২০২৩ সালের ৪ঠা জুলাই একমাত্র কন্যাসন্তানকে হারিয়েছিলেন অ্যালবার্ট কাব। ৮ মাসের কন্যা সন্তান এভিলিনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সারেগামাপা জয়ী গায়ক। তবে এক বছর যেতে না যেতেই হাসি ফুটল অ্যালবার্ট কাবো এবং তাঁর স্ত্রী পূজা ছেত্রীর মুখে।
ফের সন্তানসুখ লাভ করেছেন দুজনে। চলতি বছর এপ্রিলেই পূজার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এনেছিলেন গায়ক। অবশেষে হিন্দুস্তান টাইমস বাংলার হাতে এল কাবোর দ্বিতীয় সন্তানের জন্মের এক্সক্লুসিভ আপটেড। দু-মাস আগেই ফের বাবা হয়েছেন কাবো, তবে সেই সুখবর এতদিন চাপা ছিল। খবরের সত্যতা জানতে কাবোর সঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করে হলে গায়ক বলেন, ‘হ্যাঁ, ভগবানের অশেষ কৃপা। আমার স্ত্রী পূজার দু-মাস আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে'।
শুধু ফের সন্তানলাভ করেছেন তাই নয়, এভিলিনই যেন নতুন রূপে ফিরে এসেছে। দ্বিতীয়বারও কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কাবো-পত্নী। জি টিভি সারেগামাপা জয়ী গায়ক বললেন, ‘আমরা খুব খুশি। আনন্দের ঠিকানা নেই। সকলে ওকে আর্শীবাদ করবেন’।
কাবোর জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম তাঁর স্ত্রী। জিটিভি সারেগামাপা-র ট্রফি জয়ের পর হিন্দুস্তান টাইমস বাংলাকে কাবো বলেছিলেন মেয়ের মৃত্যুর পর গান গাওয়াই ছেড়ে দিয়েছিলেন তিনি। পূজার অনুপ্রেরণাতেই ঘুরে দাঁড়ানো। বলেছিলেন, ‘মেয়ের ট্রিটমেন্টের জন্য অনেক শো করেছিলাম। কিন্তু ওই থাকল না… (খানিক নিস্তব্ধতা) আমার তো মনই ছিল না আর গান-বাজনায়। ছেড়ে দিয়েছিলাম সব। আমাকে পূজা বলল, তোমাকে জিটিভি সারেগামাপা-তে যেতে হবে। আমি রাজি হইনি। বলেছিলাম, পারব না, আমার ইচ্ছে নেই। গানে মনযোগই দিতে পারছি না। কিন্তু ও জোর দিয়ে বলে তোমাকে আমাদের মেয়ের জন্য যেতে হবে। তাই আর না করতে পারিনি’।
জন্মের পর থেকেই অসুস্থ ছিল কাবো-কন্যা এভিলিন। হার্টের সমস্য়া ছিল তাঁর। কলকাতার এক নামী হাসপাতালে চলছিল চিকিৎসা। তবুও শেষরক্ষা হয়নি। গত বছর জুলাইয়ের শুরুতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। সেই যন্ত্রণা ভুলে আপতত মেয়েকে আঁকড়েই নতুন স্বপ্ন সাজাচ্ছেন দুজনে।
দু-দিন আগেই ছিল কাবো-পত্নীর জন্মদিন। স্ত্রী'কে আদুরে শুভেচ্ছায় মুড়ে দেন গায়ক। তিনি লেখেন, ‘আমাদের ভালোবাসা আমাদেরকে শিখিয়েছে ‘নিঃস্বার্থকতা, ত্যাগ এবং সমবেদনা কাকে বলে। আমি আজ তোমার জন্য একজন ভালো মানুষ হতে পেরেছি। শুভ জন্মদিন, আমার প্রিয় বউ’।