বাংলা নিউজ > বায়োস্কোপ > Rahul-Prity Baby Girl: মা হলেন প্রীতি বিশ্বাস! হরগৌরীর শঙ্করের ঘরে এল ছোট্ট দুর্গা, কী বলছেন রাহুল?

Rahul-Prity Baby Girl: মা হলেন প্রীতি বিশ্বাস! হরগৌরীর শঙ্করের ঘরে এল ছোট্ট দুর্গা, কী বলছেন রাহুল?

মা হলেন প্রীতি বিশ্বাস! হরগৌরীর শঙ্করের ঘরে এল ছোট্ট দুর্গা, কী বলছেন রাহুল?

Rahul-Prity Baby Girl: কন্যা সন্তানের বাবা-মা হলেন রাহুল-প্রীতি। বুধবার দুপুরে পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দেন প্রীতি। 

শহর জুড়ে রাত জমায়েতের ডাক দিয়েছে মেয়েরা। বুধবার যেন বাংলা জুড়ে দেবীর অকালবোধন! এমনদিনে রাহুল-প্রীতির ঘরে এল ছোট্ট দুর্গা। হ্যাঁ, বুধবার দুপুরে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস অর্থাৎ ধুলোকণার মিনি দিদি।  আরও পড়ুন-সাত মাসের সাধ খেলেন প্রীতি, বউয়ের বেবি বাম্প আগলে রাহুল, কবে আসছে সন্তান?

সেপ্টেম্বরের শুরুতে সন্তানের জন্ম দেওয়ার কথা ছিল প্রীতির। নির্দিষ্ট সময়ের দু সপ্তাহ আগে সন্তান প্রসব করেন অভিনেত্রী। মা ও মেয়ে একদম সুস্থ আছে। হিন্দুস্তান টাইমস বাংলার তরফে রাহুলের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা বলেন, ‘হ্যাঁ, এই তো ২.৪৮ মিনিটে মেয়ে হল। খুব খুশি। বলে বোঝাতে পারব না।’ ইতিমধ্যেই মেয়ের ঝলক দেখেছেন রাহুল। তবে কোলে নেওয়ার সাহস জোগাড় করতে পারেননি। 

বললেন, ‘ওরে বাবা বড্ড ছোট তো, আমি এখনও কোলে নিইনি’। মেয়েকে দেখে প্রথম অনুভূতি কেমন? বললেন, ‘খুব আনন্দ হচ্ছে, আমি হেসেই চলেছি। এর চেয়ে বেশি এখন বুঝে উঠতে পারছি না। ও আমাদের দুজনের কাছে একটা আর্শীবাদ’। 

দক্ষিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন প্রীতি। রাহুল জানালেন এখনও স্ত্রীর সঙ্গে দেখা হয়নি, তবে প্রীতি পুরোপুরি সুস্থ রয়েছে। বিয়ের চার বছরের মাথায় রাহুল-প্রীতির কোল আলো করে এল প্রথম সন্তান। ২০১৭ সালে ‘রং-রুট’-এর সেটে রাহুল মজুমদারের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল প্রীতি বিশ্বাসের। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। ২০২০ সালের ১০ই ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। এবার বাবা-মা হলেন দুজনে। 

রাহুলকে শেষ দেখা গিয়েছিল হর গৌরী পাইস হোটেলে। গল্পে লিপ আসার পর সরে দাঁড়ান অভিনেতা। শঙ্কর-ঐশানীর সফর ফলস্বরূপ শেষ করা হয়। এখন গল্প এগোচ্ছে তাঁদের একমাত্র কন্যা সন্তানকে ঘিরে। পর্দায় যেমন মেয়ের বাবা হয়েছিলেন রাহুল, বাস্তবেও এবার কন্যা সন্তানের সুখ পেলেন। আহ্লাদে আটখানা। তবে খুশির মাঝেও একরাশ মন খারাপ রাহুলের। আরজি করের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন নায়ক। 

 

বায়োস্কোপ খবর

Latest News

জ্যোতিষও একটা বিজ্ঞান, বিশ্বাস আছে, বলছেন মিঠুন, দেবশ্রীর কথা উঠতেই বললেন… পণের দাবি না মেটায় স্ত্রীকে খুন করল স্বামী, বাপেরবাড়ি থেকে নিয়ে এসে অত্যাচার চার হজম করে রাতে ঘুমতেই পারলেন না- বাবরের প্রশংসা করে প্রশ্নের মুখে দাহানি Hrithik-Saba: হৃতিকের পাশে দাঁড়িয়ে গণেশ বিসর্জনের সময় আরতি করলেন সাবা! কপাল খারাপ কাকে বলে…নিজের দোষেই রানআউট যশ দুবে! উপস্থিত বুদ্ধি দেখালেন মুলানি… টলিউডেও সন্দীপ ঘোষের মতো অপরাধীরা ঘুরছে…! ধরনা মঞ্চ থেকে সুর চড়ালেন দেবলীনা এবারের ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ! দেখে নিন তিথি, সময়কাল রোজ সকাল ৫টায় চা নিয়ে আসেন ডাক্তারের ধর্নাস্থলে, চিনে নিন কেষ্টপুরের দাদা-বউদিকে মমতার বাড়িতে বৈঠক না হলে ভালো হত!৩ শর্ত দিলেও নমনীয় ডাক্তাররা, যাচ্ছেন কালীঘাটে মার্সিডিজ-BMWর রেষারিষি! দুই গাড়ির ধাক্কা Wagon R-এ, দুর্ঘটনা মুম্বইতে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.