কথাতেই আছে 'সবুরে মেওয়া ফলে' আর সায়কের জীবনে সেই কথাই যেন বার বার সত্যি হয়ে উঠছে। প্রায় ১ বছর অপেক্ষার পর লীনা গঙ্গোপাধ্যায়ের মেগা 'চিরসখা'-এর হাত ধরে জানুয়ারিতেই কামব্যাক করেন সায়ক চক্রবর্তী। তাঁর অভিনীত চরিত্র ‘ফিডেল’ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। আর তাঁর মাঝেই ফের দারুণ খবর দিলেন অভিনেতা। এবার জি বাংলার নতুন মেগাতে নতুন চরিত্রে ধরা দেবেন তিনি। এই প্রসঙ্গে হিন্দুস্থান টাইমস বাংলা অভিনেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এটা আমার ঘর ওয়াপসি।’
‘তুই আমার হিরো’তে দেখা যাবে সায়ক চক্রবর্তীকে। বুধবার নিজেই সমাজমাধ্যমের পাতায় সে খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সায়ক। মেগার প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছেন। সেই প্রোমো শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লেখেন, 'পরবর্তী'।
আরও পড়ুন: ১ বছর পর কামব্যাক টিভিতে! ‘সেই কয়েকটা রাত আমার জেগে কেটেছে…’, চিরসখায় ফিরে বললেন সায়ক
বছরের শুরুতেই পর পর দুটো মেগা সবটা মিলিয়ে উচ্ছ্বসিত অভিনেতা বললেন, 'অনেকটা অপেক্ষা, তারপর যখন পর পর দুটো কাজ আসে তখন তো খুবই ভালো লাগে। লীনাদি শুরুটা করে দিয়েছিলেন। সেটা আমার জন্য খুবই এফেক্টিভ। তারপর থেকেই খুব ভালো ভালো কাজের সুযোগ আসছে। সেই কাজগুলোর মধ্যে আমার মনে হয়েছে এটা অন্যতম সেরা একটা কাজ হতে চলেছে। তাই ‘তুই আমার হিরো’কে বেছে নেওয়া।' তবে মেগাতে তাঁর চরিত্র কী হবে তা নিয়ে আপাতত মুখ খোলেননি অভিনেতা। দর্শকদের জন্য তা সারপ্রাইজ হিসেবেই রেখেছেন।
বর্তমানে জি বাংলার তথা বাংলা ধারাবাহিকের টিআরপি টপার মেগা 'পরিণীতা' লেখক সৌভিক চক্রবর্তীর সঙ্গে শ্রীজিৎ রায়ের যৌথ উদ্যোগে এই মেগা আসতে চলেছে। 'তুই আমার হিরো' সৌভিক-শ্রীজিতের প্রযোজনা সংস্থার প্রথম কাজ। সেই কাজে সুযোগ পেয়ে বেশ খুশি অভিনেতা। তাঁর কথায়, ‘সৌভিকদা ও শ্রীজিৎদার নতুন প্রযোজনা সংস্থার প্রথম প্রোজেক্ট ‘তুই আমার হিরো’। তাই স্বাভাবিক ভাবেই আমরা সকলে খুবই উত্তেজিত। ওঁদের সঙ্গে কাজ করব ফলে অনেকটা ভালো লাগা কাজ করছে। সৌভিকদার গল্প যে ভীষণ ভালো হতে চলছে তা তো আর বলার অপেক্ষা রাখে না। আমি খুবই উচ্ছ্বসিত।’
আরও পড়ুন: দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’তে অরিজিৎ-শ্রেয়ার যুগলবন্দি! বন্ধ কাজ শুরু করলেন অনুপম
তবে অনেক দিন পর আবার জি বাংলার পর্দায় দেখা যাবে সায়ককে। এর আগে ‘রাণী রাসমণি’, 'কাদম্বিনী', 'বাক্স বদল'-সহ জি বাংলার একাধিক মেগায় কাজ করেছিলেন তিনি। এত দিন পর আবার জি বাংলায় ফেরা প্রসঙ্গে আনন্দিত সায়ক বলেন, 'এটা আমার ঘর ওয়াপসি বলা যেতে পারে।' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে মোহনা মাইতি এবং রুবেল দাসকে। ইতিমধ্যেই জানা গিয়েছে ১০ মার্চ থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে মেগা। রোজ সন্ধ্যা ৬ টায় দেখতে পাবেন দর্শকরা। তবে সায়ক মেগার কাজ শুরু করবেন চলতি মাসের ১২ তারিখের পর থেকে।