বাংলা নিউজ > বায়োস্কোপ > Ramprasad Update: 'রামপ্রসাদ'-এর হাত ধরে জলসার পর্দায় ফিরছেন সায়ক, কবে থেকে শুরু হবে এই মেগা?

Ramprasad Update: 'রামপ্রসাদ'-এর হাত ধরে জলসার পর্দায় ফিরছেন সায়ক, কবে থেকে শুরু হবে এই মেগা?

জোর কদমে চলছে শ্যুটিং 

Sayak Chakraborty in Ramprasad: ‘মন ফাগুন’-এর পর আবারও স্টার জলসার পর্দায় সায়ক। চ্যানেলের আসন্ন পিরিয়ড ড্রামা ‘রামপ্রসাদ’-এ থাকছেন ‘করুণাময়ী রাণী রাসমণি’ খ্যাত অভিনেতা। 

কবে থেকে শুরু হচ্ছে সব্যসাচী চৌধুরীর কামব্যাক মেগা ‘রামপ্রসাদ’? এই প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে ভক্তদের। জানুয়ারি মাসের শুরুতে সামনে এসেছিল এই পিরিয়ড ড্রামার প্রোমো। এরপর তিন মাস কেটে গিয়েছে কিন্তু সিরিয়াল নিয়ে কোনও আপটেড না পাওয়ায় বেশ হতাশ হয়ে পড়েছিল ভক্তরা, তবে অবশেষে সামনে এল ধামাকেদার আপটেড।

এই বহুচর্চিত মেগার হাত ধরে স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। 'রামপ্রসাদ'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সায়ক, হিন্দুস্তান টাইমস বাংলাকে এই খবর নিশ্চিত করেছেন ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ খ্যাত অভিনেতা। যদিও চরিত্র নিয়ে বিস্তারিত কিছু ভাঙতে না-রাজ সায়ক। তাঁর সাফ জবাব, ‘খুব যত্ন নিয়ে কাজটা হচ্ছে। চরিত্র নিয়ে এখনই কিছু বলতে পারব না। এইটুকু বলব, আমার চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ গল্পের নিরিখে। আমি দারুণ উত্তেজিত রামপ্রসাদের অংশ হতে পেরে’।

তিন মাস ধরে আটকে রয়েছে এই প্রোজেক্ট। সায়ক জানালেন, ‘অনেক দিন তো শুরু হওয়ার কথা ছিল, মাঝে কিছুদিন বন্ধ ছিল শ্যুটিং। তবে অবশেষে জোর কদমে কাজ শুরু হয়েছে। ইন্ডোর-আউটডোর সবই একসঙ্গে চলছে। আমি খুব আশাবাদী প্রোজেক্টটা নিয়ে’।

সিরিয়ালে নাম ভূমিকায় রয়েছেন সব্যসাচী। তাঁর স্ত্রী সর্বাণীর চরিত্রে থাকছেন অভিনেত্রী সুস্মিলি আচার্য্য মানে সবার প্রিয় ‘সৌদামিনী’। অন্যদিকে মা কালীর ভূমিকায় থাকছেন পায়েল দে। কো-স্টারদের প্রশংসায় পঞ্চমুখ সায়ক। জানালেন, ‘সবাই ভীষণ ভালো, খুব পজেটিভ একটা পরিবেশ রয়েছে সেটে। তাই কাজটাও খুব ভালো করে হচ্ছে’। এখন প্রশ্ন হল কবে থেকে শুরু হবে ‘রামপ্রসাদ’? সূত্রের খবর, এই মাসের শেষে বা মে মাসের শুরুতেই অন-এয়ার যাবে ‘রামপ্রসাদ’। তাই অপেক্ষা আর দিন কয়েকের। টেলিপাড়ার জোর কানাঘুষো, শেষ হচ্ছে জলসার ‘গুড্ডি’ এবং ‘গাঁটছড়া’। তাহলে কোন স্লটে আসবে এই মেগা? সব্যসাচী ভক্তরা চায় প্রাইম স্লটেই আসুক এই পিরিয়ড ড্রামা।

প্রসঙ্গত, পৌরাণিক বা ইতিহাস নির্ভর সিরিয়ালের পরিচিত মুখ সায়ক। জলসার পর্দায় দর্শক তাঁকে শেষ দেখেছে ‘মন ফাগুন’ ধারাবাহিকে। আকাশ আটের ‘কাঞ্চি’তে শেষ দেখা গিয়েছে সায়ককে।

২০১৪ সালে জি বাংলার ‘বয়েই গেল’ সিরিয়ালের সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন সায়ক। ন'বছরের দীর্ঘ কেরিয়ারে একাধিক সুপারহিট মেগা ধারাবাহিকে অভিনয় করেছেন। যার অন্যতম ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’, ‘সাধক বামাক্ষ্যাপা’, ‘হয়তো তোমারই জন্য’,'মহাপীঠ তারাপীঠ', ‘আজ আড়ি কাল ভাব’, 'গোয়েন্দা গিন্নী', ‘মা দুর্গা’।

 

বায়োস্কোপ খবর

Latest News

বয়স মাত্র ১ বছর ৪ মাস, রণবীর-আলিয়া কন্যা রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড' বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.