বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে স্টার জলসার নতুন মেগা ‘চিরসখা’। মধ্যবয়স্কা-বিধবা কমলিনীর না-বলা সম্পর্কের কথা নিয়ে লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিক। সিরিয়ালে লিড চরিত্রে রয়েছেন অপরাজিতা ঘোষ দাস। নতুন বৌঠানের ঠাকুরপো-র চরিত্রে দেখা মিলছে সুদীপ মুখোপাধ্যায়। তাঁদের দুজনের না-বলা সম্পর্ক কোন খাতে বইবে সেই নিয়েই এই মেগা। আরও পড়ুন-‘দিদি আমাকে মেরেই ফেলবে কোনদিন…’, বদমেজাজি বড় মেয়েকে নিয়ে ভয়ে থাকতেন তনুজা! ফাঁস করলেন তনিশা
এই সিরিয়ালের কাস্টিং দেখে তাজ্জব অনেকেই। কারণ চিরসখা-য় অপরাজিতার দুই ছেলের ভূমিকায় রয়েছেন অভিনেতা ভিভান ঘোষ এবং রাজা গোস্বামী! এর আগে জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কোজাগরী’তে স্বামী-স্ত্রীর চরিত্রে দর্শক দেখেছে অপরাজিতা-রাজাকে। সমবয়সী দুই অভিনেতাকে মা-ছেলের চরিত্রে দেখে ভ্রু কুঁচকাচ্ছেন অনেকেই।
২০১৬ সালে লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালেই ঝুমুর আর সাহেবের চরিত্রে দর্শক পেয়েছিল অপরাজিতা-রাজা জুটি। ৯ বছরের ব্যবধানে কি তবে এতটাই বুড়ি হয়ে গেলেন অপরাজিতা? অনেকেই হজম করতে পারছেন না এই ব্যাপারটা। এই প্রসঙ্গে কী ভাবনা রাজার? জানতে হিন্দুস্তান টাইমস বাংলা যোগাযোগ করেছিল অভিনেতার সঙ্গে। চিরসখার সেটে শট দিতে ব্যস্ত অপরাজিতার অনস্ক্রিন পুত্র। প্রশ্ন শুনেই রাজার মুখে হাসি। বললেন, ‘জানতাম এই প্রশ্নটা আসবে। আমরা তো অভিনেতা, কোনও গল্পে আমি একজনের প্রিয় বন্ধু। হয়ত অন্য গল্পে সে আমাকে খুন করছে। এটাই তো চরিত্র হয়ে ওঠা। আমরা কোজাগরীতে হিরো-হিরোইন ছিলাম, দর্শক ভালোবাসা দিয়েছিল। ওটা বিশাল সফল একটা প্রোজেক্ট ছিল, আমরা চরিত্রগুলোর সঙ্গে সুবিচার করেছিলাম। আমার বিশ্বাস মা-ছেলে হিসাবেও আমরা একইরকম সুবিচার করব’।
সমবয়সী অভিনেত্রীকে মা ডাকতে কোনও দ্বিধা নেই রাজার? অকপটে রাজা বললেন, ‘আমার মধ্যে এই নিয়ে কোনও অস্বস্তি নেই। যখন আমি এই চরিত্রটা করছি তখন তো আমি নিজের সত্ত্বাটা সরিয়ে রেখে ভাবছি। পর্দায় আমি কাউকে চড় মারছি মানে তো বাস্তবে সেটা করছি না। সেটা চরিত্রটা করছে। এখানেও একইরকম ভাবনা। অপার সঙ্গে আগেও কাজ করেছি। অসুবিধার জায়গায়ই নেই।’

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে যে আলোচনা-সমালোচনার ঝড়, তা কিন্তু নজর এড়ায়নি দুজনেরই। রাজা বললেন, ‘সোশ্যাল মিডিয়ায় লোকজন যে মজার কমেন্ট করছে সেগুলো আমরা দুজনেই এনজয় করছি। কোজগরীর সঙ্গে চিরসখার ছবির কোলাজ করে লোকজন নানা কথা বলছে, সেগুলো আমরা পরস্পরকে দেখাচ্ছি। তার মানে কিন্তু লোকে আমাদের শো’টা দেখছে। এটাই তো বড় পাওনা'।
চিরসখা-য় রাজার বিপরীতে দেখা মিলছে লাভলি মৈত্র-র। আপতত পুরী-তে সপরিবারে ছুটি কাটাচ্ছে কোজাগরী। সেখানে ক্যামেরা হাতে ছবি তুলতে গিয়ে কোন নতুন বিপদের মুখে পড়বেন অভিনেত্রী, আর কীভাবে নতুন বৌঠানকে রক্ষা করবে সুদীপ, তাই ধরা পড়বে সিরিয়ালের আগামী এপিসোডে।