বাংলা মিডিয়াম শেষ হয়েছে গত বছর নভেম্বরের শুরুতে। ৮ মাস পার হলেও ছোটপর্দায় দেখা নেই নীল ভট্টাচার্যের। তবে অবশেষে সেই প্রতীক্ষায় দাঁড়ি পড়তে চলেছে। সূত্রের খবর, খুব শিগগির জি বাংলার পর্দায় দেখা মিলবে নীলের। সদ্য শেষ হয়েছে আলোর কোলে, আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রসেনজিত চট্টোপাধ্যায়ের ‘এন আইডিয়াজ’ প্রোডাকশনের নতুন মেগার কাস্টিং।
এই সিরিয়ালেই নাকি লিড হিরো হিসাবে চূড়ান্ত হয়েছে নীল ভট্টাচার্যের নাম। এই ব্যাপারে সত্যিটা জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল নীলের সঙ্গে। তবে মুখে কুলুপ অভিনেতার। স্পষ্ট জানালেন, এই নিয়ে এখনই কথা বলতে পারবেন না। নীলের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, আগের বেশ কয়েকটি প্রোজেক্টের কথা বহুদূর এগোলেও তা বাস্তবায়িত হয়নি। তাই একটু বেশি সাবধানী নীল। ছোটপর্দার এই হিরো এখন বড়পর্দা এবং ওটিটিতেও কাজ করছেন। তবে অন্যদের মতো টেলিভিশন ছাড়তে আগ্রহী নন নীল।

এনআইডিয়াজের নতুন মেগার জন্য নীলের নাম চূড়ান্ত হলেও এখনও চুক্তি সই হয়নি। তাই স্পিকটি নট নায়ক। অন্যদিকে এই সিরিয়ালে নীলের নায়িকা হিসাবে প্রথম বাছাই নাকি স্বীকৃতি মজুমদার অর্থাৎ আলোর কোলের আলো। অনেকেই হয়ত জানেন না ‘খেলাঘর’-এর নায়িকা শুধু সুন্দরী নন, পড়াশোনাতেও তুখোড়। ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি রয়েছে তাঁর।
এই মুহূর্তে ছোটপর্দায় দুমদাম সিরিয়াল টিআরপির অভাবে যেমন বন্ধ হচ্ছে। এমনই মুড়ি মুড়কির মতো নতুন মেগা শুরুও হচ্ছে। গত মাসে জি বাংলায় জুন মাসে শুরু হয়েছে দুটো মেগা- ডায়মন্ড দিদি জিন্দাবাদ এবং পুবের ময়না। আগামী সপ্তাহেই শুরু হচ্ছে ‘ক্রেডি আইডিয়াজ’-এর নতুন সিরিয়াল মালাবদল। এই সিরিয়ালের সঙ্গে জি বাংলার পর্দায় ফিরছেন বিশ্বজিৎ ঘোষ। বিপরীতে থাকছেন ঋতু পাইন।
শুধু জি বাংলাই নয়, প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসাতেও নতুন মেগার হিড়িক। খুব শীঘ্রই তেঁতুলপাতা নিয়ে স্টার জলসায় ফিরবেন গৌরব। যৌথ পরিবারের এই গল্পে গৌরবের নায়িকা হিসাবে প্রথমে উঠে এসেছিল অরুণিমার নাম, তবে শেষ মুহূর্তে বদল এসেছে। থাকছেন ঋতব্রতা দে।