এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ আরাত্রিকা মাইতি। মিঠিঝোরা ধারাবাহিকে রাইপূর্ণা ওরফে রাইয়ের চরিত্রে দর্শক দেখছে তাঁকে। জি বাংলার অন্যতম জনপ্রিয় এই মেগায় বাড়ির দায়িত্ববান বড় মেয়ের চরিত্রে অভিনয় করেন আরাত্রিকা। বাস্তবে কিন্তু সবে ১৯ বছরে পা দিয়েছেন তিনি। শ্য়ুটিংয়ের ব্যস্ততা সামলেও পড়াশোনা নিয়ে কিন্তু ভীষণ সিরিয়াস অভিনেত্রী।
সম্প্রতি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্য়ালয়ের প্রবেশিকা পরীক্ষায় অংশ নিতে দেখা গিয়েছে আরাত্রিকাকে। কোন বিষয় নিয়ে স্নাতক পড়তে চলেছেন রাই? ১২-১৪ ঘণ্টা শ্যুটিং সামলে কীভাবে পড়াশোনা করবেন? সবটা জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল আরাত্রিকার সঙ্গে। অভিনেত্রী জানালেন রবীন্দ্রভারতীতে ড্রামা কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন তিনি। হ্যাঁ, নাটক নিয়েই স্নাতক স্তরের পড়াশোনা করতে চান আরাত্রিকা।
শ্যুটিং সামলে পড়াশোনা, টেনশন হচ্ছে না? প্রশ্ন শুনেই হাসিমুখে জবাব, ‘সব ম্যানেজ হয়ে যাবে। উচ্চমাধ্যমিকটাও শ্যুটিং সামলেই দিয়েছিলাম। আমি কনফিডেন্ট। এন্ট্রান্স এক্সাম খুব ভালো হয়েছে, আমি আশাবাদী আমি আরবিইউ-তে পড়বার সুযোগ পাব। আমি রীতিমতো প্রস্তুতি নিয়ে কিন্তু পরীক্ষায় বসেছিলাম। সেটাও শ্যুটিং সামলেই। সময় পেলেই পড়ে নিয়েছি, আর শ্যুটিংও করেছি।’
রেগুলার ক্লাস কলেজ করতে না পারবার আফসোস নেই। কারণ অভিনয় কেরিয়ারই এখন আরাত্রিকার মূল ফোকাস। বললেন, ‘ক্লাস করতে পারব না নিয়মিত, তবে ছুটি পেলে নিশ্চয় যাব। মিঠিঝোরা টিম আমাকে যথেষ্ট ছুটি দেয়। তাই শ্যুটিং সামলে ক্লাস নিশ্চয় করব। ছুটি পেলেই এখন প্রথম প্রায়োরিটি হচ্ছে কলেজ’। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পাশ করেছেন আরাত্রিকা। এরপর যোগমায়া দেবী কলেজে সাইকোলজিতে অনার্স নিয়ে ভর্তি হয়েছিলেন। এবার ড্রামা নিয়ে নতুন কোর্সে ভর্তির ইচ্ছে তাঁর।
শ্যুটিং ফ্লোরে বই সবসময় সঙ্গে থাকে আরাত্রিকার। ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকা। ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ তাঁর। ক্লাস ফাইভ থেকেই অডিশন দিয়েছেন টলিগঞ্জে। মাধ্যমিকের আগে প্রথম সিরিয়ালে অভিনয়ের সুযোগ এসেছিল। ‘অগ্নিশিখা’ সিরিয়ালের মাধ্যমে তাঁর অভিনয়ে হাতেখড়ি, এরপর বড় ব্রেক পান জি বাংলার ‘খেলনা বাড়ি’ সিরিয়ালে। যদিও প্রথমবার ক্য়ামেরার সামনে দাঁড়িয়েছিলেন রানি রাসমণি সিরিয়ালে। তিনদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন শুধু এক্সট্রা হয়ে, কোনও সংলাপ বলার সুযোগ আসেনি।
খেলনা বাড়ির মিতুল চরিত্রে অভিনয়ের সুবাদে লাখো দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন আরাত্রিকা। আর সেই সিরিয়াল বন্ধ হতে না হতেই একই চ্যানেলে একই স্লটে শুরু হয়েছিল মিঠিঝোরা। তাই কাজ নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। আরাত্রিকার এই স্বপ্নউড়ানের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা।