শহর জুড়ে রাত জমায়েতের ডাক দিয়েছে মেয়েরা। বুধবার যেন বাংলা জুড়ে দেবীর অকালবোধন! এমনদিনে রাহুল-প্রীতির ঘরে এল ছোট্ট দুর্গা। হ্যাঁ, বুধবার দুপুরে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস অর্থাৎ ধুলোকণার মিনি দিদি। আরও পড়ুন-সাত মাসের সাধ খেলেন প্রীতি, বউয়ের বেবি বাম্প আগলে রাহুল, কবে আসছে সন্তান?
সেপ্টেম্বরের শুরুতে সন্তানের জন্ম দেওয়ার কথা ছিল প্রীতির। নির্দিষ্ট সময়ের দু সপ্তাহ আগে সন্তান প্রসব করেন অভিনেত্রী। মা ও মেয়ে একদম সুস্থ আছে। হিন্দুস্তান টাইমস বাংলার তরফে রাহুলের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা বলেন, ‘হ্যাঁ, এই তো ২.৪৮ মিনিটে মেয়ে হল। খুব খুশি। বলে বোঝাতে পারব না।’ ইতিমধ্যেই মেয়ের ঝলক দেখেছেন রাহুল। তবে কোলে নেওয়ার সাহস জোগাড় করতে পারেননি।
বললেন, ‘ওরে বাবা বড্ড ছোট তো, আমি এখনও কোলে নিইনি’। মেয়েকে দেখে প্রথম অনুভূতি কেমন? বললেন, ‘খুব আনন্দ হচ্ছে, আমি হেসেই চলেছি। এর চেয়ে বেশি এখন বুঝে উঠতে পারছি না। ও আমাদের দুজনের কাছে একটা আর্শীবাদ’।
দক্ষিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন প্রীতি। রাহুল জানালেন এখনও স্ত্রীর সঙ্গে দেখা হয়নি, তবে প্রীতি পুরোপুরি সুস্থ রয়েছে। বিয়ের চার বছরের মাথায় রাহুল-প্রীতির কোল আলো করে এল প্রথম সন্তান। ২০১৭ সালে ‘রং-রুট’-এর সেটে রাহুল মজুমদারের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল প্রীতি বিশ্বাসের। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। ২০২০ সালের ১০ই ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। এবার বাবা-মা হলেন দুজনে।
রাহুলকে শেষ দেখা গিয়েছিল হর গৌরী পাইস হোটেলে। গল্পে লিপ আসার পর সরে দাঁড়ান অভিনেতা। শঙ্কর-ঐশানীর সফর ফলস্বরূপ শেষ করা হয়। এখন গল্প এগোচ্ছে তাঁদের একমাত্র কন্যা সন্তানকে ঘিরে। পর্দায় যেমন মেয়ের বাবা হয়েছিলেন রাহুল, বাস্তবেও এবার কন্যা সন্তানের সুখ পেলেন। আহ্লাদে আটখানা। তবে খুশির মাঝেও একরাশ মন খারাপ রাহুলের। আরজি করের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন নায়ক।