দু-বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছিলেন, নতুন বছরে প্রেমে সিলমোহর দিয়েছেন ফুলকি-র খলনায়িকা ইশিতা মানে অভিনেত্রী আয়েন্দ্রী রায়। নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। বর্তমানে স্টার জলসার ‘রাঙামতি তিরন্দাজ’-এ দেখা যাচ্ছে নীলাঙ্কুরকে। প্রথমবার নিজের প্রেমের গল্প ভাগ করে নিলেন অভিনেত্রী। আরও পড়ুন-নতুন বছরে প্রেমে সিলমোহর! রাঙামতির নায়ককে মন দিয়েছেন ফুলকির খলনায়িকা আয়েন্দ্রী
হিন্দুস্তান টাইমস বাংলাকে আয়েন্দ্রী জানান, সম্পর্ক নিয়ে লুকোছাপায় বিশ্বাসী নন। অভিনেত্রী বললেন, ‘আমি শুরু থেকেই বলেছি, যখন সম্পর্কে জড়াব সেটা সকলকে জানাব। আমাদের সম্পর্কটা এই বছর ২ পূর্ণ করবে, অনেকদিনই হল। আগে জানাইনি কারণ আমার মা এই ব্যাপারে একটু পুরোনোপন্থী। নজর লেগে যাবে, এমন ধারণা রয়েছে ওঁনার। সেই বিশ্বাসকে সম্মান জানিয়েই এতদিন কাউকে জানাইনি। মায়ের মনে হয়েছে ২০২৫টা ভালো বছর সকলকে এই সুখবরটা জানানোর, তাই বলে দিলাম। সত্যি বলতে আমরা নিজেদের আনন্দটা সকলের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি। আমরা একে অপরের সঙ্গে খুশি, তাই মনে হল ফ্যানেদের সঙ্গেও এই খুশির মুহূর্তটা ভাগ করে নিলাম’।
একসঙ্গে কাজ করেননি নীলাঙ্কুর-আয়েন্দ্রী। ইন্ডাস্ট্রির সূত্র ধরেই শুরু প্রেমের? গোপন কাহিনি ফাঁস করলেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আমি যখন তিতলি করছিলাম, আমাকে ও (নীলাঙ্কুর) ব়্যানডম মেসেজ করেছিল, যে আমার কাজ ভালো লেগেছে। একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে বলেছিল, তোমার এই সিনটা খুব ভালো লেগেছে, Keep It Up। ব্যাস, ওইটুকুই। এরপর যখন ও কন্যাদান করছিল, আর আমি আলতা ফড়িং করছিলাম তখন একদিন ঠিক করি দেখা করব। একটা ক্যাফেতে বলে আড্ডা দিলাম, দারুণ কথাবার্তা হল। সেই থেকে বন্ধুত্বের শুরু। একটা সময় পরে দুজনেই বুঝলাম, যে আমরা এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারি। ওই প্রথম প্রোপোজ করেছিলাম। শুরুতে যদিও আমি না বলেছিলাম (হাসি)। তারপর ভাবলাম, প্রেমকে আরেকবার সুযোগ দেওয়া উচিত’।
অভিনেত্রী বলেন, প্রেম ভেঙেছিল তাঁর। পুরোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বন্ধু নীলাঙ্কুর সাহায্য করেন। বললেন, ‘আমি এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যখন খুশি ছিলাম না। ব্রেকআপের পর খুব খারাপ সময় গেছে আমার। সেইসময়ই বন্ধু নীলাঙ্কুর আমার জীবনে আসে। ওই সময়টা আমাকে নীলাঙ্কুর খুব সাহায্য করেছে’।
এই মুহূর্তে ফুলকির পাশাপাশি নিম ফুলের মধু-তেও দেখা যাচ্ছে আয়েন্দ্রীকে। নিম ফুলের মোহিনী হিসাবে ইতিমধ্যেই নজর কেড়েছেন আয়েন্দ্রী। রুবেলের বিয়ে নিয়ে নিম ফুলের সেটে আনন্দের মরসুম। রুবেলের তরফে সদ্যই রিসেপশনের আন্ত্রমণ পেয়েছেন অভিনেত্রী। নিজের বিয়ে নিয়ে কী ভাবনা তাঁর? আয়েন্দ্রী বললেন, ‘আমরা দুজনেই বিয়েতে বিশ্বাসী। দুজনেই খুব ওল্ড স্কুল। বিয়ে এমন একটা প্রতিষ্ঠান, যা দুটো মানুষকে আজীবনের বাঁধনে বেঁধে দেয়। দুজনকেই এক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কম্প্রোমাইজও করতে হবে। আগামি দিনে বিয়ের পরিকল্পনা তো অবশ্যই রয়েছে’।
আপতত কেরিয়ারই মূল ফোকাস আয়েন্দ্রীর। কেরিয়ারটা নিজের মতো করে গুছিয়ে নিতে চান, সব ঠিক থাকলে আগামী বছর কিংবা ২০২৭ -এ সাত পাক ঘুরবেন অভিনেত্রী।