বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranojoy-Shyamoupti: ‘আমরা মোটেই বন্ধু-টন্ধু নই’,শ্যামৌপ্তির সঙ্গে প্রেমচর্চা তুঙ্গে! মুখ খুললেন রণজয়

Ranojoy-Shyamoupti: ‘আমরা মোটেই বন্ধু-টন্ধু নই’,শ্যামৌপ্তির সঙ্গে প্রেমচর্চা তুঙ্গে! মুখ খুললেন রণজয়

প্রেমচর্চা নিয়ে অকপট জবাব রণজয়ের 

Ranojoy-Shyamoupti: প্রেম তো দূরে থাক, ‘গুড্ডি’ নায়িকা শ্যামৌপ্তির সঙ্গে নাকি শুধু পেশাদার সম্পর্ক রণজয়ের। তাঁরা ভালো বন্ধু নন! প্রেমচর্চায় জল ঢেলে নিজেকে ‘সিঙ্গল’ বললেন রণজয়। 

একটা সময় রণজয়-সোহিনীর প্রেম ছিল সবার মুখেমুখে। সময় বদলেছে, সম্পর্ক ভেঙেছে। এখন সোহিনীর কাছে সবই শোভন! আর রণজয়? সোহিনীর সঙ্গে ব্রেকআপ হতে না হতেই ‘গুড্ডি’ কো-স্টার শ্যামৌপ্তির সঙ্গে তাঁর রসায়ন নিয়ে চর্চা সর্বত্র। দুজনের অফস্ক্রিন কেমিস্ট্রি শুরু থেকেই নজর কেড়েছে। আরও পড়ুন-চ্য়ানেল বদলে জি বাংলায় ‘গুড্ডি’র স্যারজি! শ্বেতার সফরসঙ্গী হওয়া প্রসঙ্গে মুখ খুললেন রণজয়

'গুড্ডি' ধারাবাহিক শেষ হতেই 'ঝনক'-এর শ্যুটিং করতে কাশ্মীরেও পাড়ি দিয়েছিলেন রণজয় ও শ্যামৌপ্তি। চলতি সপ্তাহের গোড়া থেকেই স্টার প্লাসে সম্প্রচার শুরু হয়েছে ‘ঝনক’-এর। পছন্দের জুটিকে একসঙ্গে দেখে খুশি রণজয়-শ্যামৌপ্তির ভক্তরা। দুজনের প্রেমের গুঞ্জন কানে গিয়েছে রণজয়েরও। তবে গোটা বিষয় নিয়ে তিনি যা বললেন তা অবাক করবে! 

হিন্দুস্তান টাইমস বাংলাকে রণজয় জানান, প্রেম তো দূর অস্ত, তাঁরা নাকি ভালো বন্ধুও নন! শুধুই ‘কলিগ’। রণজয়ের সাফ কথা, ‘আমরা মোটেই দারুণ বন্ধু-টন্ধু একেবারেই নই। নর্ম্যাল কলিগ যেমন হয়,তেমনই। কাজের জায়গায় যখন দেখা হয়, আমরা নিজেরাও সত্যি অবাক হই। শ্যামোপ্তি আর আমি আলোচনা করি, পুরো ব্যাপারটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? সেও বলে আমিও বুঝতে পারি না কীভাবে রিঅ্যাক্ট করব। যা হচ্ছে হতে দাও, লোকে যা ইচ্ছে করুক।' 

শ্যামৌপ্তির সঙ্গে রণজয়ের বয়সের ফারাক অনেকটাই। অভিনেতার কথায়, নায়ক-নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। জানালেন, ‘ভারতবর্ষে সিনেমা করলে বা সিরিয়াল করলে হিরো-হিরোইনদের নিয়ে আলোচনা হওয়াটাই স্বভাবিক। সেখানেই তারা সাক্সেসফুল। হয়ত তারা মন দিয়ে কাজটা করেছে। প্রোজেক্ট শেষ হওয়ার পরেও লোকজন যদি এমনভাবে তাহলে হয়ত কোথাউ গিয়ে আমরা মন দিয়ে কাজটা করতে পেরেছিলাম।’ তাহলে রণজয় কি এখন সিঙ্গল? প্রশ্ন শুনে মুচকি এসে জবাব এল, ‘আমি তো অনেক দিন ধরেই সিঙ্গল’। 

ঝনক-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেও দর্শকদের ভালোবাসা পেয়ে আপ্লুত রণজয়। বললেন,'আমি একটু অবাকই হয়েছি। আমরা কোনওভাবেই প্রোজেক্টটার লিড নই। শৈবালদা যখন বলেছিল আমি নিজে থাকতেই করতে চেয়েছিলাম, ভাবলাম একটা কাশ্মীর ট্যুরও হয়ে যাবে। শৈবালদা বড় দাদার মতো, ওঁনাকে আগেভাগই বলে রেখেছিলাম ফেরাটা কিন্তু আমার হাতে। সেখানে শ্য়ুট করি, ফিরে আসি আবার শ্যুট করি। খুব মজা করে কাজটা হয়েছে, জার্নিটা খুব সুন্দর ছিল। দেখলাম,লিড কাস্টের সঙ্গে আমাদেরও ছবি লাগিয়ে সোশ্যালে শেয়ার করছে লোকজন। এখনও ফোনে ওদের (ঝনকের কাস্ট) সঙ্গে কথা হয়।'

টেলিপাড়ায় জোর গুঞ্জন জি বাংলার আসন্ন মেগায় শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে জুটিতে দেখা যাবে রণজয়কে। সেই খবরে সিলমোহর দিতে না-রাজ রণজয়। জানালেন, এই মুহূর্তে তিনি ব্যস্ত নিজের একক নাটক নিয়ে। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.