বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘লুকিয়ে মুখ্যমন্ত্রীকে মেসেজ...’, ‘বিনোদিনী’ রূপে রুক্মিণীই কেন, প্রশ্নের জবাবে HT বাংলাকে রামকমল দিলেন Exclusive জবাব
পরবর্তী খবর

‘লুকিয়ে মুখ্যমন্ত্রীকে মেসেজ...’, ‘বিনোদিনী’ রূপে রুক্মিণীই কেন, প্রশ্নের জবাবে HT বাংলাকে রামকমল দিলেন Exclusive জবাব

বিনোদিনী হিসেবে রুক্মিণীকেই কেন বেছেছেন রামকমল?

Ram Kamal Mukherjee Exclusive: বিনোদিনী একটি নটীর উপাখ্যান মুক্তি পাওয়ার আগে ছবি বানানোর গল্প থেকে রুক্মিণী মৈত্র, বাংলা ছবির বর্তমান অবস্থা নিয়ে হিন্দুস্থান টাইমস বাংলাকে কী জানালেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়?

পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলল। বিনোদিনী একটি নটীর উপাখ্যান মুক্তি পাওয়ার আগে ছবি বানানো-লড়াইয়ের গল্প থেকে নায়িকা, বাংলা ছবির বর্তমান অবস্থা নিয়ে হিন্দুস্থান টাইমস বাংলাকে কী জানালেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়?

কেমন আছেন?

রামকমল: এই রে, এটা এখন ঠিক বলতে পারব না।

কেন টেনশন হচ্ছে?

রামকমল: টেনশন হচ্ছে না। উত্তেজনা কাজ করছে একটা। বহু প্রতীক্ষার পর আমাদের সবার স্বপ্ন কোথাও গিয়ে প্রতিফলিত হতে চলেছে। আমাদের গোটা টিমের ৫ বছরের একটা সফর তো... সেই জন্যই একটা উত্তেজনা কাজ করছে। যাঁদের জন্য সিনেমাটা বানানো, মানে এই পুরো কষ্টটা তো দর্শকদের জন্যই করা, তাঁদের যেন এটা ভালো লাগে। তাঁরা যেন এটাকে গ্রহণ করেন এটাই এখন আমার একমাত্র চাওয়া এখন।

আরও পড়ুন: সত্যি বলে সত্যি কিছু নেই এর সেটে ভয়ে ভয়ে থাকতেন সৌরসেনী! কাকে নিয়ে বললেন, '...ভুল করলেই যদি অপমান করে?

প্রযোজক নিয়ে সমস্যা হচ্ছিল বলেছেন। লড়াইটা কেমন ছিল?

রামকমল: আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেই সময়টা খুব খারাপ যাচ্ছিল। ২০১৯-এ ছবিটা ঘোষণা করা হয়। ২০-২১ তো লকডাউন ছিল। সেই সময় সবাই OTT-কেন্দ্রিক হয়ে গিয়েছিল। সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছিল। তো যাঁরা এসেছিলেন সিনেমাটা করবে বলে তাঁরা বললেন এখন তো কেউ সিনেমা হলে যাবে না। তাহলে এইরকম ভাবে বানানো কেন? বলা হল ‘ছোট বাজেটের ঘরোয়া ফ্যামিলি ড্রামা করো, থ্রিলার করো’। বায়োপিক করতে না করা হল, তার উপর আবার মহিলাকেন্দ্রিক ছবি যেখানে তথাকথিত কোনও বক্স অফিস হিরো নেই। এই জিনিসগুলোর সম্মুখীন হতে হচ্ছিল। যাঁরা রাজি হয়েছিলেন তাঁরা পিছিয়ে যান।

রুক্মিণী মৈত্রকেই কেন বিনোদিনী হিসেবে ভেবেছিলেন?

রামকমল: আমার মনে হয়েছিল ওর মধ্যে সেই ব্যাপারটা আছে। সেই স্মার্টনেস আছে। চরিত্রটা বুঝতে পারবে বলে মনে হয়েছিল। রুক্মিণীর মধ্যে সেই ব্যাপারটা আমি দেখতে পেয়েছিলাম। রুক্মিণীর সঙ্গে আমার আলাপ, বন্ডিং অনেক পুরনো, প্রায় ২০১৭ বা তার আগে। তখনও ও সিনেমায় আসেনি, NT ১ স্টুডিওয় শ্যুটিং করছিল চ্যাম্পের। তখন আমরা অনেক গল্পের বই নিয়ে আলোচনা করেছিলাম, কবিতা, ফ্যাশন, মিউজিক নিয়ে আলোচনা করেছিলাম। আমি তখনই বুঝেছিলাম যে ও বুদ্ধিদীপ্ত ভীষণ। সিনেমা করছে মানে তার বাইরে কিছু জানে না, গল্পের বই পড়ে না, পড়াশোনা করে না, বা সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় আছে ওরম না। ও আলাদা বাকিদের থেকে। আর এই বন্ডিং তৈরি হওয়ার পর যখন আমি ভাবলাম যে বাংলায় আমি বিনোদিনী বানাব তখন ওর কথায় মাথায় এল।

ট্রেলার থেকে গান কেমন সাড়া পাচ্ছেন?

রামকমল: রেসপন্স ভীষণ ভালো পাচ্ছি। আমার মনে হচ্ছে যে বাঙালিরা বোধহয় আশা করছে যে এটা একটা অন্যধরনের ছবি হতে চলেছে। এটার ভিজ্যুয়াল, ট্রিটমেন্ট আলাদা হবে বলে তাঁরা বিশ্বাস করছেন। তো আমরাও যেটা চেষ্টা করেছি সেটা এবার পরীক্ষায় উত্তীর্ণ হবে কী হবে না সেটা দর্শকরা বলবেন।

আশুতোষ গোয়ারিকরের সঙ্গে দেখা করলেন রুক্মিণী, ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকেও ডাক পেলেন বিনোদিনীর জন্য। আপনাদের হাত ধরে বাংলা ছবি এক নতুন উচ্চতায় গেল, কেমন লাগছে?

রামকমল: প্যান ইন্ডিয়া ফিল্ম বলে তামিল, তেলুগু, মালায়লাম সহ সব ছবি উদযাপন করছি যেটা খুব ভালো জিনিস। করা উচিতও। তেমন ভাবেই আমি চাই বাংলা ছবিটাকেও উদযাপন করতে। বাংলা ছবি কেন পশ্চিমবঙ্গের গণ্ডির মধ্যে শেষ হবে? আমাদের কাছে এত সাহিত্য আছে, গান আছে, গল্প আছে, অভিনেতা, অভিনেত্রী আছে তাহলে কেন নয়? আমাদের থেকে তো শিল্পী, ট্যালেন্ট নিয়ে গিয়ে ওরা জাতীয় স্তরে ব্যবহার করে। আমাদের প্রতিভা যখন আমাদের শহরেই আছে, তাহলে আমরা কেন আমাদের বাংলা ছবি করার সময় কার্পণ্য করি? এটার উত্তর আমি পাইনি। কার্পণ্যতাটা আমি দূর করতে চেয়েছি। আর তাতে আমার সহযোগী হয়েছে প্রমোদ ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। এই দুই প্রযোজক না থাকলে হতো না। আর ন্যাশনাল স্কুল অব ড্রামায় বিনোদিনীর সম্মান পাওয়ার বিষয় বলি, উনি তো নাট্যসম্রাজ্ঞী ছিলেন। তো ওখান দিয়ে যখন আমাদের ডাকল, সম্মান দিলেন ওঁরা তখন কিন্তু মনে হল আমরা সবাই কোথাও গিয়ে এক। সিনেমা, নাটক, যাত্রা, বইমেলা, গান, বাউলগীতি সবই তো এক ছাদের তলায়। রামকৃষ্ণ বলে গেছিলেন 'এতে লোকশিক্ষে হবে।' আমরা তো লোক শিক্ষা দিই। বই পড়ার সঙ্গে গান, নাটক, সিনেমা সবেই তো লোক শিক্ষা হয়। 'মানুষের কাছে সহজে পৌঁছাতে হয় যদি, কিছু বলতে হয় যদি তাহলে স্টেজ, অভিনয়ের মাধ্যম দিয়ে বলো', উনি তো বলেই গেছেন। সেটাই কোথাও গিয়ে এত বছর পর এক হল, ন্যাশনাল স্কুল অব ড্রামা একটা সিনেমাকে সেই সম্মান দিল।

আরও পড়ুন: ঢেউয়ে চেয়ার উল্টে গেছিল, সেটা তোলার পর দেখা গেল তার নিচে কাঞ্চনদা: সুহোত্র

আপনাদের লড়াইয়ের ফসল, স্টার থিয়েটারের নাম বদলে আজ সেটা বিনোদিনী থিয়েটার।

রামকমল: এটার ক্রেডিট আমি নিতে চাই না। আমি এটার অধিকারী নই। আসল যুদ্ধটা কিন্তু রুক্মিণী লড়েছে। ও একদিন ভোরবেলা দিদিকে (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে) একটা পাঁচ পাতার মেসেজ পাঠিয়েছিল। সেটার সাক্ষী আমি ছিলাম, আর কেউ না। লুকিয়ে সাক্ষী আর কী! (হাসি) কিন্তু ব্যাপার রাতারাতি হয়নি, মানুষ যেমনটা ভাবছে। উনি সবটা দেখে বুঝে, ধাপে ধাপেই করেছেন যা করার। আমি খুব কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে উনি এটা করেছেন। আমার অবদান বলতে আমি যখন থেকে এই ছবি নিয়ে কাজ শুরু করেছি তখন থেকে ভেবেছি স্টার থিয়েটারের নাম যেন বি থিয়েটার বা বিনোদিনী থিয়েটার হয়ে যায়। উনি (নটী বিনোদিনী) তো এই একটাই জিনিস চেয়েছিলেন, ওঁর নামে একটা থিয়েটার। আমাদের দেশ স্বাধীন হল, নাট্য আন্দোলন হল, এত সরকার এল গেল, রাস্তা-জায়গার নাম বদলালো, কলকাতা ভারতের প্রথম শহর যেখানে মেট্রো চালু হল কিন্তু তাও কারও মনে হল না ওঁর নামে একটা স্টেশন হোক। কেন কেউ ভাবেননি জানি না। নতুন মূর্তি, বাড়ি সহ সব কিছুই হল, বাংলা অনেক কিছুর সাক্ষী থেকেছে। তাও বিনোদিনী দাসীর নামে কিছু হয়নি। এখন স্টার থিয়েটারের নাম বদলালো বলেও লোকে নানা কথা বলছে যে ওটা তো সিনেমা হল, উনি তো সিনেমা হল চাননি। কেউ আবার বলছেন ওটা বিনোদিনীর বানানো স্টার থিয়েটার নয়। তাহলে ওঁরা কোন থিয়েটারের কথা বলছেন? কলকাতার বুকে তো একটাই স্টার থিয়েটার ছিল কিছুদিন আগে অবধি। সেটাই বিনোদিনী থিয়েটার হয়েছে। আসলে নিন্দে করতে চাইলে পূর্ণিমার চাঁদ নিয়েও করা যায়।

অনেকে তো এটাও বলছেন যে দেব প্রযোজক বলেই রুক্মিণীকে মুখ্য চরিত্রে নিয়েছেন।

রামকমল: মানুষ নিজের মতো নিজেরা ন্যারেটিভ বানিয়ে নেয়। আর যেহেতু তাঁরা সেটা গড়েছেন, সেটা তাঁদের ভাঙতে কষ্ট হয়। জল্পনায় কতটা সততা আছে কতটা নয়, সেটা কেউ দেখে না। রুক্মিণী আছে মানেই সবাই ভেবে নিয়েছে দেবও আছে। দেব তাঁর নিজের মতো আলাদা একজন অভিনেতা, আর তাঁর প্রযোজিত ছবিতে কাকে কোন চরিত্রে নেওয়া হবে সেটা পরিচালক ঠিক করেন। যদি পরিচালক মনে করেন যে তাতে রুক্মিণীকে নেওয়া হবে, তবেই নেওয়া হয়। দেব ভীষণ প্রফেশনালি কাজ করেন। আমরা যখন এই প্রজেক্ট নিয়ে কথা বলতে যাই আমায় আর রুক্মিণীকে প্রপার ইমেইল করে সময় নিয়ে যেতে হয়েছিল। ওঁর অফিসে গিয়ে প্রপার আমাদের আলোচনা হয়েছে সব বিষয়টা নিয়ে। খালি দেব আমার বা রুক্মিণীর বন্ধু বলে, আর বন্ধুছলে খেলা করতে করতে সিনেমা বানানো হয়নি কিন্তু।

আরও পড়ুন: 'খোলা জায়গাতেও যে দমবন্ধ লাগতে পারে সেটা সৃজিত দেখাল', সত্যি বলে সত্যি কিছু নেই প্রসঙ্গে কেন এমন বললেন অনির্বাণ?

বিনোদিনীর পর, আগামীতে আশা করছেন যে বাংলায় আরও মহিলাকেন্দ্রিক ছবি হবে? মহিলাকেন্দ্রিক ছবি হলে তাতে বিনিয়োগ করা হবে? কী মনে হয়?

রামকমল: একদম। আমি তো চাই এমন ছবি হোক আরও বাংলায়। সমৃদ্ধ, গ্ল্যামারাস, মিউজিক্যাল কমার্শিয়াল বড় পর্দার ছবি হোক, যেটা আমরা হারিয়ে ফেলছি। খাদান বড় পর্দার ছবি, সেটা মানুষকে হলমুখী করার চেষ্টা করল, হল-ও। কিন্তু বড় পর্দার ছবি বলে অনেক সময় সিনেমা হলে গিয়ে দেখে মনে হয় সিরিয়াল দেখছি যেটা বাড়িতে সাড়ে ছয়টায় দেখি, সেটার তো কোনও মানে হয় না। তাই জন্য লোকে OTT- মুখী হয়েছে। আজ চারজন যদি সিনেমা হলে ছবি দেখতে যান ২০০০ টাকা খরচ হয়ে যায়। তাহলে মানুষ দেখছে আমি ২০০০ টাকা দিয়ে একটা বছরের সাবস্ক্রিপশন পেয়ে যাব একটা OTT মাধ্যমের তাহলে আমি কেন সিনেমা হলে গিয়ে একটাই সিনেমা দেখব? আবার এই বাঙালিরাই কিন্তু পুষ্পা, বাহুবলী হাউজফুল করছে। লার্জার দ্যান লাইফ যেই ভাবা হচ্ছে এই দর্শক কিন্তু গিয়ে হল ভরাচ্ছে। এই দর্শক গিয়ে স্ত্রী দেখছে। তার মানে তাঁরা জানে বড় পর্দায় গিয়ে দেখার মতো মজা যদি তাঁরা কোনও ছবিতে পাবেন তাহলে তাঁরা সেটার জন্য টাকা খরচ করবেন। সিরিয়ালের মতো লাগলে কিন্তু OTT-র জন্য অপেক্ষা করবে।

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? ২১ জুন ২০২৫র রাশিফল রইল বিহারে নির্মীয়মান বাড়িতে গেলেন ফারাহর রাঁধুনি, সঙ্গে গেলেন পরিচালকও? ট্রোলারদের পাল্টা কটাক্ষ মাহভাশের! বললেন, 'যুজি ভাই তো কেরিয়ার বানিয়ে দিল...' নজিরবিহীন! ক্রিকেটের ইতিহাসে আর কেউ যা পারেননি সেটাই করলেন যশস্বী জয়সওয়াল কেরলে ৬ দিন আটকে থাকা ব্রিটেনের F-35 যুদ্ধবিমান কি এখনও সংকটে? এল নয়া আপডেট অমিতাভের রিজেক্ট করা ছবি করেই রাতারাতি সুপারস্টার বনে যান অনিল কাপুর!কোন সিনেমা? শুধু ‘সিতারে জামিন পর’ নয়, আমিরের এই ছবিগুলিও হলিউডের ছবির নকল! তালিকায় আছে কী? ফের রেল দুর্ঘটনা! ট্রলির সঙ্গে ট্রেনের ধাক্কা, মৃত ১, আহত ৪, কোথায় ঘটল? বাড়ি এক হলেও থাকেন আলাদা ঘরে, দুই দাদার পর কী এবার ভাঙতে চলেছে অর্পিতার সংসারও? অমিতাভের এই ছবি রিজেক্ট করেন ধর্মেন্দ্র, রিলিজের পর বদলে গিয়েছিল বিগ বির লাইফ!

Latest entertainment News in Bangla

বিহারে নির্মীয়মান বাড়িতে গেলেন ফারাহর রাঁধুনি, সঙ্গে গেলেন পরিচালকও? ট্রোলারদের পাল্টা কটাক্ষ মাহভাশের! বললেন, 'যুজি ভাই তো কেরিয়ার বানিয়ে দিল...' অমিতাভের রিজেক্ট করা ছবি করেই রাতারাতি সুপারস্টার বনে যান অনিল কাপুর!কোন সিনেমা? শুধু ‘সিতারে জামিন পর’ নয়, আমিরের এই ছবিগুলিও হলিউডের ছবির নকল! তালিকায় আছে কী? বাড়ি এক হলেও থাকেন আলাদা ঘরে, দুই দাদার পর কী এবার ভাঙতে চলেছে অর্পিতার সংসারও? অমিতাভের এই ছবি রিজেক্ট করেন ধর্মেন্দ্র, রিলিজের পর বদলে গিয়েছিল বিগ বির লাইফ! মনের মানুষের সঙ্গে প্যারিসে ভ্রমণ ঋতাভরীর, পোস্ট করলেন একগুচ্ছ ছবি সদ্যই হারিয়েছেন স্বামীকে, জানেন করিশ্মা মোট কত কোটি সম্পত্তির মালিক? টিজার মুক্তি পেতেই বিতর্কে দ্য বেঙ্গল ফাইলস, বিবেকের বিরুদ্ধে FIR তৃণমূল নেতার প্রয়াত পাকিস্তানি অভিনেত্রী আয়েশা খান, সপ্তাহখানেক পর ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ

IPL 2025 News in Bangla

সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট প্রীতি জিন্টার প্রশ্ন শুনে অবাক রিকি পন্টিং! কী বললেন পঞ্জাব কিংসের হেড স্যার? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর বিরাট কোহলির জন্য ক্যাপ্টেনের প্রচলিত রীতি ভাঙলেন RCB-র অধিনায়ক রজত পতিদার অধিনায়ক হিসেবে রোহিত-গিলকে চ্যালেঞ্জ দেওয়া শুরু শ্রেয়সের! বলছেন BCCI কর্তারাই ‘সিতারে জামিন পর’-র প্রিমিয়রে সচিন! আমিরের বাড়িতে লিটল মাস্টারের নামে স্লোগান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.