বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakul Preet Sigh: 'অশ্লীলতা নেই,পরিবারের সঙ্গে বসে দেখতে পারবেন ডক্টর জি', আশ্বাস রকুলের!

Rakul Preet Sigh: 'অশ্লীলতা নেই,পরিবারের সঙ্গে বসে দেখতে পারবেন ডক্টর জি', আশ্বাস রকুলের!

রকুল প্রীত সিং 

‘স্ত্রী-রোগ বিশেষজ্ঞ যদি পুরুষ হয় তাহলে সমস্যাটা কোথায়? যোগ্যতাই সাফল্যের মাপকাঠি, তাঁর লিঙ্গ নয়’- সাফ কথা রকুলের। 

কখনও 'স্পার্ম ডোনার' তো কখনও সমকামী- পর্দায় আয়ুষ্মান খুরানা ছক ভাঙতে ওস্তাদ। ফের একবার ছকভাঙা ছবি নিয়ে হাজির ‘ভিকি ডোনার’। ছবির নাম ‘ডক্টর জি’, এই সফরে তাঁর সঙ্গী রকুল প্রীত সিং। শুক্রবার মুক্তি পেতে চলেছে এই ছবি। চলতি বছর বেজায় কর্মব্যস্ত অভিনেত্রী। একের পর এক ছবি রিলিজ করছে তাঁর। এই ছবিতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসাবে দেখা যাবে অভিনেত্রীকে। 

উত্তরপ্রদেশের মেয়ে ফাতিমা, এমবিবিএস পাশ করে গাইনোকলজি নিয়ে পড়াশোনা করছে। চিকিৎসকের চরিত্রে অভিনয় চাড্ডিখানি কথা নয়। এর জন্য রীতিমতো গাইনোলজির ক্লাস করেছেন রকুল। তাঁর কথায়, ‘মেডিক্যাল টার্মস শিখতে এক মাস ক্লাস করেছি। এরপর রীতিমতো গাইনোকলজির ক্লাস করতে হয়েছে, কীভাবে অপারেশন টেবিলে কথা বলতে হয়, যে সকল যন্ত্রগুলো ব্যবহার হয় তার নাম কী, সদ্যজাতকে কী করে ধরতে হয়- আর কত্তো কী! আমাদের সেটেও একজন স্ত্রী-রোগ বিশেষজ্ঞ থাকতেন’। 

গাইনোকজলি বিষয়টা আজও যেন আমাদের সমাজে একটা ট্যাবু। কিন্তু ‘ডক্টর জি’, একটা পারিবারিক ছবি বিশ্বাস অভিনেত্রীর। তিনি জানালেন, ‘খুব সুন্দর করে চিত্রনাট্য়টা লেখা। আমার কিন্তু মোটেই উপদেশ দেওয়ার চেষ্টা করছি না এই ছবির মাধ্যমে, আমরা শুধু বলতে চাইছি-একটা পেশা কখনও নির্দিষ্ট কোনও লিঙ্গের মধ্যে আটকে থাকতে পারে না, তোমার যোগ্যতাই তোমার সাফল্যের মাপকাঠি। আমাদের দেশের অন্যতম সেরা স্ত্রী-রোগ বিশেষজ্ঞরা কিন্তু পুরুষ। অথচ আমরা মেয়েরাই অনেক সময় তাঁদের সামনে নিজের সমস্যা খুলে বলতে পারি না। আমি সকলকে আশ্বস্ত করছি এই ছবিটা আপনি নিজের বাবা-মা, পুরো পরিবারের সঙ্গে বসে দেখতে পারবেন, এতটুকুও অশ্লীল মনে হবে না’। 

বলিউডে নতুন হলেও, দক্ষিণী ছবির প্রতিষ্ঠিত নাম রকুল প্রীত সিং। দেশজুড়ে এখন দক্ষিণী ছবির রমরমা। ভাষা এখন আর কোনও অন্তরায় নয়। এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘এটা হওয়ারই ছিল, দিনের শেষে আমরা সবাই ভারতীয়। আমাদের ভাষা বা প্রদেশ আলাদা হলেও আমাদের আবেগটা এক। যে ছবিতে ইমোশন আছে, তার ভাষা যাই হোক না- সেটা আপনার মনে ঘর করে নেব। আজকে উত্তর ভারতের মানুষজন তামিল বা তেলুগু ছবি দেখছে তার একমাত্র কারণ সেটা ভালো ছবি, আর সেটাই তো কাম্য’। 

ছবিতে আয়ুষ্মানের চরিত্রের নাম নাম ডঃ উদয় গুপ্তা। রকুল-আয়ুষ্মানের সিনিয়র ডাক্তাদের চরিত্রে রয়েছেন শেফালি শাহ। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুভূতি কশ্যপ। 

বন্ধ করুন