বাংলা নিউজ > বায়োস্কোপ > Rudranil: ‘যাঁরা আসলে গলা ফাটালেন সেই রাজ-পরমব্রতকে নবান্নে ডাকা হল না, সবই আসলে তৃণমূলের চিত্রনাট্য’, বিস্ফোরক রুদ্রনীল

Rudranil: ‘যাঁরা আসলে গলা ফাটালেন সেই রাজ-পরমব্রতকে নবান্নে ডাকা হল না, সবই আসলে তৃণমূলের চিত্রনাট্য’, বিস্ফোরক রুদ্রনীল

'সমস্যা মেটেনি, আগুনে ছাই চাপা দেওয়া হয়েছে', বলছেন রুদ্রনীল

রুদ্রনীলের কথায়, ‘আসলে গোটা রাজ্যে তৃণমূলের সঙ্গে তৃণমূলের যে লড়াই, এটা সেটারই একটা মেকআপ করা লুক। আসলে এটা তৃণমূলের সাংসদ দেব, তৃণমূলের বিধায়ক রাজ, আর অন্যান্য পরিচালকরা যাঁরা প্রচ্ছন্ন তৃণমূলের নিরব সমর্থক, তাঁদের সঙ্গে টালিগঞ্জের নিয়ন্ত্রণ অরূপ বিশ্বাস-স্বরূপ বিশ্বাসের লড়াই।

বেশ কয়েকদিনের টালবাহানার পর ছন্দে ফিরেছে টলিপাড়া। বুধবার থেকে শুরু হয়েছে শ্যুটিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিচালক-ফেডারেশের ঝামেলা মিটেছে। যদিও বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা রুদ্রনীল ঘোষ বলছেন অন্যকথা। তাঁর সাফ কথা, 'ছাই চাপা দেওয়াকে মিটে যাওয়া বলে না। সমস্যা থেকে গেলো, আগুন আবার জ্বলবে।'

কিন্তু কেন এমন মনে হয়েছে রুদ্রনীল ঘোষের? এবিষয়ে কথা বলতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে রুদ্রনীলের সঙ্গে যোগাযোগ করা হয়। রুদ্রনীল বলেন, ‘টেকনিশিয়ান-আর্টিস্ট, প্রডিউসর, ডিরেক্টর, এই ৪ জন ছাড়া অডিও ভিজুয়্যালের কাজ অসম্ভব। এদের কোনও ১ পক্ষেরই মতামতে ইন্ডাস্ট্রি চলতে পারে না। বর্তমান রাজ্য সরকারের ভুল শিল্পনীতি, বাণিজ্যনীতির জন্য পশ্চিমবঙ্গ আর্থিকভাবে ভেঙে পড়েছে। আর ফেডারেশনের নীতির ফলে প্রযোজকরা লাভের মুখ দেখছেন না, ফিরে যাচ্ছেন। তাই খরচ কমাতে হবে। ফেডারেশনের নিয়ম-নীতি শিথিল করতে হবে। আর ফেডারেশনের মাথায় বসে আছেন, তৃণমূল নেতা-মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, আরেক তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। যিনি আবার অনেকগুলো অটো ইউনিয়নের সভাপতি। যিনি পশ্চিমবঙ্গে অটো চালান, তাঁকে যদি টলিউড চালানোর দায়িত্ব দেওয়া হয়, তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই। আর যাঁরা সেখানে আছেন, সকলেই আহত হবেন। বহু প্রযোজক এরাজ্যে আসছেন না শুধু ফেডারেশেনর তালিবানি ফতোয়ার জন্য।'

রুদ্রনীলের প্রশ্ন, পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নেওয়া হবে কি হবে না, সেটা ফেডারেশন ঠিক করে দেবে! এটা তো পরিচালকের অসম্মান। তবে রাহুলকে ধরেই আন্দোলন হল, ইন্ডাস্ট্রির সমস্যার কথা উঠে এল, তবে সেটা নবান্নে গিয়ে মেটার কোনও কারণ দেখি না। টলিউডে বসেই প্রতিটি সংগঠনের তরফে প্রতিনিধে রেখেই তো মিটিয়ে নেওয়া যেত। আর সবথেকে বড় কথা, এই আলোচনায় শুরু থেকেই প্রযোজক, ডিস্ট্রিবিউটরদের যে সংস্থা ইম্পা, তাঁদের কেন আড়াল করা হল জানি না! প্রযোজকরাই তো আসল, তাঁরাই তো টাকা ঢালেন। আসলে গণ্ডোগোলটাকে জিইয়ে রাখা হল। এটা তৃণমূলের পরিকল্পিত চিত্রনাট্য। মুখ্যমন্ত্রী চটকরে সমস্যা মিটিয়ে দিলেন। পরিকল্পিত চিত্রনাট্যে তৃণমূলের সঙ্গে লড়াইয়ে জিতল তৃণমূল। ফলাফলও জানাল তৃণমূল। আসলে সবই থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড়'।

স্পষ্ট বক্তা রুদ্রনীলের কথায়, ‘নবান্নের বৈঠকে কাদের ডাকা হল? সবকিছুর ঊর্ধে থাকা সম্মানীয় দুই মানুষ গৌতম ঘোষ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যাঁরা কিনা আসন্ন ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপার্সন এবং কো-চেয়ারপার্সন। তাঁরা নাকি এই বৈঠকে নিরপেক্ষ ভূমিকা নেবেন, তাঁদের তো ইতিমধ্যেই পদ দেওয়া হয়েছে। তাঁরা রাজ্য সরকারের সম্মানার্থে এমনিতেই কোনও কঠিন কথা বলতে পারবেন না। অথচ যাঁরা শুরু থেকে সমস্যা নিয়ে আওয়াজ তুললেন, সেই রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়কে মিটিংয়ে ডাকা হল না। অরিন্দম শীলকেও ডাকা হল না। এমনকি যাঁর ছবি নিয়ে গণ্ডোগোল সেই প্রযোজক শ্রীকান্ত মোহতাকেও ডাকা হয়নি, ইম্পাকেও না।'

রুদ্রনীলের কথায়, ‘আসলে গোটা রাজ্যে তৃণমূলের সঙ্গে তৃণমূলের যে লড়াই, এটা সেটারই একটা মেকআপ করা লুক। আসলে এটা তৃণমূলের সাংসদ দেব, তৃণমূলের বিধায়ক রাজ, আর অন্যান্য পরিচালকরা যাঁরা প্রচ্ছন্ন তৃণমূলের নিরব সমর্থক, তাঁদের সঙ্গে টালিগঞ্জের নিয়ন্ত্রণ অরূপ বিশ্বাস-স্বরূপ বিশ্বাসের লড়াই। মিটিংয়ের পর সকলেই বলবেন দারুণ, তবে মনে মনে দাঁড় কিড়মিড় করবেন। কারণ আওয়াজ তোলার তো জায়গা নেই। কারণ, সকলকেই সিনেমা চালাতে হবে। শ্যুটিংয়ের জন্য পুলিশের অনুমতি লাগবে। তাই সকলেই এখন তৃণমূল। নাহলে তো নন্দনে সিনেমা চলবে না। মিঠুন চক্রবর্তীকে নেওয়ার জন্য দেবের ছবিও কিন্তু নন্দনে চলেনি। আবার সায়নী ঘোষ অনীক দত্তের ছবিতে কাজ করেছেন, সেই ছবিও নন্দনে চলেনি। আর আমার ছবি তো বাদই দিলাম।’ 

রুদ্রনীলের কটাক্ষ, কমিটি তৈরি করে স্বরূপ বিশ্বাসের ফেডারেশনের নিয়ম বদলানো হবে, সেই কমিটির দায়িত্বে দাদা অরূপ বিশ্বাস। তিনি তিনমাস সময় নিয়েছেন। তাই নিয়ম কি আদৌ বদলাবে, নাকি একই রেখে একটু অদলবদল হবে। আর এই তিনমাসে অনেককিছুই ঘটে যাবে। অথচ এই নিয়ম প্রতিটি সংগঠনের প্রতিনিধিরা বসে ১৫ দিন কিংবা ১ মাসেই বদলাতে পারতেন। তাই নিয়ম কি আদৌ বদলাবে? এই তিনমাসে দুর্গাপুজো, কালীপুজো, ফিল্ম ফেস্টিভ্যাল সবই আছে, আসলে তাই আসল সমস্যা চাপা পড়েই থাকবে ছাই চাপা আগুনের মতো।'

 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

প্রোমোটারের বাড়িতে আয়কর হানার নামে লুঠ, গ্রেফতার ৫ CISF জওয়ানসহ ৭ স্পটিফাই থেকে গান শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে জলের তাপমাত্রাই সুস্বাস্থ্যের চাবিকাঠি! জানুন কখন ঠাণ্ডা জল খাবেন, কখনই বা গরম এবার গ্রেফতার ৫ সিআইএসএফ কর্মী–সহ ৮ জন, আরজি কর হাসপাতালে কর্মরত, ডাকাতির অভিযোগ গুগল ক্রোমের ৫ সেরা কৌশল, খুব কম লোকই জানেন বাবা-মা চাইতেন মনীষা শিক্ষক হবেন, সেখান থেকে কীভাবে অভিনয় জগতে এল পর্দার ‘রাঙা’? 'হিংসায় গা জ্বলছে…' বিলেত থেকে একহাত নিলেন কুণাল, হাতে ওটা কী? ডাঙা কি কখনো উলটো হয়! রোজই তো যান এই জায়গায়, জানেন কি কেন নাম হল উল্টোডাঙা? বারাসতে পরপর বাইকে ধাক্কা দিয়ে দাউ দাউ করে আগুন গাড়িতে, ঠিক যেন হিন্দি সিনেমা! মাকে ছাড়া ১৩ বছর! আবেগঘন অংশুলা ও অর্জুন কাপুর

IPL 2025 News in Bangla

কোহলিকে না বলেকয়ে ব্যাগ খুলে পারফিউম নিয়ে গোটা গায়ে মাখলেন RCB-র তরুণ- ভিডিয়ো শতরান নয়, দলের জয়ই আসল! শ্রেয়সের আত্মত্যাগে মুগ্ধ শাস্ত্রী, খোঁচা দিলেন কোহলিকে? IPLর প্রথম ম্যাচে হারতেই মা কামাখ্যার শরণাপন্ন KKR! পুজো দিলেন রাহানে, বরুণরা MIতে খেললে বিমানবন্দরে লাগে না চেকিং! ১০ কোটির অফারে ‘না’? রহস্য ফাঁস KKR তারকার ৫ ম্যাচে তিনবার শূন্য, লজ্জাজনক রেকর্ড বাবর আজমের উত্তরসূরির, একবার আউট ১ রানে IPL: স্টইনিসের ছক্কা গিয়ে পড়ল মহিলা নিরাপত্তারক্ষীর গায়ে,ঘটল বড় বিপদ- ভিডিয়ো ‘মাইলস্টোন কিলিং অ্যাকাডেমিতে স্বাগত’, শশাঙ্ককে কেন হার্দিকের ছাত্র বলা হচ্ছে? ‘আমি থাকতে ইডেনের পিচ বদলাবে না, KKR-এর ঘূর্ণি বাইশগজের 'আর্জি’ খারিজ কিউরেটরের জনসনের বদলে মইন নাকি নরকিয়া? RR-এর বিরুদ্ধে KKR-এর একাদশে শিকে ছিঁড়বে রমনদীপের? ৯৭ রান করা আইয়ারকে ব্যাটিং দেননি কেন? শশাঙ্কের জবাবে শ্রেয়সের উপর শ্রদ্ধা বাড়বে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.