টিআরপি-র উপরেই এখন প্রত্যেক সিরিয়ালের ভাগ্য নির্ভর করে। তাই কারুর পৌষ মাস মানেই অন্য় কারুর সর্বনাশ! মোহনা মাইতির কামব্য়াক মেগা ‘কে প্রথম কাছে এসেছি’র প্রথম প্রোমো দারুণ সাড়া ফেলেছে। আইপিএল শেষ হলেই সম্প্রচার শুরু হবে এই মেগার, জানিয়েছিলাম আমরা। আর এই মেগার জন্য কোন সিরিয়াল বন্ধ হবে তার ইঙ্গিতও হিন্দুস্তান টাইমস বাংলা আগেভাগেই দিয়ে রেখেছিল। আরও পড়ুন-অষ্টমীর আগমনে ৬ মাসেই বন্ধ হচ্ছে জি বাংলার এই মেগা, কোপ শিমুলের উপরেও! কম TRP-এর জের?
জল্পনা সত্যি করে জি বাংলা কর্তৃপক্ষ জানিয়ে দিল ‘কে প্রথম কাছে এসেছি’র স্লট, তাতেই বাকরুদ্ধ ‘অষ্টমী’ ভক্তরা। এক মাস ১০ দিন আগে শুরু হওয়া এই মেগা সিরিয়ালকে স্লট থেকে সরিয়ে দিল চ্যানেল। টিআরপি তালিকায় ২ নম্বরে থাকা গীতা এলএলবি-কে টক্কর দিতে পারেনি সপ্তর্ষি-ঋতব্রতারা। তাই কোপ পড়ল এই সিরিয়ালের উপর। আগামী ২৭শে মে থেকে সন্ধ্যে ৬.৩০টার স্লটে দেখা যাবে মোহনা মাইতি ও সায়ন বসুর আসন্ন মেগা।
তাহলে কি দেড় মাসেই সফর শেষ অষ্টমীর? না, শেষ হচ্ছে না অষ্টমী। বরং টিভির পর্দা থেকে বিদায় নিচ্ছে সোমরাজ-তিতির। হ্যাঁ, বাংলা টকিজের আসন্ন মেগা ‘কে প্রথম কাছে এসেছি’র জন্য ১৭ মাসের সফর শেষ হচ্ছে একই প্রযোজনা সংস্থার ‘মন দিতে চাই’-এর। ঋত্বিক-অরুণিমা অভিনীত এই মেগা আপতত দেখা যাচ্ছে রাত সাড়ে দশটার স্লটে।
শুক্রবার (১৭ই মে) শেষ দিনের শ্যুটিং হয়ে গেল মন দিতে চাই-এর। চোখের জলে শেষবিদায় জানাচ্ছেন কলাকুশলীরা। এই মুহূর্তে এই মেগার টিআরপি তলানিতে। চিনি-র সামনেও স্লট ধরে রাখতে পারেনি ঋত্বিক-অরুণিমারা। ২০২৩ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল এই সিরিয়ালের সফর। এই সিরিয়ালের সেটে তারকাদের অফ স্ক্রিন রসায়ন নিয়ে কম চর্চা হয়নি। শ্রীতমা মিত্র অর্থাৎ দোয়েল মাস কয়েক আগেই সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছেন, এবার তিতির-সোমরাজের গল্পের নটে গাছ মুড়োল।
জানিয়ে রাখি, ‘কে প্রথম কাছে এসেছি’তে উঠে আসবে এক সিঙ্গল মাদার-এর লড়াইয়ের গল্প। বছর পাঁচের শিশুকন্যা মিহি ও তার মায়ের লড়াইকে ঘিরেই এই মেগা। স্বামী নেই, একা মা কীভাবে সমাজের সব প্রতিকূলতা এড়িয়ে মেয়েকে বড় করছে সেই কাহিনি উঠে আসবে এই সিরিয়ালে।
মধুবনীর অফিসের বসের সঙ্গে দারুণ সম্পর্ক ছোট্ট মিহির। স্যার অ্যাঙ্কেলের সঙ্গে মিহির অসমবয়সী বন্ধুত্ব এক নজরেই মন ছুঁয়ে যায়। বাবার মতো সারাক্ষণ তাঁকে আগলে রাখে মায়ের বস। তাই মিহি চায় স্যার অ্যাঙ্কেলই তাঁর 'পাপা' হোক। মেয়ের ইচ্ছেপূরণে সমাজের চোখ রাঙানি পেরিয়ে বসের হাত ধরবে মধুবনী? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় সকলে।