ক আর স্ক্রিনশট পাঠিয়ে আমাকে বলছে, দেখ রাজর্ষিদা তোর ছবিটা পোস্ট করেছে। আমি তো কমেন্টে গিয়ে লিখছি- এটা তো আমার ছবি'। জবাবে পরিচালক জানিয়েছেন, ‘এই হাসি যার, ছবি তো পৃথিবীর’। 

ভবিষ্যতে যদি কখনও পর্দায় সুচিত্রা সেনের চরিত্রে অভিনয়ের অফার আসে? লুফে নেবেন? প্রশ্ন শুনেই আকাশ থেকে পড়লেন আরাত্রিকা। জবাব, ‘প্রত্যেক অভিনেত্রীর কাছে এটা বিরাট একটা আর্শীবাদ। সঙ্গে বিরাট বড় চ্যালেঞ্জও পর্দায় মহানায়িকার চরিত্রকে ফুটিয়ে তোলা। সম্প্রতি দর্শনাদি (বণিক) যমালয়ে জীবন্ত ভানু-তে সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করেছেন। যে-কেউই এই সুযোগ পাক না কেন, মহানায়িকার চরিত্রকে ফুটিয়ে তোলা বীভৎস বড় চ্যালেঞ্জ। কারণ আমরা কেউ ওঁনার নখতুল্য নই। তবে নিঃসন্দেহে চেষ্টা করব যদি ওঁনার ১% পর্দায় তুলে আনা যায়’।

বায়োস্কোপ খবর

Latest News

লালে লাল ব্রিগেড, অতীত ভোলেননি! বুকে অভিমান, তারপরেও কী বললেন অধীর? বয়স নিয়ে খোঁটা শুনেছেন দোলন-দীপঙ্কর! 'আর নয়...', দিলীপের হয়ে সরব অভিনেত্রী একটা ডিমের চপ ৬০ টাকা! নন্দিনী দিদির দোকানের বাজখাঁই দাম শুনে নেটপাড়া বলছে, 'ওট শুধুই পাথর দেখছেন? এর মাঝেই কিন্তু রয়েছেন এক তরুণী, খুঁজে পেলেন? প্রাণের সংকেতের জোরালো প্রমাণ মিলল এই গ্রহে! কী জানালেন কেমব্রিজের গবেষকরা রাজস্থান রয়্যালসে বড় ধাক্কা! পরের দুটো ম্য়াচে সঞ্জুর না খেলার সম্ভাবনা বাড়ছে মুর্শিদাবাদে খুন হওয়া বাবা-ছেলের বাড়িতে তৃণমূল, শিশুদের পড়ার দায়িত্ব চান সাংসদ অসুস্থতার চেয়েও স্বাস্থ্য নিয়ে বেশি উদ্বিগ্ন থাকেন? এও একটি রোগ তা কি জানেন অষ্টম শ্রেণীর বাচ্চা… ১৪ বছর বয়সে সূর্যবংশীর দাপট দেখে হতবাক স্বয়ং সুন্দর পিচাই বিয়ের দেড় বছরেই বাবা হলেন সৌম্য! সারেগামাপা খ্যাত গায়কের ছেলে হল না মেয়ে?

Latest entertainment News in Bangla

বয়স নিয়ে খোঁটা শুনেছেন দোলন-দীপঙ্কর! 'আর নয়...', দিলীপের হয়ে সরব অভিনেত্রী একটা ডিমের চপ ৬০ টাকা! নন্দিনী দিদির দোকানের বাজখাঁই দাম শুনে নেটপাড়া বলছে, 'ওট বিয়ের দেড় বছরেই বাবা হলেন সৌম্য! সারেগামাপা খ্যাত গায়কের ছেলে হল না মেয়ে? 'অপরিণত সমাজে আমরা...', ফুলে বিতর্কে অবশেষে মুখ খুললেন পরিচালক অনন্ত মহাদেবন কাকু-কাকিমার সঙ্গে ইস্টার উদযাপন মালতীর, ছবি শেয়ার করে কী লিখলেন প্রিয়াঙ্কা? ‘এই শিশির ভাদুড়ী শোনে না…এটা!’মজা করে শিবপ্রসাদকে একী নামে ডাকলেন রাখী,শুনেই… মিমিকে না-পসন্দ, বায়োপিকে ডোনার চরিত্রে কাকে ভাবছেন সৌরভ? পার্শ্বচরিত্র নয়, সপ্তর্ষি এবার নায়ক! কোন চ্যানেলে ফিরছেন অভিনেতা? অনির্বাণ-পার্ণোর ভয় ধরানো যুগলবন্দি, ‘ভোগ’র হাড়হিম করা ট্রেলার! বড় চমক শুভাশিসের ‘বিগ বস-এও আছি, আবার দাদাগিরিও করব’ বলছেন সৌরভ, তবে কী ছাড়ছেন দাদা?

IPL 2025 News in Bangla

রাজস্থান রয়্যালসে বড় ধাক্কা! পরের দুটো ম্য়াচে সঞ্জুর না খেলার সম্ভাবনা বাড়ছে অনুশীলনের মাঝেই প্রতিপক্ষ বোলারকে ব্যাট দিয়ে মারতে ছুটলেন ধোনি! ভাইরাল হল ভিডিয়ো বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার আগেই কী করে KKR-এ যোগ দিলেন নায়ার? শুরু নতুন বিতর্ক IPL-এ চমকপ্রদ অভিষেক, ইতিহাস গড়ে সাজঘরে ফেরার সময় কেঁদে ফেললেন ১৪ বছরের বৈভব IPL-এর মাঝে স্টেডিয়ামে বসে রোম্যান্টিক মুহূর্তে অনন্ত-রাধিকা, ভাইরাল মুহূর্ত… IPL-এর মাঝেই উপ্পল থেকে মুছে যাচ্ছে একদা গড়াপেটায় অভিযুক্ত আজহারউদ্দিনের নাম দলের ভুলে 'বলির পাঁঠা' হলেন শুভমন গিল, জিতেও শাস্তি গুজরাট দলনায়কের বিফলে গেল বৈভবের রেকর্ড,যশস্বী লড়াই! IPLএ পন্তের মাস্টারস্ট্রোকে RRকে হারাল LSG IPL-এ শর্মা যুদ্ধ! কলার তুলে মস্তানি আশুতোষের! আঙুল দেখিয়ে শিক্ষা দিলেন ইশান্ত! রাহুলের ভুলে শতরান হাতছাড়া বাটলারের! DCকে হারিয়ে পয়েন্ট তালিকার মগডালে গিলের GT

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.