এবার নীলের অমর সঙ্গী শ্যামৌপ্তি মুদলি! হ্যাঁ, স্টার জলসার গুড্ডি এবার জি বাংলায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এনআইডিয়াজ ক্রিয়েশনের হাত ধরে বাংলা মিডিয়াম-এর পর আবারও ছোটপর্দায় ফিরছেন নীল ভট্টাচার্য। ‘কৃষ্ণকলি’র পর ফের একবার জি বাংলার পর্দায় নায়ক।
শনিবার জি বাংলার তরফে প্রকাশ্যে এল সিরিয়ালের মোশন পোস্টার। হিন্দুস্তান টাইমস বাংলার তরফে নীলের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা বললেন, ‘সব থেকে বেশি যেটা বলব, আমি প্রোজেক্টটা নিয়ে দারুণ উত্তেজিত! যেমন আইকনিক নাম, তেমনই একটা গল্প। আশা করছি আমি চরিত্রটার সঙ্গে সুবিচার করতে পারব।’ নিজের চরিত্র নিয়ে এখনই কিছু ভাঙলেন না, তবে আদ্যোপান্ত প্রেমের গল্প হবে অমর সঙ্গী।
নীলের কাছে অমর সঙ্গীর সংজ্ঞা কী? হাসিমুখে তৃণার স্বামী বললেন, ‘অমরসঙ্গী মানে এমন একটা ভালোবাসা যেটার কোনও সংজ্ঞা হয় না। যেটা মন থেকে হয়, আর সারাজীবনের মতো হয়।’
প্রেমে বিচ্ছেদ আছে ঠিকই, তবে ‘ট্রু লাভ’-এ আস্থা রাখেন অভিনেতা। নীল বললেন, ‘যতদিন ছিল ততদিন তো প্রেমই ছিল, তাই সম্পর্ক ভাঙা নিয়ে দুঃখ পাওয়ার চেয়ে যেটা ছিল সেটা উদযাপন করাটা জরুরি।’
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অমর সঙ্গীর শ্যুটিং। ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ-বিজয়েতা পন্ডিত অভিনীত সুজিত গুহর ছবি অমর সঙ্গী। বাংলা বাণিজ্যিক ছবির ইতিহাসে অমর এই ছবি। সেই ছবির নাম ধার করেই এই সিরিয়াল। নীল বললেন,'এখনও বুম্বাদার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হয়নি। তবে শিগগির এটা নিয়ে মিটিং প্ল্যান করা হচ্ছে। অপেক্ষা করছি কবে বুম্বাদার সঙ্গে দেখা হয় আর আমি কিছু টিপস নিতে পারি'।
বাপ্পি লাহিড়ির কম্পোজ করা অমর সঙ্গী গান শোনেনি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। নীল বললেন, আজও গ্রামে-গঞ্জে কিংবা মফঃস্বলে শো করতে গেলে এই গানের অনুরোধ আসে অভিনেতার কাছে।
তিয়াসার সঙ্গে পর্দায় তাঁর জুটি হিট, বাস্তবে তৃণার সঙ্গে। প্রথমবার নীলের নায়িকা শ্যামোপ্তি। অভিনেতা বললেন, ‘আমার ওর সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। দুজনের টিউনিংটা খুব ভালো। প্রচণ্ড এনজয় করে আমরা কাজটা করছি। বাকি রসায়ন নিয়ে তো দর্শক কথা বলবে’।
কবে থেকে বা কোন সময় দেখা যাবে এই মেগা, তা এখনও স্পষ্ট নয়। তবে অগস্ট মাসে সম্প্রচারিত হবে অমর সঙ্গী। শুরুতে শোনা গিয়েছিল এই শো'তে থাকবেন আলোর কোলের আলো অর্থাৎ স্বীকৃতি। তবে পরে সেই জায়গা নেন শ্যামৌপ্তি।