অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে যেন মিটেও মিটছে না! আক্ষরিক অর্থেই চাঁদের হাট এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির ছোট ছেলের বিয়েতে । একদিকে, কিম কার্দাশিয়ান, জন সিনার মতো আন্তর্জাতিক তারকা, অন্যদিকে অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শাহরুখ খান, সলমন খান। প্রাক্তনদেরও এক ছাদের তলায় করে দিয়েছেন আম্বানি। আরও পড়ুন-আম্বানিদের বউমা হলেন, তবু বিদায় অনুষ্ঠানে কেঁদে ভাসালেন রাধিকা, চোখে জল কেন মুকেশ আম্বানির?
সেই বিয়ের গ্র্যান্ড রিসেপশনে হাতে গোনা টলি তারকা ডাক পেয়েছেন। যশ, নুসরত, রাইমা,শাশ্বতর মতো হাতেগোনা টলিউড সেলেবকে দেখা যাবে বলিউড তারকাদের ভিড়ে। কিন্তু জানেন কি বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ সন্দীপ্তা সেনকেও ডাকা হয়েছিল এই আকাশ আম্বানির রিয়ের রিসেপশনে। কিন্তু আমন্ত্রণ ‘রিজেক্ট’ করেছেন সন্দীপ্তা। যদিও সেটা বাধ্য হয়ে।
বাংলা টেলিভিশনের ‘দুর্গা’কে ছেলের বিয়েতে নেমন্তন্ন করেছিলেন মুকেশ ও নীতা আম্বানি। হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেত্রী জানালেন, ‘আমি সত্যি কৃতজ্ঞ যে ওঁনারা আমাকে নেমন্তন্ন করেছে। খুব কম মানুষকেই ওঁনারা ডেকেছেন, তার মধ্যে যে তাঁরা আমার কথা মাথায় রেখেছেন, আমি আসব কি আসব না, সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়েছে সেটা আমার কাছে অবশ্যই ভালো লাগার বিষয়।’
জুন মাসে আমার কাছে প্রথম ইনভিটেনশটা এসেছিল। প্রথমে আমি গুরুত্ব দিইনি। তারপর ওঁনাদের তরফে যখন ফোন আসে বুঝতে পারলাম ব্যাপারটা ফেক নয়। কিন্তু আজকের ডেটটা কাজের জন্য অনেক আগে থেকেই ব্লক করা ছিল। দু-তিনটে কাজের মধ্যে বাকিগুলো এদিক-ওদিক করতে পারলেও একটা ইভেন্টে আমাকে যেতেই হত। আগে থেকে কথা দেওয়া রয়েছে, তাই কিছু করার নেই। ১০ দিন আগে শেষ ফোনটা এসেছিল, আমি জানিয়ে দিই যেতে পারব না'।
অনন্ত-রাধিকার বিয়েতে যেতে পারলেও নবদম্পতির জন্য় শুভেচ্ছা রইল সন্দীপ্তার তরফে। টলিউডের নতুন কনে বললেন, ‘এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির ছেলের বিয়ে, এইরকম গ্র্যান্ড যে হবে সেটা তো স্বাভাবিক। সবাই প্রচণ্ডভাবে জড়িয়ে রয়েছেন এই বিয়েটার সঙ্গে। অনেক শুভেচ্ছা রইল দুজনেই’। সন্দীপ্তার পাশাপাশি আরও এক টলি অভিনেতা আমন্ত্রিত হলেও যাচ্ছেন না এই রিসেপশনে, তিনি আর কেউ নন টোটা রায়চৌধুরী। কাছের মানুষ অসুস্থ হওয়ার জন্য নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন আলিয়ার অনস্ক্রিন বাবা।
সন্দীপ্তার গায়েও এখনও বিয়ের গন্ধ লেগে রয়েছে। গত ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। ছোটপর্দা থেকে দূরে থাকলেও ওটিটিতে কাজ চালিয়ে যাচ্ছেন নায়িকা। এই মাসেই মুক্তি পাচ্ছে সন্দীপ্তার হিট সিরিজ বোধনের দ্বিতীয় সিজন। সেই নিয়েই আপাতত ব্য়স্ত অভিনেত্রী।