সদ্য হাসপাতাল থেকে আদরের রাজকন্যাকে নিয়ে বাড়ি ফিরেছেন শ্রীময়ী চট্টরাজ মল্লিক। ছোট্ট লক্ষ্মীর আগমনে আপাতত মল্লিক বাড়িতে শুধুই খুশির হাওয়া। মেয়ে কী করছে, খাচ্ছে না ঘুমোচ্ছে, ওর কোনও অসুবিধা হচ্ছে না তো! আপাতত এসব নিয়েই সদা ব্যস্ত বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। অন্যদিকে, প্রথমবার মা হয়ে সুন্দর একটা অনুভূতি, সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন কাঞ্চনপত্নী, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজও।
কাঞ্চন-শ্রীময়ীর সদ্যোজাত শিশুকন্যাকে নিয়ে অনুরাগীদেরও আগ্রহের অন্ত নেই। সকলেই একটি বার মল্লিকবাড়ির সেই রাজকন্যাকে দেখতে চান। কিন্তু কবে দেখা যাবে সেই ছোট্ট 'কৃষভি'কে?
এবিষয়টি জানতেই Hindustan Times Bangla-র তরফে যোগযোগ করা হয় শ্রীময়ী চট্টরাজের সঙ্গে। শ্রীময়ী বলেন, ‘এখন তো ও খুবই ছোট। আর বাড়ির কিছু নিয়ম আছে। তবে নিশ্চয় সকলকে দেখাব। তবে ও আরেকটু বড় হোক।’
হ্যাঁ, ঠিক এই কথাই জানিয়েছেন শ্রীময়ী। তাই কাঞ্চন কন্যাকে দেখতে আরেকটা অপেক্ষাই করতে হচ্ছে অনুরাগীদের। প্রসঙ্গত, এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে মেয়ের ছবি পোস্ট করলেও সেখানে শ্রীময়ী শুধু তাঁর মেয়ের ছোট্ট হাতের ছবিই পোস্ট করেছিলেন। নাহ মুখ দেখা যায়নি।
প্রথমবার মা হওয়ার অনুভূতি কেমন?
শ্রীময়ী: এখনও পর্যন্ত বুজতে পাারছি না যে আমি মা হয়ে গিয়েছি। ওকে দেখলে কেমন যেন পুতুলের মতো লাগছে। একদিন তো ওকে আমি হ্য়ালো বলে ডাকছি। কাঞ্চন শুনে বলল, কীরে! ওটা তো তোর মেয়ে, বল সোনা মা। ঠিক যেন বুঝে উঠতেই পারছি না যে মা হয়ে গিয়েছি। এখানে আমার দিদিভাই এসেছে। আমি ওকে বললাম, ওকে একটু কোলে নেতো আমি একটু ওকে দেখি। দিদিভাই বলল, কী রে দেখবি কী! তুই তো মা, ওকে কোলে নে, ফিড করা, ও কি পুতুল নাকি যে দেখবি!
ছোট্ট রাজকন্যা তো ঘরে এলো, তবে এবার তো রাত জাগার পালা?
শ্রীময়ী: বাড়ি আসার পর থেকে ও বৃহস্পতিবার গোটা দুপুর জাগিয়ে রেখেছে। খিদে পেলে চিৎকার করে কাঁদছে। হয়ত ঠিক বুঝতে পারছে না নতুন জায়গা বলে! তবে রাত জাগার বিষয়ে কাঞ্চন কিন্তু এক্কেবারে তৈরি। আমি রাত জাগার কথা বলতেই বলল, এইরকম বলিস না, তুইও একদিন রাত জাগিয়েছিস। ওকে কোলে নিয়ে নেব। শুধু রাত জাগা নয়, কঞ্চন তো ন্যাপি বদলানো থেকে শুরু করে মেয়ের জন্য সবকিছু করতে প্রস্তুত। ৪০ বার দেখে আসছে মেয়ে কী করছে! ওর কোনও অসুবিধা হচ্ছে নাকি! কাঞ্চন মেয়েকে নিয়ে অবসেশড। সারাক্ষণ সিসিটিভিতে মেয়েকে নজর রাখছে।