পয়লা বৈশাখ মানেই ভরপুর বাঙালিয়ানা! চেটেপুটে উপভোগ করা নতুন বছরের শুরুটা। এদিন পাতে চাউমিন কিংবা কাবাব থাকে না কারওরই, বরং গরম ভাত, মুগ ডাল, মটন, চাটনি, পায়েসে পেট আর মন দুটোই ভরে। বাংলা বছরের শুরুটা আমার-আপনার তো এভাবেই কাটবে, তা এবছর কী করছেন টলিউডের ক্রাশ, সুন্দরী নায়িকা ঋতাভরী চক্রবর্তী?
অভিনেত্রীর পয়লা বৈশাখের পরিকল্পনা নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল ঋতাভরীর সঙ্গে। জানালেন, এই দিনটা কাটাবেন পরিবারের সঙ্গে। নতুন জামা, খাওয়া-দাওয়ার সঙ্গে, কাছের মানুষের সঙ্গে গল্প-আড্ডায় জমজমাট থাকবে তাঁর নতুন বছরের প্রথম দিনটা।
আরও পড়ুন: অক্ষয় ছাপিয়ে গেল অজয়কে! ৩ দিনে বক্স অফিসে কত আয় ময়দান-বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ
ঋতাভরী বললেন, ‘বাড়ির সকলের জন্য, বন্ধুদের জন্য পয়লা বৈশাখের জামা কিনি। একাধিক করেই কিনি। বাড়িতে বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন থাকে। আমি একটা স্কুল চালাই-আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ বলে। ওরা আমার নিজের বাচ্চার মতো। ওদের সঙ্গে নববর্ষ উদযাপনের একটা ইচ্ছে তো থাকেই। আসলে একটাদিন সবার ছুটি থাকে। বাড়ির সকলে মিলে গল্পগুজব করে দিনটা কাটানোই আসল। এটাই আমার কাছে পয়লা বৈশাখের উদযাপন।’
আরও পড়ুন: ওরি-কে নাচতে দেখে হেসে ফেললেন তৃণা! কাঁধে হাত দিয়ে তুললেন ছবি স্পেশাল পোজে
কী পড়বে পাতে পয়লা বৈশাখে? ঋতাভরী জানান, ‘মায়ের (শতরূপা সান্যাল) তদারকিতেই এদিন বাড়িতে রান্না হয়। মায়ের একটা টিপিক্যাল মেনু থাকে প্রতি বছর। লুচি তরকার, পোলাও মাংস। নানা রকমের মিষ্টি। এখানে আমার কোনও বক্তব্য নেই। ওটাই আমরা হাসিমুখে সবাই উপভোগ করি।’
আর পয়লা বৈশাখের পোশাক? ঋতাভরী জানালেন, ‘শাড়ি তো অবশ্যই। মায়ের কিনে দেওয়া শাড়িটাই এদিন পরি। এবারেও মা যেই শাড়িটা দিয়েছে, ওটা পরব।’
আরও পড়ুন: সলমন খানকে খুনের চেষ্টা? রবিবার সকালে গ্যালাক্সি-র সামনে চলল গুলি, তদন্তে পুলিশ
পয়লা বৈশাখে কি প্রেমিক তথাগতকে কোনও উপহার দিলেন ঋতাভরী? উলটো দিক থেকে এল নতুন জামা? প্রশ্ন রাখা হয়েছিল ব্রহ্মা জানেন গোপন কম্মোটির শবরীর কাছে। তবে স্পষ্ট জানালেন, ‘কোনও মন্তব্য করতে চাই না’!
পরিবার থেকে পয়লা বৈশাখ সব নিয়ে খোলাখুলি আড্ডা দিলেও, প্রেমের ব্যাপারটা উহ্যই রাখলেন তিনি। এর আগে এক সংবাদমাধ্যমকে ঋতাভরী জানিয়েছিলেন, একেকসময় কোনও অভিনেতার প্রেমিক বা প্রেমিকাই আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়ায়। কাজের থেকে ফোকাস সরে যায় দর্শকদের। তেমনটা তিনি অন্তত চান না।
বিগত কয়েক বছরে শুধু টলিউড নয়, বলিউডেও কাজ করেছেন ঋতাভরী। রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় ব্রোকেন ফ্রেমে-র মুখ্য চরিত্রে ছিলেন। মুম্বইয়ে বেশ কয়েকটি বিজ্ঞাপনের শ্যুটে তাঁকে দেখা গিয়েছে। স্ক্রিন শেয়ার করেছেন, অমিতাভ বচ্চনের সঙ্গে। বাংলা সিনেমায় তাঁর শেষ কাজ ফাটাফাটি। এরপর মীর ফলকের ওয়েব সিরিজ নন্দিনীতে কাজ করেন। এটি দিয়েও ওয়েবের দুনিয়ায় হাতেখড়ি হয় তাঁর।