বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka-Exclusive: মা বলেই নির্দ্বিধায় বোল্ড ফটোশ্যুটগুলো আরও বেশি করে সামনে আনব: প্রিয়াঙ্কা সরকার
পরবর্তী খবর

Priyanka-Exclusive: মা বলেই নির্দ্বিধায় বোল্ড ফটোশ্যুটগুলো আরও বেশি করে সামনে আনব: প্রিয়াঙ্কা সরকার

প্রিয়াঙ্কা সরকার

‘জয়া ভীষণ ভাবে আমার উপর মানসিক প্রভাব ফেলেছিল…।' ‘লজ্জা ২’ থেকে ব্যক্তিগত জীবন সবটা নিয়ে হিন্দুস্থান টাইমস বাংলার সঙ্গে অকপট আড্ডায় ধরা দিলেন নায়িকা।

‘লজ্জা তুমি কার?’ প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘জয়া’ সমাজের দিকে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল। নড়ে উঠেছিল বহু দর্শকের মনের মেরুদণ্ড। হীনম্মন্যতায় ভুগতে থাকা, প্রতিদিন মৌখিক নিগ্রহের শিকার হওয়া মানুষগুলো যেন নিজেদের কথা বলার ভাষা খুঁজে পেয়েছিল। ‘জয়া’ দেখিয়েছিল কীভাবে ঘুরে দাঁড়ানো যায়। তবে ঘুরে দাঁড়ালেই তো হবে না, লড়তেও হবে, আর সেই লড়াই তুলে ধরতেই ‘লজ্জা ২’ নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা। কিন্তু সমাজকে নতুন করে লজ্জা দিতে গিয়ে, নিজের সঙ্গে লড়েছেন অভিনেত্রী, বলেছেন, ‘জয়া ভীষণ ভাবে আমার উপর মানসিক প্রভাব ফেলেছিল…।' ‘লজ্জা ২’ থেকে ব্যক্তিগত জীবন, সবটা নিয়ে হিন্দুস্থান টাইমস বাংলার সঙ্গে অকপট আড্ডায় ধরা দিলেন নায়িকা।

‘লজ্জা' দারুণ ভাবে সাড়া ফেলেছিল, ‘লজ্জা ২’ থেকে নতুন কী পাবেন দর্শকরা?

প্রিয়াঙ্কা: ‘লজ্জা’র কাজটা আমার মনের খুব কাছের একটা কাজ। এখানে প্রথমবার ভার্বাল অ্যাবিউজ বা মৌখিক নিগ্রহ নিয়ে কথা বলা হয়েছিল। শারীরিক নির্যাতন নিয়ে তো অনেক কাজ হয়েছে। আসলে শারীরিক নির্যাতন চোখে দেখা যায়। কিন্তু মানসিক নির্যাতন একটা মানুষের আত্মবিশ্বাস নড়িয়ে দেয়। আমরা চেয়েছিলাম ‘লজ্জা’ মৌখিক নিগ্রহ নিয়ে কথা বলার প্রথম ধাপ হিসেবে কাজ করুক। সেই সময় অনেকে এসে তাঁদের কথাও জানিয়েছিলেন, খুব ভালো সাড়া পেয়েছিলাম দর্শকদের কাছ থেকে। যাঁরা আমাদের নিজেদের কথা জানিয়ে ছিলেন তাঁদের সবার কথা মাথায় রেখে, আসছে ‘লজ্জা ২’। তাছাড়াও টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে এলে মেয়েদের যে গঞ্জনা সহ্য করতে হয় সেই জায়গাটাও উঠে আসবে।

একটা মেয়ে যখন একটা টক্সিক রিলেশনশিপ থেকে যখন বেরিয়ে আসে তখন তাঁকে সমাজ নানা রকমের তকমা দেয়, সেই পরিস্থিতির সঙ্গে ওই মানুষটাকে যে লড়াই করতে হয়, তাও এখানে ফুটে উঠেবে। বহু মহিলা আছেন যাঁরা টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসেছেন, তাঁরাই একে অপরের অনুপ্রেরণা। তাঁদের নিয়েও কথা বলবে ‘লজ্জা ২’।

ট্রেলার দেখে তো মনে হল ‘জয়া’ এবার যথেষ্ট দৃঢ়…

প্রিয়াঙ্কা: তা খানিকটা ঠিকই। ‘লজ্জা’য় দেখানো হয়েছিল ‘জয়া’র সাজানো সংসার, তাও সে খুশি নয়। তারপর সে সমস্যাটা বুঝতে পারে। সেখান থেকে তার নিজের মধ্যে লড়াই শুরু হয়। সে একজন সাইকোলজিস্টের কাছে যায়। প্রথম সিজন শেষ হয় যখন, তখন 'জয়া' অবশেষে ঘুরে দাঁড়িয়েছে। তার সমস্যার কথাগুলো বাড়ির সবাইকে জানাতে পারছে এরকম একটা জায়গায়। আমাদের পরবর্তী সিজন সেখান থেকে শুরু হচ্ছে। একটা কোর্ট কেস চলছে। এই ধরনের পরিস্থিতিতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই বিষয়গুলো দেখানো হয়েছে।

আসলে প্রথম বাড়িতে বলা, আর তার পর একঘর লোকের সামনে, কোর্টে কথাগুলো বলার মধ্যে অনেকটা ফারাক আছে। তাঁর জন্য অনেকটা শক্তি সঞ্চয় করতে হয়। যদিও ‘জয়া’ একদিনে সেই শক্তি পেয়ে যায়নি তাঁকে অনেকটা পথ পেরিয়ে আসতে হয়েছে। তবে এবার সে আগের তুলনায় একটু দৃঢ়, তা না হলে এই লড়াইটা লড়বে কীভাবে!

জয়া কতটা আপনার মধ্যে থেকে গেল? মিল পেলেন কোথাও নিজের সঙ্গে?

প্রিয়াঙ্কা: (একটু থেমে) জয়া ভীষণ ভাবে আমার উপর মানসিক প্রভাব ফেলেছিল। যখন শ্যুটিং হচ্ছিল, তখন সেটে ওভাবে গালাগাল শুনে আমার নিজের খুব কষ্ট হচ্ছিল। তারপর নিজেকেই বোঝালাম, এটা শুধুমাত্র শ্যুটিং। কিন্তু পাশাপাশি আরও একটা বিষয় মনে হচ্ছিল, যাঁদের সঙ্গে প্রতিদিন এটা হয়, যাঁরা প্রতিদিন এটা সহ্য করেন, তাঁদের কীরকম অবস্থা হয়।

মিল বলতে, এটার সঙ্গে মনে হয় আমরা সবাই মিল খুঁজে পাব। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম কিছু না কিছু ঘটনা ঘটে থাকে। সব মানুষ তো একরকম হন না। কিছু মানুষ আছেন যাঁরা নিজের মনের কথা বুঝিয়ে বলতে পারেন না। তাঁরা খুব নরম মনের হয় বলেই বাকিরা ভেবে নেন তাঁদের বোধ হয় সহজেই দাবিয়ে দেওয়া যায়। যদি প্রথমবার কেউ এটা না বুঝে করেন, তাও মেনে নেওয়া যায়। কিন্তু কেউ কষ্ট পাচ্ছে জানার পরও যদি অন্য দিকের মানুষটা শুধু নিজের চাওয়াগুলো চাপিয়ে দিতে থাকে, উল্টো দিকের মানুষের মতামতকে প্রাধান্য না দেয়, তাহলে বুঝতে হবে সেটা টক্সিক রিলেশনশিপ। সেটা রেড ফ্ল্যাগ।

ঘরে বাইরে এমন অনেক সময়ই হয়, যখন যেটা প্রাপ্য, সেটা পাওয়া যায় না। কাজের জায়গায় হয়তো কিছু পাওয়া উচিত ছিল, সেটা নিয়ে যতক্ষণ না বলা হচ্ছে, ততক্ষণ তা কেউ দেয় না। বললে হয়তো পাওয়া যায়। আসলে সবটাই অর্জন করে নিতে হয়। যতক্ষণ না নিজে বলবে, ততক্ষণ পর্যন্ত অন্যরা ভাবেন এ ঠিক মানিয়ে নেবে।

কিন্তু এই মানিয়ে নেওয়া বা ভার্বাল অ্যাবিউজ নিয়ে কাজ করতে গিয়ে একটা মেয়েকেই কেন সামনে রাখা হল? মেয়েরাই কি তাহলে সফট টার্গেট, আপনি কী মনে করেন?

প্রিয়াঙ্কা: খুব দুঃখজনকভাবে আমাদের দেশে বহু জেনারেশন ধরে এটা চলে আসছে। মেয়েদের মনে হয় একটু বেশি চর্চার মুখে পড়তে হয়। ছেলেরা মৌখিক নিগ্রহের শিকার হন না, তা নয়। ছেলেদের ক্ষেত্রেও বলা হয় তাঁরা কেবল ছেলে বলে কাঁদতে পারবেন না, বা নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারবেন না। ছেলে হয়ে জন্মেছেন বলে তাঁদেরই সব দায়-দায়িত্ব নিতে হবে। এগুলো একদমই ঠিক না। তাঁরাও অনুভূতির প্রকাশ করতে পারেন, তাঁরাই বা একার কাঁধে সব দায়িত্ব কেন নেবেন? আমাদের সমাজে চলে আসা পুরুষতান্ত্রিকতার ফল এগুলো।

কিন্তু মেয়েদের ক্ষেত্রে কী হয় বলুন তো, তাঁদের মধ্যে যেহেতু একটা স্নেহ-মমতা থাকে, তাঁরা যেহেতু সকলকে ভালো রেখে নিজেরা ভালো থাকতে চান, তাই সবাই ধরে নেন মেয়েদের স্নেহ-মমতার প্রয়োজন হয় না। তাঁদেরও কিন্তু স্নেহের প্রয়োজন রয়েছে।

হ্যাঁ, তবে শুধু তো মেয়ে বা ছেলে বলে নয়, বর্তমানে স্যোশাল মিডিয়া, ট্রোল, মিম কালচারের দৌলতে অভিনেতা-অভিনেত্রীদেরও নানা ভাবে হেনস্থা হতে হয়…, এক্ষেত্রে কীভাবে সামাল দেন নিজেকে?

প্রিয়াঙ্কা: আগে এই বিষয়গুলো অনেক বেশি প্রভাব ফেলত। কিন্তু এখন আর প্রভাবিত করে না। স্যোশাল মিডিয়ায় মানুষ এখন খুব গুরুত্ব পেতে চান। তাঁদের মনে হয় একটা নেতিবাচক মন্তব্য করলে তার পরিবর্তে আরও বেশ কয়েকটা মন্তব্য করবেন অন্যরা, ফলস্বরূপ তাঁর রিচ বাড়বে।

একটা পোস্ট করলে চারটে বাজে কমেন্টের সঙ্গে ছয়টা ভালো কমেন্টও আসে। আমি ভালো কমেন্টগুলোকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। তাতে আমি ভালো থাকি। তবে চোখে সবই পড়ে, পোশাক থেকে ব্যক্তিগত জীবন সবটা নিয়েই তাঁরা মন্তব্য করেন। আমাকেও অনেকে মন্তব্য করেছিলেন যে, ‘একজন মা হয়ে এই ধরনের পোশাক কীভাবে পরতে পারেন? বা বোল্ড ফটোশ্যুট কীভাবে করতে পারেন?’ আমি কী পোশাক পরলাম সেটা দিয়ে তো আমি মানুষটা কীরকম, তা বিচার করা যেতে পারে না। আমার মনে হয় আমি মা বলেই নির্দ্বিধায় আরও বেশি করে বোল্ড ফটোশ্যুটগুলো সামনে আনব। আনবো কারণ, আমার ছেলের জানা দরকার, ছোট জামা বা একটা বোল্ড পোশাক পরেছে বলেই তার মা খারাপ মহিলা হয়ে যেতে পারে না। সে যদি নিজের মাকেও ওই পোশাকে দেখে সম্মান করতে শেখে, তবেই বাইরে অন্য কোনও মহিলা সেই ধরনের পোশাক পরলে তাঁকে অসম্মান করবে না। সহজেই তাঁকে একটা তকমা দিয়ে দেবে না। আমি মা হিসেবে আমার সন্তানকে এইটুকু সহানুভূতিশীল তৈরি করার চেষ্টা করি।

আপনার জীবনে অনেক ওঠাপড়া এসেছে, ‘স্টার কিড’ হিসেবে সহজকেও তো নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সেই পরিস্থিতিগুলোর জন্য ওকে কীভাবে তৈরি করছেন?

প্রিয়াঙ্কা: এটা কেবল যে ‘স্টার কিড’-র ক্ষেত্রে হয়, তা তো নয়। যে কোনও বাচ্চার ক্ষেত্রেই হতে পারে। তবে এ ক্ষেত্রে বাবা-মাকে বন্ধুর মতো হতে হবে। সব সময় সন্তানের পাশে থাকতে হবে। সে যেন ভয় না পেয়ে সবটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারে। আগে আমাদের অনেক সময় এটা ভাবতে হত, বাবা-মাকে এই কথা বললে কী ভাববে, এটা মনে হয় শুধু বন্ধুদেরই বলা যায়। এই জায়গাটা আমি অন্তত আমার সন্তানের সঙ্গে রাখতে চাই না। আমি আমার খুব গোপন কথা ওর সঙ্গে ভাগ করে নিই, যাতে ও ওর গোপন কথাগুলো আমাকে ভয় না পেয়ে জানাতে পারে। যে কোনও সমস্যায় আমি সহজের কাছে সুবিধা-অসুবিধার দিকগুলো তুলে ধরি। তারপর ওঁকে পরামর্শ দিই। কিছু না বলেই আগেই যদি বলি এটা করো, বা এটা করতে হবে না, তখন সেটাকে চাপিয়ে দেওয়া বলে। ওকে সবটা বলে বোঝাতে পারলে বরং ও বড় হয়ে ভালো-মন্দ বুঝে সিদ্ধান্ত নিতে পারবে।

তার কিছুটা আভাস স্যোশাল মিডিয়ার ছবিগুলো দেখলেও বোঝা যায়…

প্রিয়াঙ্কা: একগাল হাসি (গালে টোল পড়ে নায়িকার)

পর পর আপনার নতুন নতুন কাজের খবর! সন্তানকে এভাবে বড় করা, আবার এত কাজ, দুটো দিক কীভাবে সামাল দেন?

প্রিয়াঙ্কা: (দীর্ঘশ্বাস ফেলে) প্রত্যে মুহূর্ত এটা নিয়ে ভাবি। এটা মেয়েদের একটা খুব বড় সমস্যা। আমরা অনেক কিছু নিজেদের উপর চাপিয়ে দিই। আমি অভিনেত্রী হিসেবে আমার ১০০ শতাংশ দিয়ে কাজ করি, তবুও মা হিসেবে কিছুটা হলেও আমার বাচ্চার কথা সেই সময় মাথায় আসে। একটা আক্ষেপ কাজ করে, ওকে হয়তো আমি আরও বেশি সময় দিতে পারতাম। সমস্ত ওয়ার্কিং মাদারদেরই মনে হয় এই সমস্যা। তবে আমরাই আবার একে অন্যের অনুপ্রেরণা।

একটা কথা এক্ষেত্রে মাথায় রাখা উচিত, দুটো দিকের ভারসাম্য বজায় রাখতে গিয়ে নিজের উপর সবকিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। প্রয়োজনে সাহায্য নেওয়া উচিত, তাতে লজ্জার কিছু নেই। কারণ এত চাপ নিতে গিয়ে যদি আমি ভালো না থাকি, আমার সন্তান যখন আমার সেই ভালো না থাকাটা দেখবে, তখন সেও ভালো থাকতে পারবে না। আমার মতে, যতক্ষণ সময় ওর সঙ্গে থাকব, সেটা যেন ওর সঙ্গেই থাকা হয়। তখন আমি কাজ বা ফোন নিয়ে ব্যস্ত থাকলে হবে না। ৩০ মিনিট সময় ওর সঙ্গে থাকলেও সেটা পুরোটা থাকব। তাতে যদি কাজের জন্য ১০ দিন পরও মা বাড়ি ফেরে, তখন সে মা-ই থাকবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ নিজেকে খুশি রাখতে হবে।

বাড়ির বিষয় তো বুঝলাম, কিন্তু এই যে পর পর কাজ, ইন্ড্রাস্ট্রিতে অনেকের হাতে কাজই নেই, এখন আবার শোনা যাচ্ছে স্যোশাল মিডিয়ায় ফলোয়ার দেখে নাকি কাজ দেওয়া হচ্ছে…

প্রিয়াঙ্কা: সোশ্যাল মিডিয়াতে আমি যেটা বিশ্বাস করি সেটাই বলি, আমি যেরকম, সেরকমটা তুলে ধরি, আলাদা করে কিছু করি না। আর আমি কাজ করতে ভীষণ ভালোবাসি। যাঁরা আমাকে কাজে নিচ্ছেন, সেই সব মানুষগুলোর কাছে আমি সত্যিই খুব কৃতজ্ঞ। আসলে কাজের পরিবেশটার মধ্যে থাকতে আমার ভীষণ ভালো লাগে। তাই লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে বেশি দিন থাকতে পারি না।

কিন্তু বেশ কিছু কাজে তো দর্শকরা সেভাবে সাড়াও দেননি…

প্রিয়াঙ্কা: হ্যাঁ, আমি একটু বেশি পরিমাণ কাজ করি। কখনও কখনও সে কাজগুলো দর্শকের ভালো লাগে, আবার কখনও কখনও লাগে না। তবে এই বিষয়টাকে আমি উপভোগ করি।

আপনাকে ইন্ড্রাস্টির বহু নতুন পরিচালকের ছবিতে দেখা যায়, কেরিয়ারের ক্ষেত্রে এই বিষয়টা কতটা বিপজ্জনক?

প্রিয়াঙ্কা: আমার প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’, তার আগে টেলিভিশনে পাঁচ বছর কাজ করেছি। আমাকেও কেউ না কেউ প্রথম সুযোগ দিয়েছিল, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। আমিও নতুন ছিলাম, তখন আমাকে যেসব মানুষগুলো সুযোগ দিয়েছিল, তাঁদের জন্যই আমি আজ এখানে পৌঁছেছি। আর নতুন মানুষের সঙ্গে আলাপ করতে, কথা বলতে, সময় কাটাতে ভালো লাগে। এবার কোন কাজটা শেষ পর্যন্ত কে কীভাবে করবে, সেটা তো আমার হাতে থাকে না। ভালো কিছুও তো হতে পারে, আমি সেই জায়গা থেকে এই রিস্কটা নিয়ে থাকি।

তাছাড়া, সিনিয়র হিসেবে আমার একটা জায়গা থাকে। যখন নতুন কোনও পরিচালক বা প্রযোজকের সেটে থাকি, আমি তাঁদের সঙ্গে খুব ভালো ভাবে মিশতে পছন্দ করি। তাঁদের পজিটিভ ফিল করাতে চেষ্টা করি, একটু উৎসাহ দিই। এমনও হয়েছে প্রথম ছবি হয়তো আমি কারওর সঙ্গে করেছি, এখন সে খুব ভালো কাজ করছে। আমি এটাকেও একটা অর্জন বলেই মনে করি।

তবু বেছে নেওয়ার তো একটা জায়গা থাকে…

প্রিয়াঙ্কা: হ্যাঁ, সেক্ষেত্রে আগে কী করেছি, কী করা বাকি আছে, সেটা ভাবি। আমি যে যে কাজগুলো করেছি, প্রত্যেকটা চরিত্রের কিছু না কিছু আমার মধ্যে থেকে গিয়েছে। প্রত্যেকটা চরিত্রই আমাকে মানুষ হিসেবে নানা ভাবে সমৃদ্ধ করেছে। নতুন কোনও ইমোশন যা আগে হয়তো আমি কখনও অনুভব করিনি, সেই জায়গাগুলোকে আমি ছুঁয়ে দেখতে চাই।

Latest News

৬ ক্যাচ ফস্কে চরম লজ্জার নজির ভারতের, বুমরাহের ম্যাজিকের পরে দারুণ ইনিংস রাহুলের ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে 'গুপ্তচরবৃত্তি', মাজিদকে ফাঁসি দিল ইরান গ্রাম সড়ক যোজনার রাস্তায় বাধ্যতামূলক QR কোড বসানোর নির্দেশ, ক্ষুব্ধ রাজ্য 'হরমুজ প্রণালী বন্ধ', সায় ইরানের সংসদের, বিশ্ব তেল বাজারে আতঙ্ক, ভারতীয়রা ভুগবে? 'হাসি' মানসিক স্বাস্থ্যের জন্য সর্বোত্তম চিকিৎসা কেন? সুবিধাগুলো এখানে ১৯ রুটে সাময়িকভাবে ফ্লাইট কাটছাঁট করছে এয়ার ইন্ডিয়া, বাগডোগরাও আছে! হার্টের স্বাস্থ্যের জন্য এই ৫ জিরো অয়েল রেসিপি! ধমনীতে জমা ময়লা হবে পরিষ্কার? ৪টি ক্যাচ পড়ার পরেও ৫ উইকেট নিলেন বুমরাহ! প্রায় অর্ধেক ইনিংসেই ছুঁলেন রেকর্ড '২১ কিংবা ৮১ জীবনের নতুন অধ্য়ায় শুরু করতেই পারেন' আলোর দিশা কলকাতার সেমিনারে সিংহ, কন্যা সহ একাধিক রাশির জাতকদের ভাগ্যে উজ্জ্বল দিন আনছেন সূর্যদেব! আসছে গোচর

Latest entertainment News in Bangla

'সকলে ধরেই নেন, বাচ্চাকে সময় দেওয়া শুধুই মায়ের কাজ…', 'আপিস'-নিয়ে বলছেন সুদীপ্তা 'জীবন আগের মতো থাকবে না...', কাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সায়ন্তিকা? বিরাটের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে জেনেলিয়া! ইন্টারনেটে ফাঁস ভিডিয়ো,আসল ব্যাপার কী? যুবকের সঙ্গে সেলফি নিতে নারাজ রীতেশ, হতাশ ভক্তরা বললেন, ‘এটাই কি আপনার আসল রূপ?’ মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত সলমন, কী এই রোগ? কী সমস্যা হয়? কালী সেজে ক্রুশ হাতে আপত্তিকর অঙ্গভঙ্গি, ক্ষোভের মুখে র‍্যাপ গায়িকা ইয়াসমিন কালিম্পং-এ হল শ্য়ুটিং, রাহুল মুখার্জির নতুন ওয়েব সিরিজে রাহুলদেব, নায়িকা কে? হিন্দি সিনেমার 'খলনায়ক' অমরীশ পুরী টিভি সিরিয়ালেও কাজ করেছেন, জানেন কী সেই শো? 'আমাকেও অ্যাডজাস্ট করতে হয়েছে…', বিয়ের পর মেয়েদের পদবি পরিবর্তন প্রসঙ্গে চূর্ণী বড়দিনে মিমির সঙ্গে ঘুরে আসুন ভূতের হোটেলে, নতুন ব্যবসা নাকি? আসল ঘটনা কী?

IPL 2025 News in Bangla

সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট প্রীতি জিন্টার প্রশ্ন শুনে অবাক রিকি পন্টিং! কী বললেন পঞ্জাব কিংসের হেড স্যার? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর বিরাট কোহলির জন্য ক্যাপ্টেনের প্রচলিত রীতি ভাঙলেন RCB-র অধিনায়ক রজত পতিদার অধিনায়ক হিসেবে রোহিত-গিলকে চ্যালেঞ্জ দেওয়া শুরু শ্রেয়সের! বলছেন BCCI কর্তারাই ‘সিতারে জামিন পর’-র প্রিমিয়রে সচিন! আমিরের বাড়িতে লিটল মাস্টারের নামে স্লোগান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.