টিআরপি তালিকায় দারুণ ফল সোনামণি সাহা ও হানি বাফনার শুভ বিবাহ-র। তবে জানলে অবাক হবেন এই সিরিয়ালের জন্য সোনামণি নন, নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন সন্দীপ্তা সেন। শুভবিবাহ-এর জুটি হিসাবে ‘দুর্গা’র নায়ক-নায়িকাকে ফেরানোর পরিকল্পনা ছিল জলসার। তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
ডিভোর্সি মেয়ের দ্বিতীয় বিয়ের প্রেক্ষাপটে সাজানো এই সিরিয়াল থেকে কেন সরে দাঁড়ান সন্দীপ্তা? ছোটপর্দায় কামব্যাক নিয়ে কী বলছেন টলিপাড়ার নতুন বউ? হিন্দুস্তান টাইমস বাংলার তরফে প্রশ্ন রাখা হলে, শুভ বিবাহের প্রস্তাব তাঁর কাছে যাওয়ার কথা মেনে নেন সন্দীপ্তা। অভিনেত্রী জানান, ‘হ্য়াঁ, বেশ কয়েক মাস আগে আমার কাছে এর প্রস্তাব এসেছিল। কিন্তু ডেট সমস্যার কারণে আমি করতে পারিনি। ওই সময় নষ্টনীড় ২-এর শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল, তাই এটা হয়ে ওঠেনি’।
'করুণাময়ী রাণী রাসমণি-উত্তরপর্ব'-এ শেষ দেখা গিয়েছে সন্দীপ্তাকে। তারপর থেকে ছোটপর্দা থেকে লম্বা বিরতিতে নায়িকা। প্রায় দু-বছর হতে চলল টেলিভিশন থেকে দূরে সন্দীপ্তা। ওটিটি আর সিনেমাই কি একমাত্র পাখির চোখ সন্দীপ্তার? কামব্যাক নিয়ে কী ভাবনা তাঁর? সন্দীপ্তা জানিয়েছেন, ‘আমার কোনও বাধবিচার নেই। সব মাধ্যমেই কাজ করতে চাই। টেলিভিশনে ভালো চরিত্রের অফার এলে নিশ্চই করব। টেলিভিশন থেকেই আমার শুরু, ছেড়ে যাওয়ার প্রশ্ন নেই। সঠিক বিষয়ের অপেক্ষায় রয়েছি'।
আগামিতে সন্দীপ্তাকে দেখা যাবে নষ্টনীড় সিজন ২-তে। এই মাসের শেষের দিকেই মুক্তি পাওয়ার কথা হইচই-এর এই সিরিজের। বড়পর্দায় সন্দীপ্তাকে শেষ দেখা গিয়েছে, ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’-এ। এই মুহূর্তে বড় পর্দায় কাজের কোনও অফার নেই সন্দীপ্তার হাতে, কথাবার্তা চলছে।
গত বছর ডিসেম্বরে সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন সন্দীপ্তা। বিয়ের পর দাম্পত্য জীবন চুটিয়ে এনজয় করছেন। কতটা বদল এল জীবনে? হিন্দুস্তান টাইমসকে অভিনেত্রী জানান, ‘তেমন কোনও বদল অনুভব করতে পারছি না। আমি আর সৌম্য একসঙ্গে সব দায়িত্ব ভাগ করে নিয়েছি। দারুণ সময় কাটছে। কাজ, সংসার সব মিলিয়ে’।